রাজনীতি সংযোগ / জনসংযোগ .কম / ১৭-০৭-২০২০
। নাজমা আক্তার ।
১৭ জুলাই, ২০০৭ সালের এই দিনে আমাদের বেঁচে থাকার আলোক বর্তিকা জননেত্রী শেখ হাসিনা ১/১১ সরকার কর্তৃক কারাগারে অন্তরীণ । আর এই দিনেই জননেত্রীকে কারারুদ্ধ করার প্রতিবাদ করতে গিয়ে আমার নামে দেওয়া হল জরুরী বিধিমালায় রাষ্ট্রদ্রোহ মামলা । একদিকে মাথার উপর বিএনপি-জামাত জোট সরকারের দেওয়া প্রায় দুই ডজন মামলা, অন্যদিকে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রদ্রোহ মামলা । ছোট বাচ্চাটাকে তার বাবার কাছে রেখে দুর্বিসহ পলাতক জীবন যাপন । এ সময়ে আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবও ভয়ে যোগাযোগ কিংবা আশ্রয় দিতে সাহস পেত না । অন্যদিকে আমার নিজ সংগঠনের কিছু ব্যক্তি ব্যস্ত ছিল আমাকে ধরিয়ে দেওয়ার হীন অপতৎপরতায় । সেই দু:সহ দিনগুলির কথা মনে হলে আজও মন ভারাক্রান্ত হয়ে পড়ে । ৬ মাস পলাতক জীবন যাপনের সময়ও নেত্রীর মুক্তির আন্দোলনে কর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদেরকে সংগঠিত করেছি, জেলগেটে পাঠিয়েছি ।সেই বিভিষিকাময় পরিস্থিতিতে যারা আমাকে সহযোগিতা করেছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা । উল্লেখ্য, ঐ সময়ে মহিলা সংগঠনের আমি ছাড়াও তৎকালীন মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা আপা এবং অন্য সহযোগী সংগঠনের যে সকল ভাইয়েরা রাষ্ট্রদ্রোহী মামলার আসামী ছিলেন তাদের সকলের প্রতি সংগ্রামী সালাম।
সভাপতি,
বাংলাদেশ যুবমহিলা লীগ ।
jjsongjugnews@gmail.com
fb.com - @jshongjog