সংযোগ খবর-অপরাধ/জনসংযোগ.কম/তারেক রহমানের কারাদন্ড/০৪-০২-২০২১
। সংযোগ খবর ডেস্ক।
বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে মানহানির মামলায় বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাবাসের আদেশ দেয়া হয়েছে।
নড়াইল জেলার পাবলিক প্রসিকিউটর এমদাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৪ সালে মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস, তারেক রহমানের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এই দণ্ডাদেশ দেন।
এমদাদুল ইসলাম জানানা, মামলায় অভিযোগ ছিল, ২০১৪ সালের ১৬ই ডিসেম্বর যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান শেখ মুজিবুর রহমানকে “রাজাকার” ও “পাকবন্ধু” হিসেবে উল্লেখসহ নানা অবমাননাকর কটূক্তি করেন।
পরে ওই বছরের ২৪শে ডিসেম্বর নড়াইলের আদালতে মানহানির মামলা করেন শাহজাহান বিশ্বাস।
——————————————————————–
০৪ফেব্রুয়ারী,২০২১ তারিখে প্রকাশিত বিবিসি বাংলা অনলাইন থেকে সংগৃহীত । সংগ্রহে- সংযোগ খবর ডেস্ক/জনসংযোগ.কম
jsongjugnews@gmail.com / fb.com - @jshongjog / Twitter- jonosongjognews
পাঠকের মন্তব্য