সাহিত্য সংযোগ/জনসংযোগ.কম/কবিতা/২৩-০৭-২০২০ ।
” ভালোবাসার বাজারদর “
। ইতি রহমান ।
শহরের প্রতিটি বিলবোর্ডে —–
একে দিয়েছি তোর ছবি
ছবিতো নয় –
এ যেন স্মৃতির দহনে
পোড়া পোড় খাওয়া এক প্রেমিকের সাদা কালো পোর্ট্রেট।
বিষন্ন বিলবোর্ড,
বিষণ্ণ সন্ধ্যা
আমায় বলে যায় আবছা আলো আর
ঝাপসা অন্ধকারে—-
ভালোবাসা কি?
আমার বাজারজাত পণ্য !
নিলামে তুলে দে
দেখ -
আমার ভালোবাসার বাজার দর ঠিক
কত !
jshongjogbd@gmail.com
@jshongjog
পাঠকের মন্তব্য