মন্তব্য প্রতিবেদন । কাইসার রহমানী
ঠিকমতো টয়লেট ব্যবহার করতে জানেনা। দাঁতও ব্রাশ করেনা। কিন্তু নিজেকে সেলিব্রেটি দাবি করেন, এমন অদ্ভুত অসুস্থ মানুষ দিয়ে দেশের মিডিয়া অঙ্গন ভরা। এরা টিকটক, ইউটিউব, ফেসবুক ও টিভিতে অযথা লাফিয়ে-ঝাঁপিয়ে, দাঁত কেলিয়ে নিজেরাই নিজেদের সেলিব্রেটি দাবি করেন। ঢাকায় সেলিব্রেটি ক্রিকেট লীগে এরকম অসংখ্য কথিত তারকা দেখলাম। বাস্তব জীবনে সেলুনে চুল কাটতে গেলে, জুতা সেলাই করতে গেলে, বাজারে ডিম কিনতে গেলে, মোবাইল ঠিক করতে গেলে এসব সেলিব্রেটিদের নাপিত, মুচি, মোবাইল মেকার, ডিম ওয়ালা ইত্যাদি পেশায় দেখা মেলে।
সেলিব্রেটিরা ক্রিকেট লীগে মারামারি করেছে। রাজ আর দীপনের ছেলে মেয়েরা ব্যাপক পারফরমেন্স করেছেন মারামারিতে। সেসব মারামারির ভিডিও দেখে নেটিজেনরা ব্যাপক বিনোদন ও অবাক হয়েছেন। নেটিজেনরাও বিস্ময় প্রকাশ করেছেন, তাদের এলাকার মোটর সাইকেল মেকার, সবজিওয়ালা, মাছ বিক্রেতা এরা সেলিব্রেটি কবে হয়ে গেল তারা জানতেও পারলেননা এ ভেবে!
অসুস্থ মানসিকতা। কেন জানি একশ্রেনি মানুষদের মধ্যে সেলিব্রেটি হতে হবে এমন জেদ। সামাজিক মাধ্যমে আবোল তাবোল কি যেন করে এরা ভেবে বসে থাকছেন তারা সেলিব্রেটি হয়ে গেছেন। আর তাদের প্রশ্রয় দিচ্ছেন, তারকাদের কেউ কেউ। ক্রিকেট লীগে সেলিব্রেটি বলে যাদের জায়গা দেয়া হয়েছে, এ তালিকা কারা করলো? কিসের ভিত্তিতে করলো? এসব উত্তর সামনে আসা দরকার। সত্যিকারের প্রমাণিত সেলিব্রেটি কারা কারা আছেন এসবের ভিতরে?
রাজ, দীপন, নিশো, মাহি, মীম, রাফী, অপু বিশ্বাস, জায়েদ খান, সাফা কবির, দীঘি, শাকিব খান, নিপুন প্রমূখ এরাও সেলিব্রেটি না। এরা সেপথে হাঁটছেন। তবে হাঁটার পথে এসব কাণ্ডে জড়ালে হিরো আলমের তালিকায় যাবেন নিশ্চিত। কাঙালিনি সুফিয়া, রাজ রাজ্জাক, তানভীর মোকাম্মেল, সাবিনা ইয়াসমিন, আলী যাকের, আসাদুজ্জামান নূর, আশীষ কুমার লৌহ, আমজাদ হোসেন, উজ্জ্বল, এটিএম শামসুজ্জামান, ওয়াসিম, কাজী হায়াৎ,খান আতাউর রহমান,গোলাম মোস্তফা, ববিতা প্রমূখরা যে দেশে সেলিব্রেটি, সেই দেশে সেলিব্রেটি হওয়া এত সহজ না।
—————————
(৩০সেপ্টেম্বর,২০২৩ তারিখে প্রকাশিত লেখকের টাইমলাইন থেকে সংগৃহীত)
ম:প্র:স:/জ:নি:
* লেখার মতামত লেখকের। জনসংযোগ নিউজের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে।
পাঠকের মন্তব্য