সংযোগ খবর- কৃষি/জনসংযোগ.কম/সূত্র-চ্যানেল আই অনলাইন/১৮-০১-২০২১
। মাশরুর শাকিল ।
স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ যেসব খাত নিয়ে গর্ব করে তার অন্যতম কৃষি বলে মন্তব্য করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। রোববার রিডিং ক্লাব ট্রাস্ট্রের ৪০৩-তম সভায় প্রধান বক্তার বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
‘স্বাধীনতার ৫০ বছর-কৃষি পরিবর্তনের পথরেখা ও গণমাধ্যম’ বিষয়ে অনলাইন আলোচনায়, বহুজাতিক কোম্পানির কবল থেকে কৃষকের স্বার্থ রক্ষার আহ্বানও জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রধান বক্তা শাইখ সিরাজ বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, মৎস্য উৎপাদনে বৈশ্বিক অবস্থান, পুষ্টি যোগানে পোল্ট্রির সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে গণমাধ্যম ও উন্নয়ন সাংবাদিকতা।
তিনি বলেন, কৃষি পণ্যে ভ্যালু অ্যাড করে ৬ লাখ কোটি টাকার বৈশ্বিক বাণিজ্য সুফল নিতে পারে বাংলাদেশ। এজন্য কৃষির শুদ্ধ চর্চা, কৃষক সংগঠন তৈরি ও কৃষি পণ্যের বহুমুখীকরণের উপর জোর দিতে হবে। বহুজাতিক কোম্পানির কারণে কৃষকের কাছ থেকে কৃষি ছিনতাই হয়ে যাচ্ছে বলে আশংকা করে আগামীতে কৃষকের ন্যায্য হিস্যা ধরে রাখতে সরকার ও গণমাধ্যমকে অবদান রাখার আহ্বান জানান বক্তারা।
১৭জানুয়ারী,২০২১ তারিখে প্রকাশিত চ্যানেল আই অনলাইন থেকে সংগৃহীত।
সংগ্রহে- কৃষি সংযোগ ডেস্ক / জনসংযোগ.কম
jsongjugnews@gmail.com
fb.com- @jshongjog
পাঠকের মন্তব্য