সাহিত্য সংযোগ / জনসংযোগ.কম / ২৯-০৪-২০২০
। জান্নাতুল হুসনা ইমন ।
আমরা যারা ১৯৮০-৯০ সাল এ জন্মেছি We are not special, but we are fortunate and enjoying generation. যখন আমরা ছোট ছিলাম-
হাতগুলো জামার মধ্যে ঢুকিয়ে নিয়ে বলতাম, আমার হাত নেই ; একটা পেন ছিল, যার চার রকম কালি, আর আমরা তার চারটে বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম ; দরজার পেছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দেবো বলে,
সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম ; ভাবতাম আমি যেখানে যাচ্ছি, চাঁদটাও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে ; সুইচের দুদিকে আঙুল চেপে অন্-অফ এর মাঝামাঝি ব্যালেন্স করার চেষ্টা করতাম ; বৃষ্টি হলে ছাতা না নিয়ে কচু বা কলাপাতা মাথায় দিয়ে বলতাম, দ্যাখ জল গায়ে লাগছে না ; তখন আমাদের শুধু একটা জিনিসের খেয়াল রাখার দায়িত্ব ছিলো, সেটা হলো স্কুলব্যাগ । ফলের দানা খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম, পেটের মধ্যে এবার গাছ হবে ; ঘরের মধ্যে ছুটে যেতাম,তারপর কি দরকার ভুলে যেতাম, ঘর থেকে বেরিয়ে আসার পর মনে পড়ত । মনে আছে যখন আমরা ছোট ছিলাম তখন ধৈর্য্য সহ্য হতো না যে কবে বড় হব ! আর এখন মনে করি, কেন যে বড় হলাম ! Childhood was the best part of our life. আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো পড়ছো,তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে -
ছোটবেলায় সবথেকে বেশিবার জিজ্ঞাসিত প্রশ্নটার উত্তর আমি পেয়েছি অবশেষে…
-তুমি বড়ো হয়ে কি হতে চাও ?
উত্তর-
আবার ছোট হতে চাই !
j HUSNA
jsongjugnews@gmail.com
fb.com- @jshongjog