মন্তব্য প্রতিবেদন । এম এ কাদির খান
তরুলতা সহজেই তরুলতা, পশুপাখি সহজেই পশুপাখি কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ । পবিত্র মহা গ্রন্থ “আল কোরআন” এবং “সুন্নাহ” থেকে বিচ্যুত হয়ে মুসলমানদের আমল ও চর্চার অভাব কী ভয়াবহতা সৃষ্টি করতে পারে গত দু’দিন ধরে তা পরিলক্ষিত হচ্ছে। আল কোরআন মুসলিমের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অথচ আল কোরআনের মর্মবাণী একটি গোত্রকে স্পর্শ করছে বলে মনে হচ্ছে না। রাষ্ট্রের প্রতি আনুগত্যহীন, রাষ্ট্র বিরোধী, রাষ্ট্র বিদ্বেষী কোনো লোক কী মুমিন হতে পারে? যে ব্যক্তি রাষ্ট্রের সঙ্গে বেঈমানী করে তার কী কোনো ধর্ম আছে?
ভালো বক্তা মানে ভালো নেতা নয়! ভালো বক্তা মানেই মুমিন নয়। হযরত বেলাল (রা:) জীবনী উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। রাষ্ট্র দ্বারা চিহ্নিত একজন অপরাধী মরিয়া প্রমাণ করিয়া দিয়া গেলো এই রাষ্ট্রে কত বেওয়ারিশ পতঙ্গের বসবাস! এক নক্ষত্র সমান তাদের পাপের জঞ্জাল! রাষ্ট্রকে দায়মুক্ত কে করবে? কীশে এত ভয়? একটি রাষ্ট্র হায়েনাদের কবল থেকে মুক্ত করার জন্য একজন জাগতিক মহা পুরুষের আবির্ভাব বড় প্রয়োজন।
অশিক্ষা, কুশিক্ষা, গোঁড়ামি, বন্ধ্যাত্ব, লেজুড়বৃত্তি ধ্বংস করে দিবে রাষ্ট্রকে। রাষ্ট্রকে ভিনদেশীদের হাতে তুলে দেয়ার জন্য ১৯৭১ সালে যারা নেতৃত্ব দিয়ে স্বাধীনতাকে দীর্ঘায়িত করেছে তাদের সন্তানেরা আজ বাংলাদেশকে নরকে পরিনত করছে। এ নরকের ভাগীদার শুধুমাত্র স্বাধীনতা বিরোধীদের সন্তানেরা। তারাই আজ ধর্মকে পূঁজি করে অমানবিক অধর্মের কাজগুলো করে যাচ্ছে ধারাবাহিকভাবে।
ধর্মনিরপেক্ষতাবাদ বা Secularism শব্দটির বিস্তৃত অর্থ রয়েছে। তবে ধর্মনিরপেক্ষবাদ বলতে সাধারণত রাষ্ট্র আর ধর্মকে পৃথকরূপে প্রকাশ করাকে বোঝায়। এক্ষেত্রে রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করাকে বোঝানো হয়। এখানে রাষ্ট্রের আইন কোন নির্দিষ্ট ধর্মের ওপর নির্ভরশীল থাকেনা।
ধর্মকে গুরুত্ব দিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র পরিচালনার নিমিত্তে ধর্মকে কাজে লাগিয়ে যারা অধর্মের কাজ করে যাচ্ছে তাদের শায়েস্তা করা জরুরি হয়ে পড়েছে।
পৃথিবী বদলে গেছে, বদলে যাবে আরো, এদেশের প্রতিটি মানুষের ভাগ্যকে বদলে দেয়ার জন্য রাষ্ট্র বিরোধী সকল কার্যকলাপ এখনই সমূলে নিষ্পেষিত করে দিতে হবে। তবেই মহান মুক্তিযুদ্ধের সুফল মানুষ পেতে থাকবে বলে আশায় থাকা যায়…
———————————————
প্রশ্ন : শ্রেষ্ঠ বার্তা
যে প্রশ্নটি আমাকে দীর্ঘদিন ভাবাবে তা হলো,
‘একজন সাজাপ্রাপ্ত, বিচারব্যবস্থা কর্তৃক ঘোষিত যুদ্ধাপরাধী, এবং স্বাধীনতা বিরোধী ব্যক্তির জন্য স্বাধীন ও স্বাধীনতাকামী মানুষেরা এত শোকাহত কেনো ? তাছাড়া তার জানাজায় স্বাধীনতাকামী মানুষদের এর ঢল কেনো ?
উত্তর - লেখক
যতগুলো মানুষ দেখেছো এবং এখান থেকে যে কয়জন মানুষ তুমি ব্যক্তিগতভাবে চিনো, শুধুমাত্র তাদের অতীত ইতিহাস, তাদের বাবা বা দাদার ইতিহাস খুঁজে দেখো, জবাব তোমার কাছেই আছে।
লেখক- সাবেক বিজ্ঞান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক - উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগ (ঢাকা মহানগর উত্তর)
ম:প্র:/জ:নি:/১৭-০৮-২০২৩
পাঠকের মন্তব্য