মন্তব্য প্রতিবেদন / জনসংযোগ.কম / ৩০-০৪-২০২০
।সিউল কাদির ।
বুর্জোয়া বণিকদের ব্যাপারে সাধারণ মানুষের অবস্থান সবসময়ই বিপরীতে ছিলো। এই প্রোডাক্টসের কেউ এসে জনপ্রতিনিধি হওয়া আর উত্তর পাড়ার শাষণ, উৎপীড়ন দুটো’ই সমান। ঢাকা উত্তর সিটির প্রথম “বণিক মেয়র” আনিসুল হকের মতো ক্লিন ইমেজের বণিকের ঘোর বিরোধী মনে হয় অনেকই ছিলেন।
কৃষিনির্ভর দেশে অর্থনৈতিক চাকা সুচারু করতে ব্যবসায়ের বিকল্প নেই। ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দিতে হবে শিল্পকারখানা প্রতিষ্ঠাপন এবং তাদের বৈশ্বিক সংযোগ সৃষ্টির লক্ষ্যে। তা করা উচিতও বটে। কিন্তু কোনো অকৌশলে একটি রাষ্ট্র যদি একটি বণিক সম্প্রদায়ের কাছে জিম্মি হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের ভাগ্য পরগাছার মতোই ছোট হয়ে যায়।
আমাদের রাজনীতিবিদদের একটা ভয়াবহ বদনাম রয়েছে, আবার দেশের প্রয়োজনে কাজ করার মানসিকতা আছে অনেক পোড়খাওয়া শক্ত রাজনীতিবিদের। তাঁরা দেশের জন্য জীবনবাজি রেখে কাজ করার মানসিকতা রাখেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হতে শুরু করে মন্ত্রী, এমপি, মেয়র যাঁরাই রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে দেশের জন্য কাজ করতে এসেছেন, আসলে তাঁরা নিজেদের সুবিধাগুলোই ভোগ করে গেছেন বরাবর। একাধারে তাঁরাই পার্লামেন্টে আছেন, আবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্বত্বাধিকারী তাঁদের বাহিরে যেমন যায়নি, ব্যাংক-বীমার মালিক আবার তাঁরাই। এলসি নির্ভর ব্যবসা তাঁরাই করছেন, ব্যাংকের নিয়ন্ত্রণ তাঁদের বাহিরে যাওয়ার সুযোগ একেবারে সীমিত।
করোনাকালে তাঁদের ঔদ্ধত্যপূর্ণ মনোভাব সাধারণ মানুষকে মর্মাহত করেছে। বাংলাদেশের গার্মেন্টস মালিকগণ পোশাকশ্রমিকদের বেতন বিনাকাজে দিয়ে দিবেন এমন মানসিকতা আছে বলে আমি মনে করি না।বেশকতক গার্মেন্টস মালিক আমার সুপরিচিত। তাঁদের মানসিকতায় আমি অভ্যস্ত। শ্রমিকদের একঘন্টা বেশি আটকে রেখে কাজ আদায় করে নিতে পারলে তৃপ্তির ঢেঁকুর তোলেন। ভালো মানসিকতার গার্মেন্টস মালিক আছেন, সংখ্যাটি কম।
এই যে পোশাকশ্রমিকদের ঢাকায় আসাযাওয়া পর্বটি রচিত হলো। তাঁর নেপথ্য কুশীলব কারা! কী তাঁদের পরিচয়! একটি রাষ্ট্র কী তাঁদের অঙ্গুলি হেলনে চলবে!বিষয়টি ভীষণ পীড়াদায়ক! একটি সরকার কেনো একটি বিশেষ গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে যাবে! মানুষ কতোটুকু ভালো আছে, নিরবে নিভৃতে চুপিচুপি দেখে যান! কেউ ভালো নেই। বুর্জোয়ারা ছাড়া। জাতির জনকের কন্যা কী একাই সব দেখবেন ! তাঁর একার কী দায় পড়েছে! কে তাঁর জন্যে ?
লেখক- সিইও, স্কাই ওয়াগন ট্যুরিজম এন্ড ট্রাভেলস ।
jsongjugnews@gmail.com
fb.com- @jshongjog