জনসংযোগ প্রতিবেদন / জনসংযোগ .কম / ০১-০৪-২০২০
। এম আনিছুর রহমান ।
করোনা মোকাবেলায় সাধারণ কর্মসূচী হিসেবে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণের ক্ষেত্রে সরকার ও বিশ্বস্বাস্থ্য সংস্থার সম্পূর্ণ নিয়ম মেনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ আওয়ামী যুবমহিলা লীগ ।গতকাল রাজধানীর উত্তরার ৩নং সেক্টরের নিজ বাসভবনের সামনে ফ্রেন্ডসক্লাব মাঠে যুবমহিলা লীগ সভানেত্রী নাজমা আক্তারের উদ্যোগ ও নেতৃত্বে এই কর্মসূচী অনুষ্ঠিত হয় । উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচীতে আগত প্রত্যেক ত্রাণ গ্রহীতাকেই মাস্ক পরিহিত ও নির্দিষ্ট দুরত্বে অবস্থান করে নির্দিষ্ট সারিতে অপেক্ষমান থাকতে দেখা যায় । কেন্দ্রীয় ও স্থানীয় যুবমহিলা লীগ নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় এই শুশৃঙ্খল কর্মসূচী গণমাধ্যম কর্মীবৃন্দ সহ স্থানীয় সকলের দৃষ্টি নন্দীত হয় ।
ত্রাণ বিতরণ কর্মসূচী শেষে নাজমা আক্তার বলেন - “ মূলত এভাবে ত্রাণ বিতরণ করলে করোনা ঝুঁকি আরও বাড়বে বলে আমি মনে করি কারন এভাবে শত চেষ্টা করেও শেষ পর্যন্ত ডিসিপ্লিন রক্ষা করা যায়না । লক ডাউন চলাকালীন সরকারের আন্তরিক চেষ্টায় সবকিছু একটি সিষ্টেম এ থাকলেও দেশে মানবতার তরে প্রত্যেক উদ্যোগী ব্যক্তি/প্রতিষ্ঠানের প্রতিদিন এভাবে গণজামায়েত করে অগণিত ত্রাণ বিতরণ কর্মসূচীর ফলে শেষ পর্যন্ত করোনা শঙ্কা আরও বাড়ছে বলে আমি মনে করি । তাই এভাবে গণজামায়েত না করে যদি আমরা সবাই নিজ নিজ এলাকার হতদরিদ্রদের চিহ্নিত করে ঘরে ঘরে সরাসরি ত্রাণ সামগ্রী পৌঁছে দেই তাহলে করোনা ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রনে থাকবে বলে আমি মনে করি “
তিনি গণজামায়েত করে ত্রাণ বিতরণ কর্মসূচী পরিবর্তন করে সারসরি ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান, একইসাথে দেশের প্রতিটি অঞ্চলে করোনা আক্রান্ত এবং লক ডাউনে কবলিত অসহায় নিপিড়ীত মানুষের পাশে দাঁড়িয়ে সার্বক্ষণীক সহযোগীতা করার জন্য দেশের সকল যুবমহিলা লীগ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন ।
jsongjugnews@gmail.com
fb.com- @jshongjog
পাঠকের মন্তব্য