ক্যাপিটল ভবনে তাণ্ডব চালিয়েছে কিউএ্যাননের লোকেরা?
বুধবার যেসব ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছে - তাদের মধ্যে ছিল কিউএ্যানন নামে একটি গ্রুপের লোকেরা।
কিউএ্যানন হচ্ছে একটি ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব - যাতে দাবি করা হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সামরিক গোয়েন্দা অফিসারদের একটি গোপন দল এক যুদ্ধ পরিচালনা করছেন – এবং সে যুদ্ধটি ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে থাকা “শয়তানের পূজারী শিশুকামী”দের বিরুদ্ধে
বিবিসি’র সংবাদদাতারা জানাচ্ছেন, কংগ্রেস ভবনের ভেতরে বেশ কয়েকজন নেতৃস্থানীয় কিউএ্যানন গ্রুপের কর্মীকে দেখা গেছে। তারা ওই আন্দোলনের সাথে সঙ্গতিপূর্ণ বিভিন্ন ব্যানারও বহন করছিল।এর সাথে আরো ছিল ট্রাম্প-কথিত নির্বাচন জালিয়াতি প্রতিরোধের জন্য অনলাইনে গড়ে ওঠা বিভিন্ন গ্রুপের লোকজন।
ডোনাল্ড ট্রাম্পের অন্ধ এই ভক্তকূলের বিশ্বাস শিশুদের ওপর যৌন নিপীড়নকারী এক দুষ্ট চক্রের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে আমেরিকায় অবতীর্ণ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সার সংক্ষেপ
* মার্কিন কংগ্রেস জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট এবং কমালা হ্যারিসকে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে।
* সেনেট এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভস পেনসিলভানিয়া এবং অ্যারিজোনা রাজ্যে ভোটের আপত্তি খারিজ করে দিলে ইলেকটোরাল ভোট অনুমোদিত হয়।
- * এর আগে বুধবার মি. ট্রাম্পের সমর্থকরা কংগ্রেসের অধিবেশন চলাকালীন ক্যাপিটল ভবনে ঢুকে পড়লে কিছুক্ষণ অধিবেশন বন্ধ থাকে।
- * আমেরিকার আইনসভা কংগ্রেসের ক্যাপিটল ভবন কার্যত কয়েক ঘণ্টা দখল করে রাখে ট্রাম্প সমর্থকরা
- পরে ভবন থেকে বিক্ষোভকারীদের বের করে দিয়ে আবারো শুরু হয় অধিবেশন
- * বিক্ষোভের ঘটনায় এখন পর্যণ্ত অন্তত চারজন মারা গেছে বলে জানিয়েছে ওয়াশিংটনের পুলিশ।
- * রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কার্ফু ঘোষণা করা হয়েছে, পরবর্তী ১৫ দিন শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে
- * জো বাইডেন ঘটনাকে একটি ‘বিদ্রোহ’ বলে আখ্যায়িত করেন
- ট্রাম্প একটি ভিডিও বার্তায় তার সমর্থকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন
16:32
ট্রাম্পকে সাসপেণ্ড করেছে টুইটার ও ফেসবুক
ডোনাল্ড ট্রাম্প তার ক্যাপিটল-আক্রমণকারী সমর্থকদের উদ্দেশ্যে যেসব বার্তা দিয়েছেন সেগুলোর কারণেতাকে সাসপেণ্ড করেছে টুইটার ও ফেসবুক ।
সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় আক্রমণকারী সমর্থকদের বাড়ি ফিরে যেতে বলার আগে তাদের উদ্দেশ্যে মি. ট্রাম্প বলেন “আমি তোমাদের ভালোবাসি”। তা ছাড়া তিনি নির্বাচনে জালিয়াতি সম্পর্কিত মিথ্যে দাবিগুলোরও পুনরাবৃত্তি করেন।
টুইটার বলছে, প্রেসিডেন্টের এ্যাকাউন্টটি চিরতরে বন্ধ করে রাখা হবে, যদি না তিনি এসব টুইট মুছে দেন।
তারা আরো জানায় যে ভবিষ্যতে টুইটারের নিয়মকানুন লংঘন করা হলে @রিয়েলডোনাল্ডট্রাম্প এ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।
ফেসবুক ও ইনস্টাগ্রামও ২৪ ঘন্টার জন্য মি. ট্রাম্পকে নিষিদ্ধ করেছে। ইউটিউব তার সেই ভিডিও বার্তাটি মুছে দিয়েছে।
স্ন্যাপচ্যাটও মি. ট্রাম্পের নতুন কোন পোস্ট দেয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। তবে এই নিষেধাজ্ঞা কবে তুলে নেয়া হবে তা বলা হয়নি।
15:40
‘২০শে জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতার হাতবদল হবে’ - অঙ্গীকার করলেন ট্রাম্প
মুখপাত্রের টুইটার এ্যাকাউন্টে বিবৃতি প্রকাশ
প্রেসিডেন্ট ট্রাম্প কিছুক্ষণ আগে প্রকাশ করা এক বিবৃতিতে অঙ্গীকার করেছেন যে আগামী ২০শে জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতার হাতবদল হবে।
মি. ট্রাম্প তার মুখপাত্রের টুইটার এ্যাকাউন্টে প্রকাশ করা এক বিবৃতিতে বলেন, যদিও তিনি এই “নির্বাচনের ফলাফলের সাথে পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করেন” এবং “ প্রকৃত ঘটনায় তার সঠিকত্ব বোঝা যায়” - তা সত্বেও “জানুয়ারির ২০ তারিখে সুশৃঙ্খলভাবে ক্ষমতার হস্তান্তর হবে। “
প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব টুইটার এ্যাকাউন্টটি টুইটার কর্তৃপক্ষ ব্লক করে দিয়েছে, ফলে তিনি এখন তা ব্যবহার করতে পারছেন না।
ব্রেকিংজো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে কংগ্রেস
মার্কিন কংগ্রেস জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট এবং কমালা হ্যারিসকে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে।
সেনেট এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভস পেনসিলভানিয়া এবং অ্যারিজোনা রাজ্যে ভোটের আপত্তি খারিজ করে দিলে ইলেকটোরাল ভোট অনুমোদিত হয়।
বুধবার মি. ট্রাম্পের সমর্থকরা কংগ্রেসের অধিবেশন চলাকালীন ক্যাপিটল ভবনে ঢুকে পড়লে কিছুক্ষণ অধিবেশন বন্ধ থাকে। তবে পরে আবার অধিবেশন শুরু হয়।
14:44
ব্রেকিং
জো বাইডেনের বিজয় নিশ্চিত করেছে মার্কিন কংগ্রেস
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কংগ্রেস।
ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তার পদত্যাগ
বুধবার ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার ঘটনার পর হোয়াইট হাউজের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রধান কর্মকর্তা স্টেফানি গ্রিশাম ও হোয়াইট হাউজের সোশ্যাল সেক্রেটারি রিকি নিচেতা পদত্যাগ করেছেন।
ব্লুমবার্গ নিউজের এক খবরে প্রকাশিত হয় যে মি. ট্রাম্পের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট পটিঙ্গার পদত্যাগ করেছেন।
সূত্র উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে ‘ক্যাপিটলে হামলা এবং বিক্ষোভকারীদের উস্কানি দেয়ায় হতাশ’ হয়ে তিনি পদত্যাগ করেছেন।
14:28
প্রত্যক্ষদর্শীর বয়ানে ক্যাপিটল ভবনের সংঘাত
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন রাজনৈতিক কলাম লেখক জেমি স্টিয়েম।
কংগ্রেসের উচ্চকক্ষ বা ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভ’এর প্রেস গ্যালারি থেকে তিনি হামলার ঘটনা দেখেছেন।
তিনি বলেন: “একটি গুলির শব্দ শুনতে পাই। আমাদের কক্ষের দরজায় পাঁচজন বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল। আমাদের কক্ষের জানালার ভাঙ্গা কাঁচের মধ্যে দিয়ে মানুষজন বারবার দেখছিলো এবং মনে হচ্ছিল, তারা যে কোনো সময় গুলি করতে পারে।”
“আমাদের এখানে উপস্থিত অনেকেই অভিজ্ঞ সাংবাদিক – আমরা অনেকেই জীবনের কোনো না কোনো সময় সহিংসতা দেখেছি। কিন্তু এই ঘটনা একেবারেই অপ্রত্যাশিত ছিল।”
“পুলিশকে দেখে মনে হচ্ছিল যে তারাও জানে না কী করতে হবে। তারা কক্ষের দরজা বন্ধ করে রাখলেও আমাদের বলছিল যে আমাদের বের হয়ে যেতে হবে। এর কারণে আমরা আতঙ্কিত হয়ে যাই।”
“পরিস্থিতি এমন ছিল যে, কেউই পরিস্থিতির নিয়ণ্ত্রণে নেই। মনে হচ্ছিল ক্যাপিটল পুলিশ ভবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, যে কোনো কিছু ঘটতে পারে।”
12:23
ওয়াশিংটন ডিসি’তে ১৫ দিন জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের মেয়র শহরে আরো ১৫ দিন জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন।
মেয়র মুরিয়েল বাউজার বলেছেন, “অনেকেই অস্ত্রসহ এখানে এসেছেন সহিংসতা ও ধ্বংসযজ্ঞে অংশ নিতে। তারা অস্ত্রের পাশাপাশি রাসায়নিক, ইট এবং বোতলও নিক্ষেপ করেছেন।”
জরুরি অবস্থার ঘোষণার ফলে ওয়াশিংটন ডিসির নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য কারফিউ দেয়া, জরুরি পণ্য সরবরাহের বিশেষ ব্যবস্থা নেয়া সহ বিভিন্ন পদক্ষেপ নিত পারবে শহর কর্তৃপক্ষ।
২১শে জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত এই ঘোষণা বলবত থাকবে।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত শহরে কারফিউ জারি রয়েছে।
12:08
ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছেন যে তিনি ‘বিক্ষোভ ও সহিংসতার খবরে দু:খিত’ হয়েছেন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন টুইট করে মন্তব্য করেছেন যে গণতন্ত্র সুফল কখনোই উচ্ছৃঙ্খল জনতার মাধ্যমে নষ্ট করা উচিত নয়।
জার্মান পররাষ্ট্র মন্ত্রী হেইকো মাস ট্রাম্প সমর্থকদের ‘গণতন্ত্রকে পদদলিত’ না করার আহ্বান জানিয়েছেন।
যে কারণে ট্রাম্পের বক্তব্যের ভিডিও সরিয়ে নিলো ফেসবুক, ইউটিউব
সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক, টুইটার ও ইউটিউব সমর্থকদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্যের ভিডিও সরিয়ে নিয়েছে।ট্রাম্প তার সমর্থকদের বাড়ি ফিরে যেতে বললেও তার বক্তব্যে আবারো নির্বাচনে কারচুপির অসত্য অভিযোগ তুলেছেন।
ফেসবুক ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পর্কে জানিয়েছে: “আমরা সেটি সরিয়ে নিয়েছি কারণ আমাদের বিশ্বাস তা চলমান সহিংসতা স্তিমিত করার চেয়ে সহিংসতা বাড়ানোতে ভূমিকা রাখবে।”
সহিংসতা শুরু হওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল মল চত্বরে তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে নির্বাচন চুরি করা হয়েছে।
ঘণ্টাখানেকের মধ্যে যখন ক্যাপিটল ভবনের ভেতরে ও বাইরে সহিংসতা ছড়িয়ে পড়ে, তখন মি. ট্রাম্প আবারো একটি ভিডিও প্রকাশ করেন এবং আবারো নির্বাচনে কারচুপির অসত্য অভিযোগ তোলেন।
ইউটিউব জানিয়েছে যে তারা ভিডিওটি সরিয়ে নিয়েছে কারণ সেটি ‘নির্বাচনে কারচুপি সংক্রান্ত তথ্য ছড়ানোর নীতি’ ভঙ্গ করেছে।
টুইটার শুরুতে মি. ট্রাম্পের ভিডিও সরিয়ে না নিলেও তার অ্যাকাউন্টের টুইট, রিটুইট, লাইক ও কমেন্ট করার ক্ষমতা রহিত করে।
তবে পরে তারা ভিডিওটি সরিয়ে নেয়।
টুইটার জানিয়েছে: “সহিংসতার সম্ভাবনা থাকায় আমাদের সিভিক ইন্টেগ্রিটি পলিসি অনুযায়ী আমরা এঙ্গেজমেন্ট সীমিত করছি।”
11:18
ওয়াশিংটন ডিসি’তে অতিরিক্ত পুলিশ উপস্থিতি
ওয়াশিংটন ডিসি’তে ক্যাপিটল ভবনের আশেপাশে রায়ট পুলিশের টহল চলছে। ওয়াশিংটনের মেয়র রাতে কারফিউ জারি করেছেন।
ডিসি’র পুলিশ প্রধান জানিয়েছেন স্থানীয় সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত তারা ৫২ জনকে গ্রেফতার করেছেন।
এছাড়া দু’টি পাইপ বোমও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
ক্যাপিটলে বিক্ষোভ সম্পর্কে সবশেষ যা জানা যাচ্ছে
ওয়াশিংটন ডিসি’র মেয়র মিজ বাউজার কিছুক্ষণ আগে ক্যপিটল হিলের বিক্ষোভ সম্পর্কে একটি সংবাদ সম্মেলন করেন।
তিনি জানান হাউজ রুমে অধিবেশন চলাকালে কয়েকজন জোরপূর্বক প্রবেশ করে। ঐ দলটির সদস্য ছিলেন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া নারী।
ঐ দলটিকে সাদা পোশাকের কয়েকজন কর্মকর্তা বাধা দেন এবং ঐ অফিসারদের একজনের গুলিতে ঐ নারী মারা যান।মিজ বাউজার জানান নিহত হওয়া বাকি তিনজনের একজন নারী ও দুই জন পুরুষ।এছাড়া মেট্রো পুলিশ ডিপার্টমেন্টের অন্তত ১৪ জন সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে ক্যাপিটল ভবনে প্রবেশ করার পর গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া প্রথম নারী সাবেক মার্কিন সেনা সদস্য স্যান ডিয়েগোর বাসিন্দা অ্যাশলি ব্যাবিট।
ওয়াশিংটন সময় দুপুর ৩টার দিকে তিনি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ব্রেকিংবিক্ষোভে চারজন নিহত
ওয়াশিংটন ডিসি’র পুলিশ জানিয়েছে ক্যাপিটল ভবনে সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন।
এর আগে পুলিশের গুলিতে এক নারী নিহত হন, পরে ‘মেডিকেল ইমার্জেন্সি’ পরিস্থিতি তৈরি হওয়ায় আহত আরো তিনজনের মৃত্য হয়।
এখন পযন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে- যাদের মধ্যে ৪৭ জনকে কারফিউ ভাঙ্গার জন্য গ্রেফতার করা হয়েছে।
বিবিসি কর্তৃক সরাসরি এই রিপোর্টিং টি সংগ্রহে -জনসংযোগ.কম / সংযোগ খবর ডেস্ক
jsongjognews@gmail.com
fb.com- @jshongjog
পাঠকের মন্তব্য