সংযোগ খবর । রাজনীতি
বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে এ কথা সংবিধানে লেখা নেই, কোনো আইনে লেখা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। তিনি বলেন, যাদের জনসমর্থন নেই, তারা নির্বাচনে আসবে না।শনিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফারুক খান বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, নির্বাচনের সময় অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয় না। যাদের ক্যাপাসিটি নাই, যাদের জনসমর্থন নাই, জনগণের প্রতি আস্থা নাই, তারা নির্বাচনে আসবে না। তিনি বলেন, বিএনপি যে কর্মসূচি দিচ্ছে, সেটি রাজনৈতিক কর্মসূচি নয় এগুলো সহিংসতার কর্মসূচি। এগুলোকে ‘টেররিস্ট অ্যাকশন’ বলা যেতে পারে। নির্বাচন কমিশনের চিঠি নেওয়ার মতো বিএনপির কার্যালয়ে কেউ নেই বিষয়টি বিএনপির জন্য লজ্জাজনক।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, তারা মনে করেন, সংবিধানসম্মতভাবেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। ভবিষ্যতে আরও সুষ্ঠু হবে যখন ভোটারদের ভোটকেন্দ্রে আসতে নির্বাচন কমিশন উৎসাহ প্রদান করবে।
ইসির এই আলোচনা সভায় ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দল যোগ দেয়। এই মতবিনিময় সভা বর্জন করেছে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো। আগারগাঁও নির্বাচন ভবনে শনিবার সকাল ১০টার দিকে আসেন রাজনৈতিক দলের নেতারা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। দুপুরে আরেক দফায় আরও রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশন।
সংযোগ সূত্র: দৈনিক ইত্তেফাক/প্র:০৫/১১/২০২৩/রা:স:বি:/জ:নি:
পাঠকের মন্তব্য