ভিন্ন মোড় নিচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া আচরণের পক্ষে এ পর্যন্ত ১১ জন রিপাবলিকান সিনেটর তাঁদের অবস্থান প্রকাশ্য করেছেন। প্রভাবশালী সিনেটর টেড ক্রুজসহ এসব আইনপ্রণেতারা বলেছেন, ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে তাঁরা ট্রাম্পের দাবির পক্ষে দাঁড়াবেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সাংবিধানিক প্রক্রিয়া কংগ্রেসের যৌথ অধিবেশনে তাঁরা ইলেকটোরাল ভোট গণনায় আপত্তি উপস্থাপন করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর টুইট বার্তায় বলেছেন, সত্য জানার পর এঁরা এগিয়ে এসেছেন। আরও সত্য বেরিয়ে আসছে উল্লেখ করে ট্রাম্প বলেছেন , দেশ এসব আইনপ্রণেতাদের নাকি মনে রাখবে! প্রেসিডেন্ট ট্রাম্প এখনো মনে করছেন, নির্বচনের ফলাফল তিনি পাল্টে দেবেন।
প্রভাবশালী রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ এবং অন্যান্যরা শনিবারে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, তাঁরা ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফলের ওপর কংগ্রেসে আপত্তি জানাবেন। নির্বাচনের ওপর ১০ দিনের নিরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত তাঁরা ফলাফল মেনে নেবেন না বলে যৌথ বিবৃতিতে বলেছেন।
কংগ্রেস একটি ইলেকটোরাল কমিশন গঠন করে তদন্ত করবে এবং নির্বাচনে বিরোধের রাজ্যগুলোর আইনপ্রণেতাদের ইলেকটোরাল ভোটের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দেবে বলে তাঁরা তাঁদের যৌথ বিবৃতিতে উল্লেখ করেছেন।
সংগ্রহে- জনসংযোগ .কম / নিউজ ডেস্ক
jsongjugnews@gmail.com
fb.com - @jshongjog