চাণক্য নীতি । পরামর্শ সংযোগ - জনসংযোগ নিউজ
বুদ্ধিমান লোকেরা নিম্নেবর্ণিত সমস্যাগুলো কারো সাথে শেয়ার করে না - আচার্য চাণক্য
(১) নিজের স্বামী সম্পর্কে অথবা নিজের স্ত্রী সম্পর্কে কখনও কাউকে বলবেন না । নিজের স্ত্রীর দুর্বল দিক/স্বামীর দুর্বল/খারাপ দিক নিয়ে চাণক্য আলোচনা করতে নিষেধ করেছেন । আপনি যাকে আপনার স্বামী/স্ত্রী সম্পর্কে বলছেন সে আপনার এই সমস্যা নিয়ে আপনাকে অপমানিত করতে পারে । বুদ্ধিমান লোকেরা কখনও এই সকল বিষয় কারো সাথে শেয়ার করে না ।
(২) আপনার ব্যবসার ক্ষয়-ক্ষতি নিয়ে কারো সাথে আলোচনা করবেন না । সে আপনাকে কোন সাহায্য করবে না । সময় বুঝে আপনার ক্ষতি করার চেস্টা করবে । আপনাকে নিয়ে মজা করবে । তাই নিজের ব্যবসার ক্ষয়-ক্ষতি আপনজনের সাথে শেয়ার করতে পারেন । আপনাকে যে সাহায্য করবে তার সাথে শেয়ার করতে পারেন ।
(৩) আপনি গরীব । গরীব মানুষকে সমাজে হেয় করা হয় । তাদেরকে ছোট জাত মনে করা হয় । গরীব মানূষ নিজের গরীবানার জন্য ভাগ্যকে দায়ী করে থাকে । নিজেকে সবার কাছে সহায় করতে পছন্দ করে । বুদ্ধিমান ব্যক্তিরা এই সকল কাজ থেকে নিজকে বিরত রাখে । ভাগ্যকে দোষারোপ না করে শ্রমে বিশ্বাসী । তাই নিজের এই দুর্বল এবং সমস্যার কথা না বলে পরিশ্রমে মন দিন এবং নিজের ভাগ্য পরিবর্তনের চেস্টা করুন ।
চাণক্য এই সকল বিষয়ে খেয়াল রাখার জোর দিয়েছেন ।
চাণক্য পরামর্শ
(৪) চাণক্য নিয়ম অনুসারে কখনও মূর্খ ব্যক্তির সাথে তর্ক করবেন না । মূর্খ ব্যক্তি না বুঝেই আপনার সাথে তর্ক করতে থাকবে । আপনি তাকে যতই সত্যটা বোঝানোর চেষ্টা করুন না কেন সে আপনাকে অসম্মান করতে থাকবে । তাই মূর্খ ব্যক্তির সাথে তর্ক করা থেকে বিরত থাকতে বলেছেন চাণক্য ।
(৫) অর্থের অপচয় কখনও করবেন না । একটা কথা মনে রাখবেন অর্থই আপনাকে ভাল রাখতে সাহায্য করবে । তাই আপনি যা উর্পাজন করবেন তার কিছু অংশ জমিয়ে রাখবেন । তাতে আপনি বিপদে পড়লে সেই অর্থ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে । তাই অর্থের অপচয় থেকে দূরে থাকুন ।
(৬) চাণক্য আরো বলেছেন কখনও আপনার চেয়ে বড় বা ছোট পর্যায়ের মানুষকে সংগ দিবেন না । আপনার চেয়ে যে বড় তার কাছে আপনার প্রত্যাশা থাকতে পারে । তাতে করে আপনি তার উপর নির্ভরশীল হয়ে পড়বেন । অথবা আপনার উপর কেউ নির্ভরশীল হয়ে পড়বে । এতে এক সময় সর্ম্পক নষ্ট হবেই এবং শত্রুতা শুরু হতে পারে আপনাদের মাঝে । তাই আপনার সমান পর্যায়ের মানুষের সাথে মিলামেশা করুন ।
(৭) যাদের মধ্যে প্রচুর ইগো রয়েছে। তাদেরকে কখনই বিশ্বাস করা উচিত নয়। তাকে কোনও সুযোগ দিলেই তারা সেটির অসদ্ব্যাবহার করেন।
পন্ডিত চাণক্য কিছু পয়েন্ট বলেছেন এই সকল মানুষের সাথে কখনও বন্ধুত্ব জরবেন না । বন্ধুত্ব করলে আপনার সফলত্র চেয়ে বিপদ বেশি ডেকে নিয়ে আসবে । জীবনে চলতে বন্ধুর প্রয়োজন তাই বলে এই স্কল বন্ধুর তরফে সুফলতার চেয়ে বিপদের সম্ভাবনা বেশি থাকে । তাই এই পণ্ডিত ব্যক্তি নিম্নের চার ধরনের মানুষ থেকে দূরে থাকতে বলেছেন ।
(৮) যাদের মধ্যে প্রচুর ইগো রয়েছে। তাদেরকে কখনই বিশ্বাস করা উচিত নয়। তাকে কোনও সুযোগ দিলেই তারা সেটির অসদ্ব্যাবহার করেন।
(৯) প্রথম থেকেই কারোর ব্যাপারে কোনও মন্তব্য করতে নেই। প্রথম সাক্ষাতেই সেটি করা উচিত নয়। এমনকি নিজের বিষয়ে বেশি কিছু প্রকাশ করবেন না তাদের কাছে।
(১০) কোনও ব্যক্তির ভালো গুনই হল তার পরিচয়ের বাহক। কখনই কারোর পিছনে কোনও কথা বললে প্রকাশ্যে আসবেই। সুতরাং সেটি সম্পর্কে সচেতন থাকুন।
(১১) যে ক্রমাগত মিথ্যে কথা বলে। কথায় কথায় নিজের প্রশংসা করে তাকে কখনই বিশ্বাস করবেন না।
(১২) নিজের দুর্বলতা অন্যেকে কখনও বলবেন না । হোক সে আপনার অনেক আপনজন বা প্রিইয় বন্ধু । আপনে আজকে যে মানুষটিকে আপন ভাবছেন দুইদিন পরে সেই লোকটা আপনার আপন নাও থাকতে পারে । আজকে যার সাথে আপনার ঘনিষ্ট সম্পর্ক সেই যখন আপনার কাছ থেকে কোন সাহাস্য পাবে না বা আপনাকে সেই লোককে মূল্যায়ন করতে পারবেন তখন সেই ব্যক্তিই আপনার দুর্বল জায়গায় আঘাত করবে ।আপনে অনেক আগেই তাকে আপনার দুর্বল বিষয় তাকে জানিয়ে রেখেছেন ।
তাই পণ্ডিত চাণক্য বলেছেন আপনার দুর্বল বিষয় কাউকে বলবেন না ।
আপনি জীবনে যদি এই সকল কার্য থেকে দূরে থাকতে পারেন তাহলে সফলতার পথে তেমন কোন বাধা থাকবে না - আচার্য চাণক্য
প::স:/জ:নি:
সূত্র- চাণক্য নীতি
পাঠকের মন্তব্য