স্মৃতিচারণ সংযোগ/জনসংযোগ.কম/মজিবুর রহমান দিলু/২০-০১-২০২১
। এম আনিছুর রহমান ।
৩আগষ্ট,২০০৮ প্রথম প্রফেশনাল কোন কাজ নিয়ে দিলু ভাইয়ের সাথে প্রথম মিটিং বৈশাখী টেলিভিশনের কনফারেন্স রুমে। ঢাকার ৪০০শত বছর পূর্তী উপলক্ষে ২২শে আগষ্ট,২০০৮-এ গুলশান ওয়ান্ডারল্যান্ডে ছিল আমার স্বত্তাধিকারী ইভেন্ট ম্যানেজম্যান্ট ফার্ম আই কন্টাক্ট মিডিয়া এন্ড কমিউনিকেশন থেকে আয়োজিত কনসার্ট “ঢাকা আমার ঢাকা”। সেই অনুষ্ঠানটিই ছিল আই কন্টাক্ট মিডিয়ার অভিষেক ইভেন্ট। বৈশাখী টেলিভিশন সেই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এবং দিলু ভাই ছিলেন তখন বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান। দিলু ভাইয়ের আন্তরিক সহযোগীতায় উক্ত অনুষ্ঠানটির সফল আয়োজন ও বৈশাখী টিভিতে প্রচার হয়। বলা চলে একজন ইভেন্ট অর্গানাইজার হিসেবে দিলু ভাইয়ের হাত ধরেই আমার পথচলা শুরু। এরপর আরও বেশকিছু ইভেন্ট আমরা একসাথে আয়োজন করেছি, একসাথে পথ চলেছি, একসাথে হেসেছি, খোলামনে দেশকে নিয়ে দেশের সংস্কৃতি জগতকে নিয়ে বহু আলোচনা করেছি। উত্তরার শান্তা মেরিয়াম ফাউন্ডেশনের অফিসে সময় পেলেই ছুটে যেতাম, আড্ডা দিতাম। যারা দিলু ভাইয়ের সাথে নিয়মিত আড্ডা দিত একমাত্র তারাই জানতেন দিলু ভাইয়ের সংস্পর্শে এলে অন্ধকার কিভাবে আলোকিত হত!
অভিনয়, নির্মাণ বা পরিচালনায় দিলু ভাই ছিলেন অসম্ভব রকমের দক্ষ ও শৈল্পিক মনোভাবের। বীর মুক্তিযোদ্ধা এই অভিনেতার ছিল প্রচন্ড রকমের প্রাণশক্তি। দীর্ঘদিন কোমায় থেকেও ফিরে এসেছিলেন, স্ক্রেচ নিয়ে চলেছেন বহুবছর তবুও থেমে যাননি কখনও; কিন্তু এবার তাকে স্বয়ং বিধাতা ডাক দিয়েছেন তাই ফিরে আসার আর কোন উপায় ছিলনা্। আমার সাথে দিলু ভাইয়ের সবশেষ উদ্যোগ ছিল বাংলাদেশ তথ্য ও সংস্কৃতি মৈত্রী পরিষদের পথ চলায়। আমার পরিকল্পনা ও প্রস্তাবনায় গঠিত এটি একটি তথ্য ও সংস্কৃতি বিষয়ক ব্যবসায়িক সংগঠন। দিলু ভাই ছিলেন এর নির্বাহী উপদেষ্টা-সংস্কৃতি। তার হঠাৎ চলে যাওয়ায় পুরো দেশ যেমন একজন গুণীকে হারাল ঠিক তেমনি বাংলাদেশ তথ্য ও সংস্কৃতি মৈত্রী পরিষদ একজন অভিবাবককে হারাল।
দিলু নামের চেয়ে মালু নামেই বাংলার মানুষ সবচেয়ে বেশী চিনে তাকে। তাই ‘দিলু’ নামটি না হয় চলে গেছে ওপারে কিন্তু ‘মালু’ নামটি এদেশে থাকবেই চীর বহমান। এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করায় স্নেহময়ী প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওপারে ভাল থাকবেন দিলু ভাই।
jsongjugnews@gmail.com / fb.com- @jshongjog
পাঠকের মন্তব্য