মন্তব্য প্রতিবেদন / জনসংযোগ .কম / ২৯-০৩-২০২০
। মাজহারুল ইসলাম কালাম ।
পৃথিবীতে পুরোপুরি শান্তি কখনই ছিলনা , পুথিবীর সৃষ্টিটাই হয়েছিল সৃষ্টিকর্তার নির্দেশ অমান্যের কারণে । আদম হাওয়া পৃথিবীতে আগমনের পরে জন্ম হয় হাবিল কাবিলের, ব্যাস এরপর থেকেই শুরু হয় সৃষ্টিজগতের পথচলা । ভালবাসা ও সৌহার্দ স্থাপনের পাশাপাশি শুরু হয় হানাহানি, যুদ্ধ, বিশৃঙ্খলা, হিংসা, বিদ্বেষ এমনকি ব্যাভিচারী, অত্যাচার ও জুলুম । যখন এগুলোর সীমা ছাড়িয়ে যায় কেথাও সেখানেই বিধাতা কালের পরিক্রমায় কোন না কোন মহামারি দিয়ে সৃষ্টির ঘূর্ণিপাকে সেখানের প্রকৃতি ও মানুষের মাঝে পরিবর্তন ঘটান । কিন্তু কালের ধারাবাহিকতায় বর্তমান সময়ে এসে আমরা দেখতে পেলাম শুধু পৃথিবীর নির্দিষ্ট কোন অঞ্চলে নয় বরং করোনা ভাইরাসের মাধ্যমে পুরো পৃথিবীতে একসঙ্গে মহামারি লেগেছে অর্থাৎ যদি আমরা এটাকে বিশ্ব মহামারি বলি তাহলে ভুল হবেনা বরং পৃথিবীতে এই প্রথম বিশ্ব মহামারির ঘটনা ঘটল । সুতরাং এ থেকে স্পস্টতই প্রমাণ হয় যে, সৃষ্টিলগ্ন থেকে সৃষ্টি পথ চলতে চলতে বর্তমান সময়ে এসে সৃষ্টির সেরা জীব মানুষের দ্বারাই সৃষ্টি তার ছন্দ পুরোপুরি হারিয়েছে । মানুষের মধ্যে হিংসা, লোভ , অহংকার ও ক্ষমতার দাম্ভিকতা এত মাত্রায় বেড়ে গিয়েছে যে, এগুলোকে নিয়ন্ত্রণ করত: সৃষ্টিকে মেরামত করতে বিধাতা বাধ্য হয়েছেন ।
পুরো বিশ্ব একসাথে একটি দীর্ঘ সময়ের জন্য লক ডাউন, এমন দৃশ্য এই পৃথিবীতে ইতিপূর্বে কেউ কখনও দেখেনি কারণ এমন ঘটনা এই পৃথিবীতে ইতিপূর্বে ঘটেনি । যদি ধর্মকে বিশ্বাস করি তাহলে এটাই সত্য যে, বিধাতা পৃথিবীর সব মানুষকে দীর্ঘ সময়ের জন্য একসঙ্গে ঘরে ঢুকিয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ করে ও নিজ নিজ উপলব্ধির মাধ্যমে কুলষিত মনুষ্যকূলকে এবং পুরো ছন্দ হারানো প্রকৃতি থেকে কুলষিত মনূষ্যকূলকে সরিয়ে একই সাথে প্রকৃতি ও মনুষ্যকূলকে আলাদা আলাদাভাবে মেরামত করছেন । উভয়কে শুদ্ধি করণের পর বিশুদ্ধ প্রকৃতি ও মনুষ্যের মাঝে তিনি আবার মিলণ ঘটাবেন, আবার শুরু হবে একটি নতুন ও বিশুদ্ধ পৃথিবীর পথ চলা ।
হয়ত পুরো পৃথিবীই পরিবর্তন হবে । বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত সৎ, নিষ্ঠাবান ও সফল ব্যক্তিত্ব বিল গেটস বলেছেন , করোনাকে গ্রেট মহামারি হিসেবে না দেখে গ্রেট কারেক্টর হিসেবে দেখা উচিত । হয়ত তারা এটাকে এভাবেই দেথবেন, নিজেদেরকে কারেকশনও করবেন কিন্তু বাঙ্গালী নিজেদের কি করবেন ? নাকি কারেকশনের বদলে মহামারি থেকে পরিত্রাণের পর সম্মিলিত সাংবাদিক সম্মেলন করে বলবেন - “ আমরা সত্যি সত্যিই করোনা থেকে শক্তিশালী, নেতা ঠিকই বলেছিলেন “ । জানিনা কোনটি সত্য আর কোনটি মিথ্যা , সবাই মনের ভাব প্রকাশ করছে তাই আমিও করলাম, আপনাদের সাথে সামিল হলাম । তবে এটুকু বলতে পারি, যে জাতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে পারে সেই জাতি সেই দেশ কখনই আর কারেকশন হবেনা, এমনকি এই করোনার ছোবলেওনা ।
বিশ্ব মহামারি চলছে তবুও ধান্ধাবাজি অব্যহত । গরীবের হাহাকারের চেয়ে কথিত বড়লোকদের হাহাকারই বেশী লক্ষ করা যাচ্ছে, সবার আগে বিজিএমইএ এর নেতৃবৃন্দরা সরকারের ও জনগণের পাশে নিজেদের টাকায় না দাঁড়িয়ে, দাঁড়ালেন প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রণোদনা ভাতা এনে, অর্থাৎ এই মহামারিতে প্রমাণ হল দেশের সবচেয়ে হতদরিদ্র নাগরিকগণ হচ্ছেন বিজিএমই এর নেতারা, কারণ তাদেরকেই প্রথম প্রণোদনা ভাতা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশে করোনা মোকাবেলার জন্য অনুদান প্রদানের যাত্রা শুরু করেছেন । অন্যদিকে একশ্রেণীর পেশাদারেরা এই মহামারির মোকাবেলার সবচেয়ে প্রয়োজনীয় দ্রব্যগুলো তথা মাস্ক,সেনিটাইজার, হ্যান্ডওয়াস সহ অন্যান্য দ্রব্যগুলো নিয়ে চড়াদামে ব্যবসায় মেতে উঠেছে , প্রশাসনের কর্তাবাবুরা বিদেশ ফেরতদের দৃষ্টিনন্দন প্যাকে দামী ফলমুল প্যাক করে বাড়ী বাড়ী পৌঁছে দিয়ে তেলা মাথায় তেল দিচ্ছেন আর হতদরিদ্রদের চালডাল না দিয়ে কান ধরে উঠবস করাচ্ছেন, আবার কোন বিত্তবান হৃদয়স্পর্শী ব্যক্তিত্ব নিজেদের খরচে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য করোনা চিকিৎসা হসপিটাল নির্মাণ করতে চাইছেন আর অন্যদিকে প্রভাবশালী স্থানীয় জনপ্রতিনিধি মহোদয়ের সাথে লেনদেন এর সমঝোতা না থাকায় সেই কাজ তিনি বন্ধ করে দিচ্ছেন । বাঙ্গালী লীলার কথা বললে বলা শেষ হবেনা কখনও , তাই যদিও বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কিছু হিংস্র ও দুষ্ট সেনা সদস্যের দারাই বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছেন তবুও আমি ন্যায়, সততা ও নিয়মানুবর্তিতার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া দেশের আর কোন বাহিনী/প্রতিষ্ঠান/ব্যক্তিত্ব কে ভরসা করতে পারিনা কারণ আমরা রাজনীতিবিদরা হাতেকলমে সবাইকে চিনি ও নিজেদেরকেও জানি । তাই এই মহামারির তরে দেশের হতদরিদ্রদের জন্য দেশী বিদেশী সকল অনুদান বন্টনের দায়িত্বভার আমি বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়ার অনুরোধ করছি । এতে অন্তত হতদরিদ্ররাই তাদের প্রকৃত প্রাপ্য বুঝে পাবে, অন্যদিকে কথিত হতদরিদ্রদের প্রণোদনা ভাতা দেওয়ার জন্য দেশে কথিত দরিদ্র মন্ত্রীরা আছেন, প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীও আছেন, তাই তাদের নিয়ে আমার কোন ভাবনা নেই । জয় বাংলা , জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা ।
jsongjugnews@gmail.com
fb.com- @jshongjog
পাঠকের মন্তব্য