সংযোগ খবর-আন্তর্জাতিক/জনসংযোগ.কম/ট্রাম্প ও পুতিন সম্পর্ক/সূত্র- বাংলাদেশ প্রতিদিন অনলাইন/প্রকাশ-২৯জানুয়ারী,২০২১
। মার্কিন সাংবাদিকের বইয়ে দাবি ।
সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার চার বছরের প্রেসিডেন্সিতে রাশিয়ার প্রতি মমত্ব নানাভাবেই ফুটে উঠছে। আর এবার ট্রাম্পকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন মার্কিন সাংবাদিক ও লেখক ক্রেইগ উঙ্গার। তিনি একটি অনুসন্ধানী বই লিখেছেন। নাম ‘ইন আমেরিকান কোমপ্রোম্যাট : হাউ দ্য কেজিবি কাল্টিভেটেড ডোনাল্ড ট্রাম্প, অ্যান্ড রিলেটেড টেলস অব সেক্স, গ্রিড, পাওয়ার, অ্যান্ড ট্রেচরি’। সেই বইয়ে দাবি করেছেন, ট্রাম্পকে ৪০ বছর ধরে ‘গ্রুমিং’ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও সাবেক সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি। অর্থাৎ পুতিন তার নিজের মতো করে গড়ে তুলেছেন ট্রাম্পকে। এতে বলা হয়েছে, চমৎকার সব বন্ধুত্ব অনেক সময় সামান্য দিয়ে সূচনা হয়। ৪০ বছরেরও আগে ডিসকাউন্ট দেওয়া নিউইয়র্কের একটি ইলেকট্রিক্যাল দোকানে টেলিভিশন কিনতে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই ঘটনাই তার সবচেয়ে জটিল সম্পর্কের বীজ বপন করে। সেই ১৯৮০ সালে ম্যানহ্যাটানে গ্রান্ড হায়াত হোটেল চালু করেন ট্রাম্প। এটাই তার বড় কোনো আবাসন ব্যবসার শুরু। এই হোটেলের জন্য তার প্রয়োজন ছিল কয়েক শ টেলিভিশন সেট। এ সময়ে সেখানকার ফিফথ এভিনিউয়ে একটি ইলেকট্রিক পণ্য বিক্রির প্রতিষ্ঠান অল্প পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছিল। ওই প্রতিষ্ঠানটির নাম জয়-লুড ইলেকট্রনিক্স। এর মালিক সোভিয়েত ইউনিয়নের দুই ইহুদি অভিবাসী। মূলত এ দোকানটি ছিল কেজিবির একটি ফ্রন্ট। ওই দোকানের মালিকরা যখন ট্রাম্পের বিষয়ে তাদের কর্মকর্তাদের কাছে বিস্তারিত পাঠিয়ে দেন, তখনই ট্রাম্প কেজিবির রাডারে ধরা পড়েন। ট্রাম্প হয়ে ওঠেন তাদের ‘বিশেষ আনঅফিসিয়াল কন্ট্যাক্ট’। এটা ছিল এক বিরল আস্থার যোগাযোগ, যা কেজিবির উচ্চপর্যায়ের ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। বইটির লেখক ক্রেইগ উঙ্গার বিশ্বাস করেন, সোভিয়েতের জন্য ট্রাম্প ছিলেন খুব বেশি যোগ্যতাসম্পন্ন। কারণ, তার ব্যক্তিত্ব ছিল বাজে, আত্মমুগ্ধতামূলক, চাটুকারদের প্রতি উচ্চমাত্রায় সংবেদনশীল এবং লোভী। অনুসন্ধানী সাংবাদিক ক্রেইগ উঙ্গার তার নতুন বইয়ে দাবি করেছেন, কেজিবি ট্রাম্পকে বারবার ইচ্ছাকৃতভাবে আর্থিক ধ্বংসস্তূপ থেকে রক্ষা করতে সাহায্য করে। ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে- যেকোনোভাবেই পুতিন যা চাইতেন, ট্রাম্প তাতেই পরিণত হতেন।
ক্রেইগ উঙ্গার এ পর্যন্ত বেশ কিছু বেস্টসেলার বই লিখেছেন। এর মধ্যে রয়েছে- হাউজ অব বুশ, হাউজ অব সাউদ, হাউজ অব ট্রাম্প, হাউজ অব পুতিন। তবে ট্রাম্প ও পুতিনকে নিয়ে লেখা বইয়ে তিনি উচ্চপর্যায়ের কয়েক ডজন গোয়েন্দা ও সরকারি সূত্রের সাক্ষাৎকারের ভিত্তিতে লিখেছেন বলে জানিয়েছেন। এর মধ্যে আছেন কেজিবির সাবেক একজন মেজর ইউরি শভেটস। সাবেক সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থার মধ্যে তিনিই এমন তথ্য দেওয়া প্রথম ব্যক্তি। মেজর ইউরি শভেটস বলেন, কেজিবি কর্মকর্তাদের কাছে একটি স্বপ্ন ছিলেন ট্রাম্প। তারা তাকে একটি গোয়েন্দা সম্পদ হিসেবে দেখতে থাকে। অবশেষে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত দফায় তারা তাদের সেই ক্লাইম্যাক্স দেখিয়েছে।
—————————————————————
সূত্র- ২৯জানুয়ারী,২০২১ তারিখে প্রকাশিত বাংলাদেশ প্রতিদিন অনলাইন থেকে সংগৃহীত / সংগ্রহে- আন্তর্জাতিক সংযোগ ডেস্ক / জনসংযোগ.কম
jsongjugnews@gmail.com / fb.com- @jshongjog
পাঠকের মন্তব্য