জনসংযোগ প্রতিবেদন / জনসংযোগ.কম / ১২-০১-২০২১
। এম আনিছুর রহমান ।
গত ৯জানুয়ারী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র শেখ তাপসের বিরুদ্ধে প্রকাশ্যে দূর্নীতির অভিযোগ তোলার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মানহানির মামলা দায়ের হয়েছে । দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছেরের দেয়া তথ্য অনুযায়ী সারোয়ার আলম এবং আনিছুর রহমান নামে দুই সংক্ষুব্ধ ব্যক্তি এই মামলা দুটি দায়ের করেন । তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাঈদ খোকন বলেন- আমি এই মামলার মাধ্যমেই জানতে পারব মেয়র তাপসের মান সম্মানের বর্তমান বাজার দর কত । আইনি লড়াইয়ের মাধ্যমে এমনকি প্রয়োজনে রাজপথেই সরাসরি এর জবাব দিবেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি এ কথা জানান । এ প্রসঙ্গে মেয়র তাপস বলেন- আমার প্রসঙ্গে সাবেক মেয়রের দেয়া বক্তব্য তার ব্যক্তিগত আক্রোশ, যা ভিত্তিহীন, আমি কোন দূর্নীতি করিনি । তবে মেয়র তাপসের বিরুদ্ধে বেশকিছু অভিযোগের মধ্যে সাঈদ খোকনের প্রধান অভিযোগটি ছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাংক একাউন্ট ট্রান্সফার করে তাপসের ব্যক্তি মালিকানাধীন মধুমতি ব্যাংকে সরানোর প্রসঙ্গ । এর জবাবে তাপস জানান রাষ্ট্রায়ত্ব যেকোন ব্যাংক যেকোন একাউন্ট ব্যবস্থাপনা করতেই পারে, এখানে দূর্নীতি কি করে হল আমি ঠিক বুঝে উঠতে পাচ্ছিনা । সার্বিক বিবেচনায় দেশের সূধী মহল মনে করেন কর্পোরেশনের ব্যাংক একাউন্টটি অন্য যেকোন ব্যাংকে স্থানান্তর করলেই ভাল হত কারন মধুমতি ব্যাংক মেয়র তাপসের ব্যক্তি মালিকানা এবং বর্তমানে তিনি উক্ত প্রতিষ্ঠানেরই প্রধান দায়িত্বশীল পদে আছেন, তাই এখানে তার অসৎ কোন উদ্দেশ্য না থাকলেও এ বিষয়ে সাবেক মেয়র ব্যক্তিগত আক্রোশে হলেও সুযোগের সদ্ব্যবহার করবেন এটাই স্বাভাবিক । উল্লেখ্য, ঢাকার ফুলবাড়ীয়া সুপার মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই দুই নেতার বিবাদ সামনে আসে ।
পাঠকের মন্তব্য