সংযোগ প্রধানমন্ত্রী -
আমিনুল হক শামীম (সিআইপি) ,সাবেক সহসভাপতি - এফবিসিসআই
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে বিশ্বনেতাদের সাথে সম্মেলনে যোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান সভাপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৫ আগস্ট অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছেন তিনি।
এ বছর ব্রিকস ১৫তম শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। ব্রিকস এর অন্যান্য সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন। কোভিড মহামারি ও এর কারণে বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞার পর আয়োজিত এটি প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন।
আয়োজিত অনুষ্ঠানে ২৩ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এটি আয়োজন করেছে। একই দিন স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী প্যালেস অব রেসিডেন্স’র রিভোনিয়া ৭ম তলায় আফ্রিকান দেশগুলোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের আয়োজিত ‘বাংলাদেশ এনভয় কনফারেন্সে’ বক্তব্য রাখেন।
এরপর মাননীয় প্রধানমন্ত্রী জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেটে ব্রিকসের বর্তমান সভাপতি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দিয়েছেন।
আজ ২৪ আগস্ট প্রধানমন্ত্রী ‘ব্রিকস-ফ্রেন্ডস অব ব্রিকস লিডার্স ডায়ালগ (ব্রিকস-আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়ালগ)-এ ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকস’ এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বক্তৃতা দিয়েছেন।
ব্রিকস সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বৈঠকে বিশ্বনেতাদের সাথে আলোচনায় বাংলাদেশের ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বমঞ্চে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আমাদের সমূহ সম্ভাবনা এবং পরিকল্পনাও তুলে ধরেছেন। এ সম্মেলনে অংশগ্রহণ বিশ্বনেতাদের সমবেত করবে এবং বাংলাদেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের সম্পর্ক জোরদারেও বিশেষ ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ বিশ্ব দরবারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, অন্যান্য দেশের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনের এই মহৎ উদ্যোগের জন্যে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
[২৪-০৮-২০২৩ তারিখে প্রকাশিত আমিনুল হক শামীম (সিআইপি) এর টাইমলাইন থেকে সংগৃহীত]
সংগ্রহে- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সংযোগ বিভাগ, জনসংযোগ নিউজ
পাঠকের মন্তব্য