দৃষ্টি আকর্ষন - স্বাস্থ্য / পরামর্শ / জনসংযোগ .কম / ২৬-০৫-২০২০
। এম আনিছুর রহমান ।
আমাদের দেশের মেডিকেল সাইন্স তথা স্বাস্থ্যখাত শুধুমাত্র সিষ্টেম ও সমন্বয়ের অভাবে ইনফরমাল হয়ে আছে, বিশেষজ্ঞদের অভাবে নয় । দেশে এমনকিছু বিশ্বমানের বিশেষজ্ঞ আছেন যাদের জন্য এদেশ বিশ্ব দরবারে বিখ্যাত । কিন্তু করোনা উদ্ভুত পরিস্থিতিতে বিশেষজ্ঞদের এককভাবে বিচ্ছিন্ন পরামর্শ প্রদানই বর্তমানে সবচেয়ে বেশী মরার উপড় খাঁড়ার গা হয়ে দাঁড়িয়েছে । তাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে দেয়া ইতিবাচক বক্তব্য / পরামর্শগুলো থেকে কোনটা আসলে গ্রহণ করা উচিত আর কোনটা উচিত নয় অর্থাৎ কাকে প্রাধান্য দিব আর কাকে দিবনা তা নির্ধারণ করা আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে কারন তারা প্রত্যেকেই সম্মানিত ও সত্যিকার অর্থেই বিশেষজ্ঞ । বিভিন্ন গণমাধ্যমে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও একেকজন এককভাবে হরেকরকম পরামর্শ দিচ্ছেন । এই মহামারিটা কোন ছেলেখেলা নয়, তাই জ্ঞানবুদ্ধি সম্পন্ন গুণীরাই যখন নিজেদের অভিজ্ঞতার আলোকে নিজেকে প্রচার করতে যেয়ে অতিউৎসাহী রাজনীতিবিদদের মত আচরন করে ফেলেন তখন সত্যিই তাদের প্রতি করুনা হয় । তাই অন্তত কোভিড মোকাবেলায় এখনই সকল বিশেষজ্ঞদের এককভাবে বিচ্ছিন্ন পরামর্শ প্রদান থেকে নিজেকে বিরত করা উচিত এবং শীঘ্রই একটি জাতীয় বিশেষজ্ঞ প্যানেল গঠন করে সবসময় সম্মিলিত স্বিদ্ধান্ত গ্রহণ করে একটি স্বিদ্ধান্ত প্রকাশ/প্রচার করা উচিত । গঠিত জাতীয় বিশেষজ্ঞ প্যানেলের তালিকাভুক্ত বিশেষজ্ঞদের তালিকাও গণমাধ্যমে প্রকাশ করা উচিৎ এবং জাতীয় বিশেষজ্ঞ প্যানেলের সাথে আলোচনা না করে অন্যকোন বিশেষজ্ঞ যেন এ বিষয়ে কোনপ্রকার মেজর ইস্যু নিয়ে যখন তখন কোন পরামর্শ বা বিবৃতি প্রদান না করেন এ-মর্মে আদেশ জারি করা উচিৎ । এছাড়াও দেশে বর্তমানে প্রচুর আগাছা বিশেষজ্ঞ আছেন যারা পারলে পরামর্শ দিয়ে এদেশের অভাগা জনগণকে জৈবসারও খাওয়াতে পারেন । তাই সবিনয়ে দৃষ্টি আকর্ষন স্বাস্থ্য অধিকর্তাদের প্রতি - দয়া করে এখনও সময় আছে একটি সিষ্টেমে চলে আসুন নয়ত দেখবেন হুট করে একসময় দেশের জনগণই অতিষ্ঠ হয়ে নিজেরাই একটি সিষ্টেমে চলে এসেছে যা আপনাদের জন্য ইতিবাচক না হয়ে নেতীবাচকও হতে পারে । ধন্যবাদ ।
jsongjugnews@gmail.com
fb.com - @jshongjog
পাঠকের মন্তব্য