রাজনীতি সংযোগ / জনসংযোগ.কম / ২১-০৭-২০২০ ।
। আবু সাইদ কায়সার দিপু ।
বার বারই কথা উঠছে অনুপ্রবেশকারীদের দল থেকে সরিয়ে দিবেন, কিন্তুু কিভাবে ? জননেত্রী শেখ হাসিনা গনভবনে এত করে বললেন আমার ত্যাগী কর্মীদের আপনারা কষ্ট দিবেন না। ওদের কষ্ট দিলে আমি কষ্ট পাই, প্রয়োজনে দল থেকে চিহ্নিত করে ঐ অনুপ্রবেশকারীদের বের করে দিন। ওদেরকে আমার দলে লাগবে না। যারা নিজেদের গ্রুপটাকে শক্তিশালী করার জন্য ওদের দলে ঢুকিয়েছেন তাদেরকে নেত্রী পরিষ্কার ভাষায় বলে দেওয়ার পরও তা কার্যকর না করে উল্টো লালন পালন ও পৃষ্ঠপোষকতা দিয়েছেন । চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও আপনারা ওদের দলে অনুমোদন দিয়ে কমিটির গুরুত্বপূর্ণ পদ পদবিতে ভূষিত করেছেন। আপনারা ভেবে দেখুন এই তো সেদিন ১/১১ সময় ওরা কি ছিল রাজপথে নেত্রীর মুক্তির মিছিলে ? ৮০/৯০ দশকের দিকে নাই বা গেলাম । এখন আপনাদের আশেপাশে অনেক হাইব্রীড, সে দিন কোথায় ছিল ওরা ? তাই বলছি- দলের ত্যাগী কর্মীরা কিছুই চায় না কিন্তু এই না চাইতে চাইতে শেষ পর্যন্ত অভাগা ত্যাগীদের এমন একটা অবস্থা হয়েছে যে, ক্ষমতার স্বাদ উপভোগ করা ত দূরের কথা ; দলের পদ-পদবীতে পর্যন্তও তাদের স্থান হয়না । শুধু তাই নয়- দলীয় বিভিন্ন সভা সেমিনারে দেখা যায় হাইব্রীডরা নির্ধারিত আসনে বসে বক্তব্যের নামে গরুর রচনা বলে যাচ্ছে আর চাইনিজ কাটা-চমচ দিয়ে রসমলাই খেয়ে পাজেরো দিয়ে চলে যাচ্ছে । অন্যদিকে ত্যাগী ও পরীক্ষীত নেতাকর্মীরা তার খাম্বার মত তাদের পিছনে অসহায়ের মত দাঁড়িয়ে থাকে, তাদের বসার জন্য আসন পর্যন্ত থাকেনা । এই অভিশাপ লাগবে টুঙ্গীপাড়া থেকে যখন ডাক আসবে, নেতা তখন বুঝবেন ত্যাগী কর্মী কি জিনিষ ! আজকে নেত্রী পদে আনলে আপনি নেতা যখন পদ থেকে সরিয়ে দেন তখন কিন্তুু আপনার আর কেউ খোঁজ খবর নেয় না, এতেই আপনি বুঝে নিবেন আপনার আমলনামায় কতটুকু আপনি যোগ করতে পেরেছেন।চাইলে একটু নিকট দূরত্বে চেয়ে দেখুন যারা নেতৃত্বে ছিলেন বা এখন নেই তাদের কি হাল হয়েছে বর্তমানে । তাই বলছি পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্ধ, আপনারা হাইব্রীডদের পিছন থেকে সড়িয়ে ফেলুন তা না হলে আপনাকে ওরা গুনিপোকার মত ভিতর থেকে খেয়ে ফেলবে । বঙ্গবন্ধুর আদর্শের শেখ হাসিনার কর্মীরা পদের জন্য রাজনীতি করে না। ওরা জন্ম নিয়েছে এদেশকে দেয়ার জন্য, নেয়ার জন্য নয় । জাতির পিতা তাই শিখিয়ে গেছেন।।
মনে রাখতে হবে -
“ সেবার জন্য রাজনীতি ভোগের জন্য নয় “
…………………………………………….
সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগ ।
সদস্য কেন্দ্রীয় কমিটি,
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ।
jsongjugnews@gmail.com
fb.com - @jshongjog