সাহিত্য সংযোগ-কবিতা/জনসংযোগ.কম/০২-০২-২০২১
একটি স্বপ্নের অপমৃত্যু
। হেলেনা জাহাঙ্গীর ।
স্বপ্ন ছিলো ঘুরে দাড়াবার
জোড়া শালিকের মতো আমারও স্বপ্ন ছিলো
মুগ্ধতা নিয়ে থাকবার ।
হলো কই ? কারণে অকারণে পিছিয়ে দিলে
পেছন থেকে রুখে দিলে এগুনোর পথ ।
সেই তুমি, যে কিনা একদিন
ষোড়শী হৃদয়ে ঝড় তুলেছিলে ।
স্বপ্নের পর স্বপ্ন দেখিয়েছিলে, সেই তুমি অলিখিত দেয়াল তুলে
মাঝ পথে আটকে দিলে ।
আমার যাপিত জীবনের ষোল
আনাই মিছে করে দিয়ে
পেছন থেকে সরে গেলে তুমি ।
সেই শাপলা শালুক, সেই ঘাষ ফুল
সেই মন মাতানো মহুয়া ফুল, সবই আছে ।
আগের মতোন, নেই শুধু তুমি আমি
একটি স্বপ্নের অপমৃত্যু হয়েছিলো বলে ।
—————————————-
কবি,সমাজসেবী ও মিডিয়া ব্যক্তিত্ব হেলেনা জাহাঙ্গীরের টাইম লাইন থেকে সংগৃহীত । প্রকাশ- ৩১জানুয়ারি,২০২১
jsongjugnews@gmail.com / fb.com- @jshongjog / Twitter - jonosongjognews
পাঠকের মন্তব্য