জনস্বার্থ সংযোগ / জনসংযোগ.কম /১২-০৪-২০২০
এই মহাক্রান্তিলগ্নেও যারা চাল চুরি বা দুর্ণীতির সাথে সম্পৃক্ত আছে তারা মানুষত দূরের কথা, অমানুষদের কাতারেও পড়েনা । তাই করোনা যেহেতু সবকিছুতেই পরিবর্তন এনেছে তবে অপরাধীর শাস্তির ক্ষেত্রে কেন নয় ?
এই মূহুর্তেও দৃশ্যমান গতাণুগতিক জেল/জরিমানাগুলো বড্ড সেকেলে দেখাচ্ছে ; তাই শুধু চাল চোরই নয় বরং সরকারী বেসরকারী যেকোন পর্যায়ের যেকোন ব্যক্তির দুর্নীতি প্রমাণসহ সনাক্তকরণের পর তাকে জেলে না পাঠিয়ে শুধুমাত্র “ বাঁচলে শহীদ মরলে গাজী “ এই চুক্তি ভিত্তিতে তাকে সরাসরি করোনা রোগীদের সেবায়, করোনা চিকিৎসাধীন হাসপাতালগুলোতে রুটিন মাফিক ডিউটিতে প্রেরণ করুণ ; এমনকি করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ দাফনের দায়িত্ব পালনেও তারা বাধ্য থাকবে, এ মর্মে নির্বাহী আদেশ জারি করুন । অত:পর খন্ডকালীন সময়ের জন্য ডাক-ঢুল পিটিয়ে দুর্নীতি উন্মুক্ত করে দিন, এভাবে যতবেশী দূর্নীতিবাজ ধরা পড়বে, আমাদের এই ক্রান্তিলগ্নে ততই জাতীর উপকার হবে কারণ করোনা সেবার তরে বর্তমানে জনবলের বড্ড অভাব । এতে একঢিলে দুই পাখিই মরবে । এখান থেকে যারা একবার বেঁচে আসবে তারা জন্মজন্মান্তরে আর কোনদিনও দুর্নীতি করবেনা। লকডাউন অমান্যকারীদেরকেও এই আদেশের আওতায় আনা যেতে পারে ।
ইতিকথা- বাঙ্গালী দোজখে গেলেও দুর্ণীতি করবে ।
jsongjoug@gmail.com
fb.com- @jshongjog