গণমাধ্যম সংযোগ । নিয়ন মতিয়ুল
বছরখানেক আগে এক সহকর্মী বললেন, ভাই, ‘মাল্টিমিডিয়া বেইজড’ বিগবাজেটের একটা পত্রিকা আসছে। তারা নাকি ঢাকা সিটির ডজনখানেক স্পটে ‘ফুলটাইম লাইভ টেলিকাস্ট’ স্টেশন করবে। হতবাক হয়ে বললাম, কি বলেন! ওরা লাইভ করার মতো এত ঘটনা কোথায় পাবে? অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, রাজনৈতিক সহিংসতা, গণআন্দোলন, ধাওয়াপাল্টা-ধাওয়া… এসবের যোগান কি তারা নিজেরাই দেবে?… প্রশ্ন শুনে হাসিতে ফেটে পড়লেন সহকর্মী।
বেশ কিছুদিন আগে মেধাবী এক অনুজ সংবাদকর্মী জানালেন, তার এলাকায় উপজেলা সদরে কয়েকজন মিলে বিশাল মাল্টিমিডিয়া টিম করে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়েছে। মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। কৌতুহল নিয়ে বললাম, আচ্ছা, ওরা ‘কনটেন্ট’ কীভাবে বানাচ্ছে? অনুজ বললেন, জাতীয় গণমাধ্যমের কনটেন্টগুলো নিয়েই তারা দারুণভাবে রিসাইকেল করছে। লাখ লাখ ভিউ হচ্ছে। শুনে বিস্ময়ে থ বনে গেলাম।
বুঝলাম মেইনস্ট্রিম নিউজমিডিয়ায় ‘মাল্টিমিডিয়া’ নিয়ে যে উন্মাদনা চলছে তা ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। যার ধাক্কায় হাইপারটেনশনে পড়ছে ইন্টারনেটভিত্তিক হাইস্পিড নিউজমিডিয়া তথা নিউজপোর্টালগুলো। দু’দশক আগে যেসব পোর্টাল প্রতিমুহূর্তের ঘটনার আপডেট দিয়ে প্রতি ২৪ ঘণ্টায় আপডেট দেয়া ঐতিহ্যের প্রিন্টমিডিয়াকে এক ঝটকায় দমবন্ধ করে দিয়ে যাত্রা শুরু করেছিল।
আজ সেই নিউজপোর্টালের গোটা ইতিহাসই পাল্টে দিচ্ছে কনটেন্ট বেইজড বহুমাত্রিক মাধ্যমের ইন্টিগ্রেটেড ভার্সন ‘মাল্টিমিডিয়া’। যা শুধু প্রিন্টমিডিয়া, টিভি, রেডিও-ই নয়, নিউজপোর্টালসহ সব ধরনের মাধ্যমকেই এক প্যাকেজে বন্দি করে জি-বিজনেসের এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। যে খাতে মোটাদাগের বিনিয়োগের উন্মাদনা দেখা দিচ্ছে প্রিন্ট ও ইলেকট্রনিকমিডিয়াসহ নিউজপোর্টাল উদ্যোক্তাদের মধ্যে।
যেখানে সাংবাদিকতার চেয়ে তথ্যপ্রযুক্তির দক্ষতাই বেশি গুরুত্ব পাচ্ছে। সোশ্যাল মিডিয়ার সহায়তায় অডিয়েন্সের কাছে মুহূর্তের মধ্যে কনটেন্ট পৌঁছে দিতে অত্যাধুনিক টেকনোলজি ব্যবহারে ভয়াবহ প্রতিযোগিতা চলছে। সেক্ষেত্রে কে কতটা এগিয়ে থাকছে সেটাই বড় হয়ে দেখা দিচ্ছে, কী কোয়ালিটির কনটেন্ট তৈরি হচ্ছে সে প্রশ্ন গুরুত্ব পাচ্ছে না।
————————-
(মাল্টিমিডিয়া ভাবনা: ২৩ অক্টোবর, ২০২৩। এলিফেন্ট রোড, ঢাকা)
লেখক পরিচিতি:
(২৩ অক্টোবর,২০২৩ তারিখে প্রকাশিত লেখকের টাইমলাইন থেকে সংগৃহীত)
গ:স:বি:/জ:নি:
পাঠকের মন্তব্য