জানা অজানা । মূত্র কর
প্রাচীন রোমে মানব মূত্রকে একটি মূল্যবান পণ্য হিসেবে দেখা হতো। রোমে খুব জমজমাট একটি ব্যবসা ছিল মূত্র ব্যবসা । এজন্য সুযোগ বুঝে গণ শৌচাগারের মূত্র থেকে চলা ব্যবসার ওপর ও মূত্র বেচা কেনা হতো সেসব স্থানে বিশেষ করের ব্যবস্থা করে সম্রাট ভেসপাসিয়ান (খৃস্টপূর্ব ৬৯-৭৯)।
রোমের তৎকালীন অভিজাত সমাজ এই করের নিন্দা জানালেও কর সংগ্রহ বন্ধ করেননি সম্রাট। বরং, অদ্ভুত এই কর থেকে ভালো পরিমাণ রাজস্ব তুলতে সক্ষম হন তিনি।
কি কি করা যেত মূত্র দিয়ে?
সেখানে এমন কিছু লোক ছিলেন যারা তাদের পুরোটা জীবন ব্যয় করেছেন মূত্র সংগ্রহের কাজে। অনেকে মানুষের বাসায় বাসায় একটি বড় ড্রাম নিয়ে যেতেন আর সবাইকে অনুরোধ করতেন তারা যেন এটিতে মূত্র ত্যাগ করেন।
আপনি ভাবতেও পারবেন না তারা এই মূত্র দিয়ে কি করতো। প্রস্রাবের অ্যামোনিয়া ব্যবহার করে অনেক কিছুই পরিষ্কার করতো রোমানরা। কাপড় ধোয়া থেকে শুরু করে দাঁত মাজা, মূত্রের ব্যবহার ছিল সব জায়গায়। একটি বড় পাত্রে মূত্র নিয়ে তাতে কাপড় ভিজিয়ে একজন অভাবী মানুষকে দিয়ে সেই কাপড় ধোয়ানো হতো।
মূত্র দিয়ে মুখ ধোয়া▪️
তবে মূত্র দিয়ে নিজের দাঁত পরিষ্কার করার কাছে এটি কিছুই না। অনেক স্থানে মানুষ মাউথওয়াশের মতো মূত্র ব্যবহার করত। তারা দাবী করত এতে নাকি তাদের দাঁত ঝকঝকে হয়। এমনকি একটি রোমান কবিতাও রয়েছে যেখানে কবি তার শত্রুর ঝঝকে দাঁত দেখে ব্যঙ্গ করে বলেছেন, “তোমার ঝকঝকে দাঁত দেখে বোঝা যাচ্ছে যে তুমি মূত্রে পরিপূর্ণ।”
সূত্র- Stay Curious SIS
https://www.nationalgeographic.com/…/160414-history-bad…
পাঠকের মন্তব্য