বাণী সংযোগ/জনসংযোগ.কম/২০-০১-২০২১
০৮-১০-১৪২৬ (বঙ্গাব্দ)
20-01-2020 (খ্রিষ্টাব্দ)
“আমলা নয় মানুষ তৈরি করুন”- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের এই উক্তি বিশ্লেষন করলে দেখা যায় যে, তিনি বৈষম্য কমাতে শিক্ষার উপড় জোড় দিয়েছেন অর্থাৎ শুধুমাত্র চাকরী খোঁজা নয় বরং উদ্যোক্তা হওয়ারও পরামর্শ দিয়েছেন। এ কথা অনস্বীকার্যে সত্য যে, আমরা যদি তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা নিয়ে গড়ে তুলতাম তাহলে দেশে কোন বেকারত্বই থাকতনা। এক কথায় শিক্ষাই সর্বোত্তম বিনিয়োগ। মানুষের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অপর চারটি কে প্ররোচিত করে। তাই শুধুমাত্র চাকরী পাওয়ার উদ্দেশ্যে নয় বরং শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত ব্যক্তি উদ্যোগে স্বাবলম্বী হওয়া, মানুষের মত মানুষ হওয়া।
হাজী উসমান আলী উচ্চ বিদ্যালয়,ময়মনসিংহ এর শিক্ষা কার্যক্রমের অর্ধশত বার্ষিকীতে পদার্পণে আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি এবং ভবিষ্যতে এই স্কুলের ছাত্ররা যেন শুধুমাত্র আমলা হওয়ার জন্য নয় বরং পাশাপাশি উদ্যোক্তা সূলভ মানষিকতা নিয়েও নিজ গুণে স্বাবলম্বী হতে পারে ও অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সর্বদা ইতিবাচক ভূমিকা রাখতে পারে, এই প্রত্যাশা নিয়ে আমি হাজী উসমান আলী উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সফলতা কামনা করছি। ধন্যবাদ।
…………………………………………………………………………
সূত্র- গত ২৫জানুয়ারি,২০২০ তারিখে ময়মনসিংহের হাজী উসমান আলী উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়। উক্ত অনুষ্ঠানের আলোকে প্রকাশিত বিশেষ স্বরণীকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ড. মো: রেজাউল হক নিজ স্বাক্ষরিত বিশেষ বাণী প্রদান করেন। শিক্ষা বিষয়ে গঠনমূলক উক্ত বাণীটি সংগ্রহ পূর্বক জনসংযোগ পাঠকদের জন্য প্রকাশ করা হল।
সংগ্রহে- বাণী সংযোগ ডেস্ক / জনসংযোগ নিউজ
Email- desk@prnews1.com / jonosongjognews@gmail.com / fb.com- @prnews1.com.bd
পাঠকের মন্তব্য