দৃষ্টি আকর্ষণ / চ্যানেল ডিজিটাল বাংলাদেশ / জনসংযোগ প্রতিবেদন/ ১২ফেব্রুয়ারী,২০২১
। দৃষ্টি আকর্ষণ ডেস্ক ।
‘অল দ্য প্রাইম মিনিষ্টার`স ম্যান’ প্রেস বিজ্ঞপ্তিতে প্রচুর তথ্যগত ভুল আছে এবং উদ্দেশ্যপ্রণোদিত হিসেবেও ইতিমধ্যে প্রমাণিত হয়েছে কারণ এর নেপথ্যে আওয়ামী লীগ বিরুধী সকল ক্যু-চক্রিদেরকেই এক সাড়িতে দেখা যাচ্ছে। এখানে আন্তর্জাতিক মানের কোন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সাংবাদিক নেই, এটিই সবচেয়ে বড় লক্ষণীয় বিষয়। তাই আন্তর্জাতিক মানের হলুদ সাংবাদিকতা হলেও আল জাজিরার এই প্রেস বিজ্ঞপ্তিটি ক্ষমতাসীন আওয়ামী লীগ বা সরকার প্রধানের জন্য একটি লেসন অবশ্যই হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যমের প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং ইতিমধ্যে গণমাধ্যমের স্বাধীনতা ও দেশের সাংবাদিকদের সুযোগ সুবিধার প্রতি যথেষ্ট মনযোগী হলেও তিনি এখন পর্যন্তও দেশের অভ্যন্তরে কোন আন্তর্জাতিক মানের গণমাধ্যম তৈরীতে কোন উদ্যোগ গ্রহণ করেননি। এই একটি কারনে আন্তর্জাতিক বিশ্বের গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে যখন তখন নিজেদের খেয়াল খুশি মত ডার্ক-প্লে করে দেশীয় সংবাদকর্মীদের হেয় করার চেষ্টা করে। দেশে আন্তর্জাতিক মানের বহু সিনিয়র সাংবাদিক থাকার পরেও শুধুমাত্র আন্তর্জাতিক মানের একটি গণমাধ্যমের অভাবে তারা তাদের অভিজ্ঞতা ও দূরদর্শিতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্যু-চক্র থেকে প্রটেক্ট করতে পারছেনা এমনকি আন্তর্জাতিক বিভিন্ন অন্ধকার মহলকেও তুলে ধরতে পারছেনা। শুধু তাই নয় দেশের অধিকাংশ মিডিয়া উদ্যোক্তাদের উদাসীনতা ও অতি ব্যবসায়িক মনোবৃত্তির জন্য দেশের বেশীরভাগ সাংবাদিকই প্রায় সবসময়ই থাকে নানা রকম জৈবিক হয়রানিতে। ফলে অভিজ্ঞতা ও দূরদর্শিতা থাকার পরেও তারা সম্মূখে অগ্রসর হয় ধীর গতিতে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর এবার সময় হয়েছে আসছে বাজেটে ন্যূনতম এক হাজার কোটি টাকা বাজেট ঘোষণা করে (PPP) এর আওতায় দেশে একটি আন্তর্জাতিক মানের গণমাধ্যম গড়ে তুলে আল জাজিরার হলুদ সাংবাদিকতার উপযুক্ত জবাব দিয়ে দেশীয় সাংবাদিকদের আন্তর্জাতিক মানে গড়ে তোলা। নাম দেওয়া যেতে পারে “চ্যানেল ডিজিটাল বাংলাদেশ”(CDB). আশাকরা যেতে পারে এই উদ্যোগই হবে আল জাজিরার সেই প্রেস বিজ্ঞপ্তির বিপরীতে সঠিক ব্যাক্ষা প্রদান করা সহ উপযুক্ত জবাব দেয়া। শুধু তাই নয় ভবিষ্যতে আল জাজিরা সহ অন্য যেকোন দেশী বিদেশী হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে রুখে দাঁড়াবে এই আন্তর্জাতিক চ্যানেল।
জ:/প্র:/১২-০২-২০২১
Email- desk@prnews1.com /
fb.com- @prnews1.com.bd /
Twitter- @jsongjog
পাঠকের মন্তব্য