মন্ত্রী পরিষদ সংযোগ-বইমেলা/জনসংযোগ.কম/১৭-০১-২০২১
। সংযোগ ডেস্ক-মন্ত্রী পরিষদ ।
করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে জাতীয় বইমেলা আয়োজন বিষয়ে এখনও কোন স্বিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে শারীরিক উপিস্থিতিতে বইমেলা হবে। সকালে বাংলা একাডেমী প্রাঙ্গনে প্রকাশকদের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ্যমে একথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ্। এসময় মন্ত্রী আরও জানান করোনার সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে বইমেলা শুরুর জন্য ২০ফেব্রয়ারী,১৭মার্চ ও ২৭মার্চ তিনটি সম্ভাব্য তারিখ প্রস্তাব করেছে বাংলা একাডেমী। এবিষয়ে প্রধানমন্ত্রীকে জানানো হবে।
অনুষ্ঠানে উপস্থিত বাংলা একডেমীর মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন-করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় মেলা আয়োজন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে উপস্থিত প্রকাশকরা সম্মিলিতভাবে আগামী ১৮ফেব্রয়ারী থেকে মার্চের মধ্যে মেলা আয়োজনের দাবী জানিয়েছেন।
jsongjugnews@gmail.com / fb.com- @jshongjog
পাঠকের মন্তব্য