সাহিত্য সংযোগ / জনসংযোগ.কম / কবি বাহারের কবিতা / ০৫-০৪-২০২০
। বাহার উদ্দিন আহমেদ ।
আমরা নাকি জাতি হিসেবে বীর?
তাই বুঝি স্বপ্নেও দুঃসপ্নের ভীড়?
চারিদিকে কোভিড১৯ আতংক,
বীর মহাজন মিলাতে ব্যস্ত অংক !
হিসাবটা লাভের হচ্ছে বড়ো,
দুধ চাল ডাল দাম বাড়ায় আরো,
এ দেশ বলেই এমনটা সম্ভব হয়,
মন্ত্রী সেতো বিশ্ব বেহায়া, নেই কোন ভয় ।
প্রবাসীর অর্থে চলে অর্থনীতির চাকা,
তাই তারা নিয়ম ভেঙে করে কা কা,
যেখানে পৃথিবী পরিণত মৃত্যুপুরীতে,
স্কুল কলেজ বন্ধ ব্যস্ত সবাই ঘুরিতে,
আপদ কালীন সময়ে এ কেমন নীতি?
জাতির পিতার জন্মদিনে উৎসাহ অতি ।
মাঝে মাঝে মনে হয়,
ছাগলেরও আছে ভয়,
আমাদের শুধু খাওয়া বাকি ঘাস,
ব্যস্ত নিয়ে ইতিহাস,আর কিছু বাঁশ,
মাঝে মাঝে ভাবি”নির্লজ্জ কি বীরের জাতি?”
এতো কিছুর মাঝেও নির্বাচনে মাতি,
মাতা মাতি,
নির্বাচন”পাতা পাতি”
খাঁটা খাঁটি,
দমন পীড়ন লাগবে লাঠি,
হায়রে বীর,
তোর কোথায় তীর?
নাকি সব ছল?
কথা বল,
শুধু শুধু মিথ্যে জল,
ভেঙে ফেলি লজ্জা সামনে চল,
“সামাজিক ব্যাধি” আরেকটা ভাইরাস,
একা আমি রাজা সব কিছু মাইনাস,
চোখ খোলা,
তবু ঘোলা,
দেখিনা সত্যি,
খুব অভক্তি,
সব চলে মিথ্যাতে,
সত্যিতে সব তিতে,
যেমন- বেল তলায় বারবার খুড়া যুক্তিতে”
হারতে হয় প্রতিবার সব জিতে,
দেখলাম কমেডি এইবার শীতে,
দশ ক্যামেরা সঙ্গে” মন্ত্রী যায় পাঁচ কম্বল দিতে”
ক্যামেরায় বন্দি কম্বলে দশ হাত,
শালার আমরা আসলেই অভদ্রের জাত ।
লাফা লাফি,দাপাদাপি,,
চারিদিকে কাপাকাপি,
লকডাউন,
সারা টাউন,
শাট ডাউন,
থাক বাবা কিছুদিন ঘরে,
কি লাভ পড়বি জ্বরে?
পরিবারও তোর মাফ পাবেনা,
ভাইরাস শিশু বৃদ্ধ দেখে খাবেনা,
ছুটি মানেই ঘুরাঘুরি তা হবেনা,
হাতটা সাবধান, না ধুয়ে শিশুকে ধরবেননা ।
উপ-সম্পাদক - সাহিত্য সংযোগ বিভাগ,জনসংযোগ.কম ।
jsongjugnews@gmail.com
fb.com- @jshongjog
পাঠকের মন্তব্য