। ড. অখিল পোদ্দার।
নি:শেষ বাদামের ছোকলার মতো
অবহেলিত সেই আমি-
নিরেট মুখ, লা জবাব কিংবা নিশ্চুপ চোখ
আছি বেঁচে আছি শতায়ুসম্ভাষণে
পাদুকার তলা চেখে শত সন্তরণে
নিস্তেজ বেড়াল হাঁটে নিজ ছায়া ধরে;
গাছ দাঁড়িয়ে গেছে বৃক্ষের উপরে
অবহেলিত লজ্জাবতী, বিস্তৃত দুধলতা
নিরাক দুপুর হেঁটে চলে মেঘবিকেলের ছাদে
অপমান, আনত মুখ এবং ভ্রষ্টাগণ
ফিরে ফিরে আসে হোদহোদ পাখির যৌবন
শাদাবক বেঁচে আছে শতায়ুসন্তরণে
গনগনে মাঠ, নিস্তরঙ্গ নদী, নি:সঙ্গ বুক
চৈত্রের নীলবাঁশে দহন-জগত উড়কি পবন।
অবহেলিত আমি কিংবা বৈখাখী চিল
নতমুখে ফিরেছি দূর বহুদূর
ম্লান এবং বৈষম্যভূমিতে-
বাদামের ছোকলার মতো নি:শেষিত মানুষ
নি:শ্চুপ জোড়াচোখ-আগুনফুল এবং
অপমানে সলজ্জ দণ্ডিত পুরুষ।
লেখক- সিনিয়র সাংবাদিক, একুশে টেলিভিশন
( ২৭মার্চ,২০২১ এ প্রকাশিত লেখকের টাইমলাইন থেকে সংগৃহীত)
স:স:/জ:নি:
পাঠকের মন্তব্য