। শাহজাহান আলম সাজু ।
নিজের পাওনা টাকা না পেয়ে আত্মহননের পথ বেছে নিলেন দুঃসময়ের ছাত্রলীগ নেতা আনিস। দায় কার?
কাজী আনিসুর রহমান পোড় খাওয়া একজন ত্যাগী ছাত্রনেতা ছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে নিজের জীবনের মায়া ত্যাগ করে কুষ্টিয়ায় বাংলাদেশ ছাত্রলীগকে প্রতিষ্ঠা করতে তিনি অসামান্য অবদান রেখেছেন। সে সময় কুষ্টিয়ায় ছাত্রলীগের রাজনীতি করা অত্যন্ত দুরহ ব্যাপার ছিল। কুষ্টিয়ায় তখন হাতে গুনা স্বল্প সংখ্যক মানুষ আওয়াী লীগ ও ছাত্রলীগ করতো।
আওয়ামী রাজনীতির চরম দুঃসময়ে তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ও জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আজ আওয়ামী লীগের সুসময়ে নিজের পাওনা টাকা আদায় করতে না পেরে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছেন। পত্রিকার খবরে প্রকাশ হেনোলাক্স কোম্পানির সাথে ব্যবসা করতে গিয়ে তিনি তাঁর সারা জীবনের সঞ্চয় ঐ কোম্পানীতে বিনিয়োগ করেছিলেন। কিন্তু হিনোলাক্সের মালিক তাঁর সাথে বেঈমানি করে। মৃত্যুর পুর্বে তিনি সংবাদ সম্মেলন করে হেনোলাক্স কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করে গেছেন। তাঁর সকল কষ্টের কথা বলে গেছেন। তিনি তাঁর পাওয়া টাকার জন্য দ্ধারে দ্ধারে ঘুরেও কোন প্রতিকার না পেয়ে এক পর্যায়ে তিনি হতাশ হয়ে আত্মহননের পথ বেছে নেন। একজন মানুষ কতটা কষ্ট পেলে নিজের স্ত্রী সন্তান পরিবার পরিজনের মায়া ত্যাগ করে আত্মহত্যা করতে পারেন তা সহজেই অনুমেয়।
আমি খুব কাছ থেকে আনিসকে দেখেছি। ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার স্হানান্তরের পর আমরা একসাথে কুষ্টিয়ায় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছি।আমি তখন ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি। অসাধারণ একজন সংগঠক ও ত্যাগী নেতা ছিলেন আনিস। কুষ্টিয়ায় হরতালের মিছিল থেকে আমার সাথে আনিসও গ্রেফতার হয়েছিলেন । আনিসদের মেধা শ্রম ও আত্মত্যাগে আওয়ামী লীগ আজ রাষ্ট্রিয় ক্ষমতায় আসীন। অথচ আনিসের প্রিয় সংগঠন আওয়ামী লীগের শাসনামলেই তাঁর পাওনা টাকা আদায় করতে না পেরে জীবন যুদ্ধে পরাজিত সেই দুঃসময়ের মুজিব রণাঙ্গনের সাহসী যোদ্ধা আনিস আজ আত্মহত্যার পথ বেছে নিলেন। আনিসের আত্মহত্যা কি শুধুই আত্মহত্যা - নাকি হত্যা? এ দায় কার? আমি মনে করি এটা আত্মহত্যা নয়। একটি হত্যাকান্ড। হেনোলাক্স কোম্পানি আনিসকে তিলে তিলে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। এই হত্যাকাণ্ডের দায় অবশ্যই হেনোলাক্সের মালিককেই নিতে হবে।
আমি এ ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠ তদন্ড সাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
লেখক - সচিব, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্ট, শিক্ষা মন্ত্রণালয়
সাবেক সহ-সভাপতি ও সিনিয়র যুগ্ম - সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কার্যকরী সংসদ ।
(৫জুলাই,২০২২ তারিখে প্রকাশিত লেখকের টাইমলাইন থেকে সংগৃহীত)
সচি:স:/জ:নি:
পাঠকের মন্তব্য