গণমাধ্যম সংযোগ । সাময়িকী ও সংবাদপত্র
সাময়িকপত্র ও সংবাদপত্র আধুনিককালের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আলোচিত হয়। সাময়িকপত্র ও সংবাদপত্র উভয়ই সংবাদ পরিবেশন করে থাকে। তবে উভয়ের মধ্যে কিছু পার্থক্যও আছে সেগুলি হল-
1. প্রকাশের সময়কাল : সাময়িকপত্র একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশিত হয়। সেই ব্যবধান এক সপ্তাহ , দুই সপ্তাহ বা এক মাসও হতে পারে। কিন্তু সংবাদপত্র প্রকাশিত হয় প্রতিদিন এমনকি দিনে দুইবারও কোনো কোনো সংবাদপত্র প্রকাশিত হয় ।
2. আত্মপ্রকাশের কাল : সাময়িকপত্রের আবির্ভাব ঘটে অষ্টাদশ শতকে। কিন্তু রোমান সম্রাট জুলিয়াস সিজারের সময় থেকেই , অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মের পূর্বেই সংবাদপত্রের আত্মপ্রকাশ ঘটে বলে মনে করা হয়।
3. আকৃতি : আকৃতি এবং দৃশ্যমানতার ক্ষেত্রেও সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য দেখা যায়। সাময়িকপত্রগুলির পৃষ্ঠা আকারে ছোটো হয় এবং অনেক ক্ষেত্রে তা বইয়ের মতো বাঁধাই করা থাকে। আর সংবাদপত্রগুলির পৃষ্ঠা আকারে বড়ো হয় এবং তার পৃষ্ঠাগুলি খোলা অবস্থায় থাকে।
4. প্রকাশনার বিষয় : সাময়িকপত্র কোনো নির্দিষ্ট বিষয়ভিত্তিকও হতে পারে। যথ-শুধু ইতিহাসচর্চার ওপর ভিত্তি করে এবং ইতিহাসের খবরাখবর ও গবেষণা নিয়ে নির্দিষ্ট সময় ব্যবধানে কোনো সাময়িকপত্র প্রকাশিত হতে পারে। কিন্তু সংবাদপত্রগুলির অধিকাংশই হয় সার্বিক। অর্থাৎ সাম্প্রতিক সমস্ত বিষয়ের খবরাখবর সংবাদপত্রে প্রকাশিত করা হয়।
5. প্রকাশনার পার্থক্য : সাময়িকপত্রে সমকালীন খবরাখবরগুলি ছাড়াও কোনো মৌলিক রচনা বা গবেষণাকর্ম যথেষ্ট গুরুত্ব সহকারে প্রকাশিত করা হয় । কিন্তু সংবাদপত্রে গবেষণামূলক প্রবন্ধের পরিবর্তে সাম্প্রতিক খবর পরিবেশনই বেশি প্রকাশিত করা হয়।
পরিশেষে বলা যায় যে, সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য থাকলেও সমকালীন ইতিহাসের উপাদান সংগ্রহের কাজে উভয়েই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আধুনিক ভারতের ইতিহাস রচনার কাজে এই দুটি উপাদান আজ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র- ডিআর মনোযোগ/প্র:০৭/১২/২০২২/গ:স:বি:/জ:নি:
পাঠকের মন্তব্য