শুভেচ্ছা সংযোগ । রঞ্জনা বিশ্বাস
রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর সময় বিমল স্যার বলেছিলেন, একটি দেশের জনগণের মানসিকতার ওপর নির্ভর করে একটি সরকার। আমেরিকার জনগণ যুদ্ধবাজ সরকারকেও সমর্থন করে কারণ তারা চায় সারা পৃথিবীর ওপর আমেরিকা রাজত্ব করুক, তারা চায় আমেরিকার নাম জগৎ জুড়ে সোনার অক্ষরে লেখা থাকুক। কাজেই সাম্রাজ্যবাদের বীজ হাতে নিয়ে গণতন্ত্রের কথা বলতে তাদের লজ্জা করে না।
পদ্মা সেতু পার হতে হতে বিশ্বব্যাংকের দম্ভের কথা মনে পড়েছিল। তাদের মুখে যেভাবে ঝামা ঘষে দেওয়া হয়েছে তাতে ক্ষণিকের জন্য নিজেকে আমেরিকার নাগরিক মনে হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে এরকম দাপুটে একজন রাষ্ট্রনায়ক চাই যিনি আমেরিকার নিষেধাজ্ঞাকে থোরাই কেয়ার করবেন! চীনের সঙ্গে মৈত্রীর সম্পর্ক বাংলাদেশের। তার সঙ্গে করমর্দন করে একজন রাষ্ট্র নায়ককে মোদির কাছ থেকেও নিতে হয় নিত্য প্রয়োজনের সামগ্রী, রাশিয়ার সঙ্গে আমেরিকার বৈরী ভাব আছে বলেই যে বাংলাদেশকে পাল্টি খেতে হবে তার তো কোনো মানে নেই! কড়া সমালোচনা করার পরেও সেলফি ডিপ্লোম্যাসিতে বিশ্ব জয় করতে পারা আর লালগালিচায় হাঁটতে পারার নামই শেখ হাসিনা।
আমেরিকার অনেক কিছু আছে, সেই তুলনায় আমাদের শিক্ষা-দীক্ষা কম থাকতে পারে তবুও কি আমাদের আকাশ দেখার সাধ জাগতে নেই! আমার সেই সাধের নাম শেখ হাসিনা। আমার সেই আকাঙ্ক্ষার নাম শেখ হাসিনা। বিগত ৫০ বছরে নানা ধরনের সরকার আমরা দেখেছি কিন্তু দেশকে বিশ্বের দরবারে এক বিশেষ উচ্চতায় আসীন করার ক্ষমতা কেবল দেখেছি তাঁর মধ্যে। শুভ হোক তোমার ৭৭তম জন্মদিন হে প্রিয়! শুভ হোক তোমার আগামী আমাদের প্রিয় ভগিনী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী। ভালোবাসা নিরন্তর।
————————-
লেখিকা পরিচিতি:
শু:স:/জ:নি:
পাঠকের মন্তব্য