সাহিত্য সংযোগ/জনসংযোগ.কম/কবিতা/সাবেরা সেতু / ১৫-০৭-২০২০
। নিজেকে খুঁজি । সাবেরা সেতু ।
————————–
আমার ঠিক নিজের বলে কেউ নেই
যাদের আমি নিজের বলে ভেবেছিলাম
তারা শুধু আমার কাছের কেউ ছিলো,
আমার ঠিক কাছের বলেও কেউ নেই
যাদের আমি কাছের কেউ ভেবেছিলাম
তারা হয়তো আমার শুধু আপন কেউ ছিল,
আমার ঠিক আপন বলেও কেউ নেই,
যাদের আমি আপন ভেবেছিলাম
তারা হয়তো শুধু আমার ক্ষনিকের সঙ্গী ছিল ।।
সেই ক্ষনিকের সঙ্গীদের আমি কখনো আপন,
কাছের,নিজের সমস্তটাই ভেবেছিলাম,
ভাবতাম তাদের ছাড়া জীবনের একটি মুহূর্তও বাঁচা অসম্ভব,
কখনো ভাবতাম ,অক্সিজেন এর চেয়ে তারা বাঁচার জন্য বেশি দরকারি।।
অক্সিজেন নিয়ে যে বাঁচা সেই বাঁচাটাকে আমি ঠিক বাঁচা বলি না
সেটা হলো জীবন বয়ে নিয়ে যাওয়া,
সেই বয়ে যাওয়া নির্জীব জীবনকে বাঁচিয়ে রাখে আনন্দ, সেই আনন্দ আমায় তারা দিয়েছিল তাই তারা ছিল অক্সিজেনের চেয়ে বেশি মূল্যবান।।
পৃথিবীর কিছু অদ্ভুত নিয়ম আছে যা মূল্যবান তা হারিয়ে যেতে হয়,
তাই হয়তো তারাও হারিয়ে গেছে ,আমায় নিঃস্ব করে নয় কঠিন করে।
তাদের একেক জনের প্রস্থান আমাকে শিখিয়েছে
জীবনে একাই বাঁচতে হয়,
জীবনে আপন নিজের কাছের বলে কেউ হয়না ,
আপন নিজের কাছের কেবল আমি টাই হয়।
জীবনের সবটা ক্ষনিকের হলেও শুধু আমিটাই চিরস্থায়ী,
শুধু আমি টাই নিজের একার আমার ।।
তাই আমি এখন জানি
আমার আপন নিজের কাছের বলে শুধু আমিটাই আছে।।
তাই আমি আর অন্যের মাঝে নিজেকে খুঁজে বেড়ানোর বৃথা চেষ্টা করিনা,
আমি আমার মাঝেই নিজেকে খুঁজি ,
আমার এই আমি শুধু আমাকেই ভালোবাসি ।।
jsongjugnews@gmail.com
fb.com - @jshongjog
পাঠকের মন্তব্য