গণমাধ্যম সংযোগ / জনসংযোগ .কম / ২৬-০৩-২০২০
। আশিক আলম ।
সব দোষ সরকারের আমাদের কোন দোষ নেই, আমরা ধোয়া তুলসীপাতা, আমরা নদীতে ডুব দিয়াও মাথায় রাখি ছাতা, যেন বৃষ্টিতে না ভিজে আমাদের মাথা । আসুন আমরা সরকারের গুষ্ঠি উদ্ধার করি !
আপনারা বললেন ফ্লাইট বন্ধ করুন–সরকার করলো! আপনারা বললেন লকডাউন করুন-সরকার তাও করলো, সাথে সেনাবাহিনীও দিলো ! সরকার বললো এখন দেশে আসবেন না– আপনারা বললেন, বললে-ই হলো ! আসবো এবং গোষ্ঠিসুদ্ধ এলেনও ! সরকার বললো একা বা আলাদা থাকুন—আপনারা বাজারে গেলেন, বিয়ে করলেন, বাহিরে ইচ্ছেমতো ঘুরাঘুরি করলেন! সরকার বললো ঘরে থাকুন– আপনারা কক্সবাজার, পতেঙ্গাতে ভ্রমনে গেলেন, গণমোনাজাতে ৩ লক্ষ জমায়েত হলেন !
সরকার বললো ছুটিতে কোথাও যাবেন না– আপনারা সেটাকে ঈদের ছুটি ভেবে ছুটলেন বাস,লঞ্চ,রেল স্টেশনে ! মহা ক্রান্তিকালের দোহাই দিয়ে, বেগম জিয়ার জামিন চাইলেন, দেশের জন্ম ইতিহাসে যা কখনও ঘটেনাই মাননীয় প্রধানমন্ত্রী তাই করলেন, সাজা স্থগিত করলেন । আহা কি আনন্দ ! সকল কিছু লক ডাউন হওয়া স্বত্বেও লাখো নেতাকর্মীর সমাগম ঘটালেন তাও আবার একটি হসপিটালের সামনে ।সরকার চাইলে লাঠিপেটা করে বারটা বাজিয়ে ছেড়ে দিতে পারত কিন্তু করোনার তরে, করুণা করে তা আজ করেননি । এইত কয়েকদিন পরেই এর ফলাফল হবে ভয়াভহ । দেশে করোনার শেষ বিস্তার ঘটিয়ে জেল থেকে বেরুলেন বেগম জিয়া ।
ভাই এরপরও দোষ সব সরকারের ? আপনি আমি ধোয়া তুলসী পাতা ! আসেন সরকারের গুষ্ঠি উদ্ধার করি !
আমাদের স্বভাবটা-ই এমন , আমি এভাবে-ই থাকবো, শুধু তুমি পরিবর্তন হয়ে যাও, আমি কিছু-ই করবো না, সরকার সবকিছু ঠিক করে দিবে।
মানসিকতা বদলান, নিজে পাল্টান সব পাল্টে যাবে।
আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমিন ।
jsongjugnews@gmail.com
fb.com- @jsongjog
পাঠকের মন্তব্য