দৃষ্টি আকর্ষণ । মো: শহিদুল্লাহ লিটন (একজন গার্ডিয়ান)
সকল দেশবাসীকে জানাই আমার সালাম ,আমি একজন এদেশের সাধারণ নাগরিক। আমাকে দুইজন মেয়ে সন্তান আল্লাহ পাক দিয়েছেন । তার ভেতর আমার বড় মেয়ে রুকাইয়া মিজি লাবিবা ও ছোট মেয়ে ফাতেমা আলিজা মিজি নোভা। আমার বড় মেয়ে এবার ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে পেয়ে উত্তীর্ণ হয়েছে ।সেও একজন শিক্ষার্থী ।তোমরা সকলেই আগামী এই দেশের ভবিষ্যৎ। আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছো এবং সেটা তোমরা বাস্তবায়ন করেও ফেলেছ ।এটাই তোমাদের যুদ্ধের নিঃসন্দেহে নির্ভুল বিজয় ও সফলতা ।
আমার জানামতে ,আমাদের এ দেশের যতটুকু সম্ভব সংবিধান অনুযায়ী যখন যে সরকার ক্ষমতায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন সেই সরকারের কথা-ই ফলো করবে ।এটাই হয়তবা নিয়ম । আমার প্রশ্ন ঢালাওভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ হচ্ছে কেন ? যদি কেউ অপরাধ করেও থাকে তাহলে এ দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী অবশ্যই অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, সে যেই হোক না কেন। আমি হলফ করে বলতে পারি উনাদের মাঝেও অনেক নামাজী ,আল্লাহ ভক্ত ও ন্যায় নীতি পরায়ণ ব্যক্তিও রয়েছে তারাও আক্রমণের শিকার হচ্ছে ।আমার কথাগুলো অপ্রিয় হলেও সত্য যখন আমরা দুর্ঘটনার শিকার হই তখন বারবার মনে করতে থাকি আইন-শৃঙ্খলা বাহিনী আসে না কেন ?এসে গেলে আমরা স্বস্তির নিশ্বাস ফেলি ।
এদেশের সেনাবাহিনী বর্তমানে মাঠে কাজ করছে শান্তির লক্ষ্যে। তাদের অনেকের পরিবার ক্যান্টনমেন্টের বাহিরে বসবাস করছে। কে কার পরিবার তা অনেকেই জানেনা। এমতাবস্থায় যদি কোন দুষ্কৃতিকারী স্টুডেন্টদের উপর ভর করে কোন পরিবারের ক্ষতি করার চেষ্টা করে এই ভেবে যে, এখন মাঠে পুলিশ বাহিনী নেই ,তারা নাকি কর্মবিরতি ঘোষণা করেছে। পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই দেশের কথা ভেবে এবং নিজের পরিবারের কথা বিবেচনা করে হলেও আপনারা আপনাদের কর্মে ফিরে আসুন।
আমার মতে দেশের এই সংকটকালে আইন শৃঙ্খলা বাহিনীর শক্তিকে ত্বরান্বিত নয় বরং আরও বৃদ্ধি করা প্রয়োজন। তাহলে হয়তো আমাদের মতো জনগণ একটু স্বস্তি পেত ।তা না হয়ে এই লক্ষ লক্ষ ফোর্স তাদের কর্ম থেকে সাময়িক কর্মবিরতি ঘোষণা করেছে। তাই হয়তবা দেশে লুটতরাজ আরো বেড়ে গিয়েছে।
আমি একজন শিক্ষার্থীর বাবা। আমি নিঃসন্দেহে বলতে পারি এটা কোন শিক্ষার্থীদের কাজ নয় ।
শিক্ষার্থীদের পুঁজি করে লুটতরাজ কোন দুষ্কৃতিকারীরা চালিয়ে যাচ্ছে ।বহু অস্ত্র লুট হয়েছে নিউজে দেখেছি। আমি মনে করি, একসময় এদেশের মাটিতেই এই অস্ত্রগুলো হয়তো বা কোন সাধারণ মানুষের জানমালের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই সকলের প্রতি আমার আকুল আবেদন- আইনশৃঙ্খলা বাহিনীর দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে সেই সাথে নির্দোষ ব্যক্তিদের সকলকেই দায়িত্বে ফিরে আসার ব্যবস্থা করুন ।
তা না হলে যত সময় অতিবাহিত হবে ততই সংখ্যালঘু ও নিরীহ মানুষের ক্ষতি হবে এবং বিশ্বের কাছে আমাদের দেশ কলঙ্কিত হয়ে যাবে ।আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন দেশকে সকলেই ; আমাদের পরবর্তী জেনারেশনের কথা ভেবে।
লেখক - সমাজসেবী ও শিক্ষাণুরাগী
ম:প্র:বি:/জ:নি:০২১৪৩/R
পাঠকের মন্তব্য