গণমাধ্যম সংযোগ-স্বাস্থ্য । জনসংযোগ.কম । সূত্র-বাংলাভিশন সংবাদ । ১৪-০১-২০২১
। গণমাধ্যম সংযোগ ডেস্ক ।
যদি ডাবল ডোজ হয় তাহলে দুই মাসে আড়াই কোটি মানূষ ভ্যাকসিনেট হবে অর্থাৎ দিনে দশ লক্ষ মানুষ এই সার্ভিস পেতে পারে যা অর্জন করা কঠিন । বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করলে সবচেয়ে ভাল এবং সহজ প্রয়োগযোগ্য কৌশল হবে পঞ্চাশোর্ধ সকল নাগরিকদেরকে প্রথম ভ্যাকসিনেট করা এবং হেল্থ কেয়ারের সঙ্গে রিলেটেট সকল ফ্রন্টলাইন ফাইটারদের ভ্যাকসিনেট করা এবং তাদেরকে সাপোর্ট করার জন্য যতটুকু ল-এনফোর্সমেন্ট প্রয়োজন হয় তার ব্যবস্থা করা, যত দ্রুত সম্ভব। করোনা ভ্যাকসিন প্রয়োগের কৌশল সম্পর্কে নিজস্ব মতামত জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সায়েদুর রহমান । বাংলাভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও জানান- এরপর ধীরে ধীরে আগামী চার-ছয় মাসের মধ্যে সিঙ্গেল ডোজ আসবে, এরপর আরও বার মাসের মধ্যে একাধিক সিঙ্গেল ডোজ চলে আসবে। বাংলাদেশের জন্য আসলে সিঙ্গেল ডোজ ভ্যাকসিনটিই প্রয়োগ করতে হবে। এ সময় তিনি আরও জানান যদি দ্বিতীয় ডোজটি চার সপ্তাহের মধ্যে না দিয়ে যদি সর্বোচ্চ যত সময় পেছানো যায় অর্থাৎ যেসময়ে দ্বিতীয় ডোজটি দিলে এটি আবারও বুষ্টার হিসেবে কাজ করবে সেময় দিলে প্রাথমিকভাবে আগামী দুতিন মাসে অনেক বেশী কভারেজ করা যাবে ।
অন্য আরেকটি সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেষ্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক এইচএম নুরুন্নবী জানান; একটা পাইলট ষ্টাডি থাকা দরকার যে ওই পাট্টিকিউলার জনগোষ্ঠীর ভিতরে বয়সভিত্তিক টিকা প্রয়োগের পরবর্তী রেজাল্ট বা রেসপন্স কেমন আসছে, এই বিষয়টি তদারকি করা খুবই দরকার তাছাড়া করোনা ভাইরাস প্রতি বছরই এর রুপ পরিবর্তন করে যার ফলে পূর্বের দেয়া ভ্যাকসিনটির আর কার্যকারিতা থাকেনা। বিশেষজ্ঞরা আরও বলছেন নির্দিষ্ট কোন ভ্যাকসিনের উপড় ভরসা না করে একাধিক উৎস যাচাইবাছাই করা জরুরী । বাংলাভিশনের সিনিয়র ষ্টাফ রিপোর্টার সিহাব হোসেনের রিপোর্টে গতকাল করোনা ভ্যাকসিন প্রয়োগের বিষয়ে এই তথ্যচিত্র উঠে আসে ।
১৪জানুয়ারী,২০২১ তারিখে বাংলাভিশন রাতের সংবাদে প্রচারিত সিহাব হোসেনের রিপোর্টের আলোকে এই প্রতিবেদনটি জনসংযোগ.কমের গণমাধ্যম সংযোগ বিভাগ থেকে প্রকাশ করা হল ।
desk@prnews1.com/jonosongjognews@gmail.com / fb.com- @prnews1.com.bd
পাঠকের মন্তব্য