জনসংযোগ প্রতিবেদন/জেনারেল আজিজ ও সাংবাদিক সামি/জনসংযোগ নিউজ/১২ফেব্রুয়ারী,২০২১
। জনসংযোগ প্রতিবেদন ।
[১] ফুটেজ ভিত্তিক কিছু কিছু ক্ষেত্রে তথ্য প্রমাণের জন্য জনসম্মুখে আল জাজিরার রিপোর্টের ব্যাক্ষা দিতে সেনাপ্রধান বাধ্য হলেও এক্ষেত্রে প্রধানমন্ত্রী বাধ্য নন বরং প্রধানমন্ত্রীর কাছেও এ বিষয়ে বিধি মোতাবেক ব্যাক্ষা দিতে সেনাপ্রধান বাধ্য হবেন । যারা এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে ব্যাক্ষা চাইছেন তারা তাদের জ্ঞান, বুদ্ধি ও বিবেচনার দারিদ্রতা প্রকাশ করছেন মাত্র । এটি চ্যানেল ওয়ান এর সম্প্রচার বন্ধের প্রতিবাদে তারেক রহমান, গিয়াস উদ্দিন আল মামুন ও কথিত সাংবাদিক সামি আহমেদের সম্মিলিত দীর্ঘ ক্যু- প্রচেষ্টায় আল জাজিরার মাধ্যমে বর্তমান সরকারের প্রতি একটি উদ্দেশ্য প্রণোদিত প্রতিশোধ মাত্র। যারা নিয়মিত মিডিয়াতে আছেন ও চ্যানেল ওয়ানে যাতায়াত করতেন বা মিডিয়া বিষয়ক সু-সম্পর্ক সেই চ্যানেলটির সাথে রেখেছিলেন তাদের আর যাইহোক মি. সামী আহমেদকে চিনতে বেশীক্ষণ লাগবেনা । তিনি তারেক রহমান সাহেবের খাস প্রতিনিধি কিন্তু তার সাথে বর্তমান সেনাপ্রধানের এত গভীর যোগাযোগের পেছনের রহস্য কি ? কিভাবে পরিচয় ঘটল তাদের সাথে ? তা অবশ্য ভাবনার বিষয়।
[২] এ বিষয়ে একটি ধারনা পাওয়া গেছে সম্প্রতি প্রচারিত নেত্র নিউজের এডিটর-ইন-চীফ মি. তাসনিম খলিলের নিজস্ব ইউটিউব চ্যানেল এর একটি সাক্ষাৎকারে যেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন স্বয়ং সামি আহমেদ ; (লিংক- youtube/Newzbd/aljajeera/Tasneemkhalil.)। সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের সাথে আপনার পরিচয় হলো কিভাবে? । নেত্র নিউজ এডিটরের এই প্রশ্নের জবাবে সামি আহমেদ জানান; ২০১৪ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তৎকালীন বিজিবি প্রধান ও বর্তমান আর্মি চীফ জনাব আজিজ আহমেদ হাঙ্গেরীর বুদাপেষ্টে একটি কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে বাংলাদেশের কোন হাইকমিশন ছিলনা বিধায় মি. সামির পরিচিত কোন একজন তাকে ফোন দিয়ে জেনারেল আজিজ সাহেবকে রিসিপশন সহ যাবতীয় দায়িত্ব পালন করতে অনুরোধ করেন এবং তার অনুরোধে মি. সামির এই দায়িত্ব পালন করতে যেয়েই জেনারেল আজিজ সাহেবের সাথে তার পরিচিতির শুভ সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে তাদের মাঝে ঘনিষ্ঠতা হয় ও ব্যবসা বাণিজ্য সহ আহমেদ পরিবারের অন্যান্য ভাইদের হাঙ্গেরীতে সেটআপ সহ দেখভালের দায়িত্ব নেন তিনি। প্রশ্ন হচ্ছে- সামির সেই পরিচিত একজনটা কে ? এই বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি এমনকি মি. তাসনিম খলিল এ বিষয়ে তাকে পাল্টা কোন প্রশ্নও করেননি। আমাদের অতিস্বত্তর জানা দরকার সেই পরিচিত একজনের সঠিক পরিচয় কি? তাহলে আমরা জানতে পারব যে জেনারেল আজিজ আহমেদ কোন স্বরযন্ত্রের শিকার ? নাকি সামির সাথে তার আরো আগে থেকেই গভীর সম্পর্ক ছিল!! বিষয়টি উদঘাটনের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
[৩] সবচেয়ে গুতুত্বপূর্ণ যে বিষয়টি বেড়িয়ে এসেছে এই সাক্ষাৎকারে তা হলো- মি. সামি দীর্ঘদিন জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস ও আনিস আহমেদের সাথে সংঘবদ্ধভাবে চলাচলের পরে জানতে পারেন যে তারা ভয়ানক সন্ত্রাসী ও দেশ সহ ইন্টারপোলের মোষ্ট ওয়ান্টেড ক্রিমিনাল। বিষয়টি জানার পর সামি তাদের চক্র থেকে বেরিয়ে আসতে উদ্যত হন। সামির দেয়া তথ্যসূত্রে- তিনি দেশকে ভালোবাসেন ও তাদের ফ্যামিলির আর্মি ব্যাকগ্রাউন্ড ছিল বিধায় তিনি দেশকে বাঁচাতে একজন নি:স্বার্থ দেশ প্রেমিক হিসেবে এই ক্রিমিনাল চক্রের আসল পরিচয় নিউজের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে তুলে আনার ব্যাপারে স্বিদ্ধান্ত গ্রহণ করেন এবং আল জাজিরার স্বরণাপন্ন হন। অর্থাৎ তিনি এই বিষয়টি নিয়ে যখন আল জাজিরার কাছে যান তখন তিনি আল জাজিরার স্থায়ী বা অস্থায়ী কোন সংবাদ প্রতিনিধি ছিলেননা। আরোও স্পষ্টভাবে বলা যায় শুরুতে আল জাজিরার কাছে সামি নিজের তৈরী একটি প্রেস বিজ্ঞপ্তি নিয়ে গিয়েছিলেন যেভাবে আমাদের দেশের গণমাধ্যমগুলোতেও বিভিন্ন কর্পোরেট হাউস ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রেস বিজ্ঞপ্তি আসে। এগুলোর মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান থাকে যারা ইন-হাউসে নিয়মিত বিজ্ঞাপন বা ডোনেট করে থাকেন। এ সকল প্রতিষ্ঠানগুলোকে ইন-হাউস একটু বেশিই সেবা দিয়ে থাকে।
[৪] এ প্রসঙ্গে মি. তাসনিম খলিল সামিকে পরবর্তী প্রশ্ন করেন- বিশ্বে এত এত চ্যানেল থাকতে আপনি আল জাজিরার কাছে কেন গেলেন? এ বিষয়ে সামীর এক কথায় স্পষ্ট উত্তর ছিল- আল জাজিরা ছাড়া অন্য কোন চ্যানেল তথা বিবিসি বা সিএনএন এই বিষয়টি আমলে নিয়ে প্রচার করবেনা তাই তিনি আল জাজিরার কাছে যান। মি. সামির এই বক্তব্যে এইটুকু স্পষ্ট যে, ‘অল দ্য প্রাইম মিনিষ্টার`স ম্যান’ প্রতিবেদনটি আল জাজিরার পূর্ব পরিকল্পিত ইন-হাউস কোন মেটার ছিলনা অর্থাৎ সামির দেয়া তথ্য সম্বলিত প্রেস বিজ্ঞপ্তির উপর ভিত্তি করেই আল জাজিরা এই প্রতিবেদনটির নির্মাণ শুরু করে। এমনকি এই বিষয়ের জন্য গণমাধ্যমের স্বাভাবিক নিয়ম নীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সামীকে তৎক্ষণাৎ আল জাজিরায় ভাড়াটে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সামির দেয়া তথ্যসূত্রেই এখানে আরও একটি বিষয় স্পষ্ট হয় যে, আল জাজিরায় নিয়োগ প্রাপ্তির পরে তিনি এ বিষয়ে তেমন কোন গোপন ফুটেজ সংগ্রহ করতে পারেননি কারন এরই মধ্যে আহমেদ গ্রুপের সাথে তার যোগাযোগ মোটামুটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি এও বলেছেন যে জেনারেল আজিজ সাহেব তাকে থ্রেড দিয়ে ইমেলও পাঠিয়েছিলেন। অত:পর তাদের মধ্যে আর কোন ভালো সম্পর্ক ত দূরের কথা মোটামুটি সম্পর্কও থাকতে পারেনা।
[৫] সুতরাং সামির দেয়া বেশীরভাগ গোপন ভিডিও ফুটেজগুলো আল জাজিরায় প্রেস বিজ্ঞপ্তি হিসেবে দেওয়ার আগে থেকেই আহমেদ গংয়ের সাথে তার পরিকল্পিত মুভমেন্ট চলছিল যা আহমেদ গংয়ের অজানা ছিল। পরিচয়ের ছয় মাস পরে হারিসের কার্যকলাপ দেখতে দেখতে সামি তাদেরকে চিনেছেন তা নয় বরং আরো বহু আগে থেকেই অন্য অনেকের চেয়ে সামি ভালো করেই জানতেন আহমেদ পরিবারের কালো অধ্যায়ের বিষয়ে। দুই যুগেরও বেশী সময় ধরে দেশে বিদেশে একযোগে আলোচিত আহমেদ পরিবারের কালো অধ্যায়ের গল্প দেশের প্রান্তিক পর্যায়ের অশিক্ষিত মুর্খরাও জানে বিস্তারিত। এমনকি জোসেফকে মহামান্য রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা ঘোষণা করে মুক্তিদানের বিষয়টিও দেশে ব্যাপক আলোচিত। সেখানে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের অতি ঘনিষ্ঠ ও এক সময়ে চ্যানেল ওয়ান প্রতিষ্ঠার মাধ্যমে তখন দেশীয় মিডিয়ায় আর এখন আন্তর্জাতিক মিডিয়ায় দাপটে বেড়ানো মি. সামি নিজে আহমেদ পরিবারকে একেবারেই চিনতেন না বা জানতেন না এই বিষয়টি নিতান্তই হাস্যকর। সে সময় দেশের অভ্যন্তরে বিদেশী শিল্পীদের নিয়ে ইভেন্ট আয়োজনের বিষয়ে সামি ছিলেন অন্যতম। আসলে সম্পূর্ণ বিয়টিই সামি গংদের পূর্ব পরিকল্পিত। তাই সামির সেই পরিচিত এক জনের পরিচয় জানা অতীব জরুরী যিনি এই পরিকল্পনায় সামির নেপথ্যে গ্রন্থনা ও পরিকল্পনায় এবং আল জাজিরায় সামির দেয়া এই প্রেস বিজ্ঞপ্তিকে ইয়েলো জার্নালিজম ষ্টোরী আকারে নির্মাণ ও প্রচারের ডোনার হিসেবে রয়েছেন এখনও পর্দার আড়ালে।
জ:প্র:/১২-০২-২০২১
jsongjugnews@gmail.com / fb.com- @jshongjog / Twitter- jonosongjognews /
——————————————–
বি:দ্র:- গত ৩০জানুয়ারী,২০২১ তারিখে দেশীয় সাংবাদিকদের জৈবিক হয়রানি প্রসঙ্গে জনসংযোগ নিউজে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এই প্রতিবেদনে দেশের গণমাধ্যম ও সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপটের সঠিক ও সত্য তথ্যচিত্র তুলে ধরা হয়েছে।
(শিরোনাম- গণমাধ্যম, গণমানুষের প্রধান সেবা শিল্প-উদ্যোক্তাদের প্রধান আয়ের উৎস নয়) নিউজ লিংক- https://www.jonosongjognews.com/620 )
প্রস্তাবিত প্রতিবেদনটি পড়ার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। ধন্যবাদ
পাঠকের মন্তব্য