শিক্ষা সংযোগ/জনসংযোগ.কম/উদয় ইসলামিক মডেল স্কুল,ময়মনসিংহ/০২ফেব্রুয়ারী,২০২১/০০৩
। প্রেস বিজ্ঞপ্তি ।
[১] তুরস্কের বংশদূত, বনি হেলালের উত্তরসূরি ও প্রখ্যাত দ্বায়ী শায়খ মুনির তুরান হাফিজাহুল্লাহ গত ৩১জানুয়ারি,২০২১ তারিখ রাতে ময়মনসিংহের ৩৪,সানকিপাড়ায় “উদয় ইসলামিক মডেল স্কুলে” তাশরীফ আনয়ন করেন। এ সময় তিনি অত্র স্কুলের পরিচালনা পর্ষদ ও উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা সহ আধুনিক মুসলিম বিশ্বের সাম্প্রতিক প্রেক্ষাপট ও ভবিষ্যত করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
[২] আলোচনার এক পর্যায়ে তিনি অত্র স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবগত হন। আধুনিক মুসলিম বিশ্বের চাহিদা পূরণে সমন্বিত শিক্ষা ব্যবস্থার অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখায় তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। স্কুলের চলমান শিক্ষা ব্যবস্থা বিষয়ক নীতিমালা, শিক্ষার্থীদের সার্বিক চাহিদা ও পাঠদানের পরিবেশগত অবকাঠামোর আধুনিকায়ন ও কর্মরত শিক্ষকমন্ডলীর প্রগতিশীল চিন্তাধারা ও অন্যান্য সকল বিষয়ে নিবিড় পর্যবেক্ষনের পর তিনি অভিভূত হন।
[৩] অভিভূত জনাব শায়খ মুনির বলেন- মানুষের ভিতরে দুইটি আলো থাকে ; (১) তার অন্তরের আলো, যা ইসলামী ইলমের মাধ্যমে আলোকিত হয় এবং (২) তার বুদ্ধির আলো, যা দুনিয়াবী এলম অর্জনের মাধ্যমে আলোকিত হয়। যদি দুনিয়ার এলেম ও কোরআন হাদিসের এলেম শিক্ষার দ্বারা এই দুইটি আলোই জ্বালানো যায় তবে সে দুনিয়ার এলেম দ্বারাও আল্লাহ্ কে চিনতে পারবে এবং ইসলামী হুকুমাতের উপর উঠে আসতে পারবে। আধুনিক ইসলামিক চিন্তাধারা ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রণয়ের লক্ষে ২০১৯ সালে প্রতিষ্ঠিত উদয় ইসলামিক মডেল স্কুলের শিক্ষা ব্যবস্থা মানুষের অন্তরের এই দুইটি আলোই জ্বালাতে পারবে বলে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন।
[৪] শায়খ মুনির তুরান হাফিজাহুল্লাহ জামিআ আরদে রুম বিশ্ববিদ্যালয়ে তাফসির এবং মাকাসিদে শরিয়া নিয়ে পড়াশোনা করেছেন। ছাত্রজীবনেই তিনি বদিউজ্জামান সাঈদ নূরসীর রাসায়েলে নুরের সাথে পরিচিত হন। পরবর্তীতে তিনি রাসায়েলে নুরের দাওয়াতি প্রচারে মনোযোগী হন। তিনি পঞ্চাশটিরও বেশি রাষ্ট্র সফর করেছেন।
[৫] আলোচনায় এ সময় আরও উপস্থিত ছিলেন তুরস্ক থেকে আগত ইসলামের দ্বায়ী মোহাম্মদ দাঊদ, উদয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উদয় ইসলামিক মডেল স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুর রহমান, উদয় ইসলামিক মডেল স্কুলের প্রিন্সিপাল মুফতি আব্দুল মুক্তাদির(দাঃবাঃ), ভাইস-প্রিন্সিপাল মাওলানা ফয়জুল্লাহ মাসুম(দাঃবাঃ) ও জেনারেল শাখার প্রধান জনাব রুহুল আমীন প্রমুখ।
জ:প্র:/০২-০১-২০২১/০৩
jsongjugnews@gmail.com / fb.com- @jshongjog / Twitter - jonosongjognews
পাঠকের মন্তব্য