জনসংযোগ প্রতিবেদন/গণমাধ্যম সংযোগ-জনসংযোগ.কম/২৪জানুয়ারি,২০২০
‘অ্যামচ্যাম ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ বিজয়ী হলেন দৈনিক কালের কন্ঠের বিজনেস এডিটর জনাব মাসুদ রুমী। পূর্ব ঘোষণা অনুযায়ী করোনা মহামারির কঠিন সময়ে সম্মুখ সারিতে দায়িত্ব পালনকারী সংবাদমাধ্যম কর্মীদেরকে ‘অ্যামচ্যাম ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ প্রদান করল দ্য আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)। ১৯৮৮ সালে যাত্রা শুরু করা আমেরিকান বাংলাদেশ ইকনমিক ফোরামের নাম পরিবর্তিত হয়ে ১৯৯৬ সালে অ্যামচ্যাম করা হয়।
করোনা মহামারির কারণে সারা বিশ্বেই সংবাদকর্মীরা বিশেষত: যারা মাঠে থেকে কাজ করে যাচ্ছেন, তাদেরকে নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকিসহ মৃত্যুর ঝুঁকির মধ্যেও দায়িত্ব পালন করতে হচ্ছে। পিছিয়ে নেই বাংলাদেশের সাহসী সংবাদকর্মীরাও, তারা লক-ডাউনের মাঝেও ঘরে বসে না থেকে গুজব এবং আতঙ্ক যেন সমাজে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধি ও করোনা মোকাবিলায় প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি সরকারকেও সহযোগীতা করে যাচ্ছেন এবং অধ্যবধি তা চলমান রয়েছে। বিষয়টি সম্মান ও গৌরবের সাথে বিবেচনায় এনে অ্যামচ্যাম গত ২২জুলাই,২০২০ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোয়ান ওয়গনার উপস্থিতিতে অ্যামচ্যামের প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ অনলাইনে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্যোগটির ঘোষণা করেছিলেন। মাস্টহেড পিআরের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল- করোনা মহামারির এই কঠিন সময়ে যেসব সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদেরকে বিশেষ স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা। অ্যামচ্যামের সেই অ্যাওয়ার্ড প্রদানের ধারাবাহিকতায় এবার বিজয়ীর তালিকায় যুক্ত হলেন জনাব মাসুদ রুমী।
করোনা মহামারির ফলে ‘মানুষের জীবন ও জীবিকার ওপর প্রভাব’ এবং ‘ব্যবসার ওপর প্রভাব’ এই দুইটি বিষয়কে গুরুত্ব দিয়ে গত ১ মার্চ থেকে শুরু করে ৩১ আগস্ট ২০২০ এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমের প্রচারিত অথবা প্রকাশিত প্রতিবেদনগুলো যাচাই বাছাই করে বিজয়ী নির্বাচন করে এই অ্যাওয়ার্ড প্রদানের স্বিদ্ধান্ত গ্রহণ করে অ্যামচ্যাম । সে লক্ষে তারা গত ৬ সেপ্টেম্বর,২০২০ পর্যন্ত দেশের বিভিন্ন গণমাধ্যমের সংশ্লিষ্ঠ প্রতিবেদকদের কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ করে সিলেকশন কমিটির নিবিড় পর্যবেক্ষণ ও সুচিন্তিত মতামতের ভিত্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যমের মোট ৩০জন সাংবাদিক ও ফটো সাংবাদিককে চূড়ান্ত বিজয়ী করে এই পুরস্কার তুলে দেয় অ্যামচ্যাম। রবিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘেষাণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সেইদিক বিবেচনায় গত ৭ আগষ্ট,২০২০ তারিখে দৈনিক কালের কন্ঠে প্রকাশিত ‘‘মেঘ কাটছে অর্থনীতির’’ প্রকাশিত প্রতিবেদনটির জন্য জনাব মাসুদ রুমী ‘অ্যামচ্যাম ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ বিজয়ী হন। দৈনিক কালের কন্ঠের বিজয়ী এই সিনিয়র প্রতিবেদক এ জন্য নিজেকে গর্বিত মনে করে তার নিজ ফেসবুক আইডিতে ষ্টাটাস প্রদান করেন এবং এ ধরনের ইতিবাচক আয়োজনের জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান।
জন:প্র:/২৪-০১-২০২০
jsongjugnews@gmail.com / fb.com- @jshongjog
পাঠকের মন্তব্য