সাহিত্য সংযোগ/জনসংযোগ.কম/কবিতা/এম এ কাদির খান/ ১৫-০৭-২০২০
“ মিথ্যের মায়াজাল “
। এম এ কাদির খান ।
—————–
মিথ্যে অজুহাতে
সংসার কার সাথে
কী পাপ বা পূণ্য !
তোমার ধরাতলে বিধি !
বহে নিরবধি
মিথ্যের গঞ্জনা।
সন্ধে সকালে পাপ তাপ শোকে
তোমার একি আচরণ
পুণ্যবতী বসুন্ধরা ধ্বংসিল আমরণ
তোমার পুষ্পঘ্রাণে।
নয়ন তলে নয়ন জলে
তোমার আঁচলতলে
তোমাতে করে মিথ্যে আরাধনা
আরাধ্য আজ নব-নব সাজ
তোমার কলঙ্কতলে
কী কষ্টমালা বিধি পড়ালে গলে !
হাজার বছর যদি করে যাও
সৃষ্টি সুখের উল্লাস
কেমন করে করো তুমি !
এ কী মিথ্যের মায়াজাল নয় ?
jsongjugnews@gmail.com
fb.com- @jshongjog
পাঠকের মন্তব্য