গণমাধ্যম সংযোগ/জনসংযোগ নিউজ/৩মার্চ,২০২১
। নাঈমুল ইসলাম খান ।
[১] দেশে আইসিইউ বরাদ্দ কঠোর নীতিভিত্তিক করলে এর চলমান অভাব/সংকট অনেকখানি কমবে।
[২] অনেক রোগী, পরিচয় ও প্রভাব খাটিয়ে আইসিইউতে অবস্থান করছেন কিন্তু সেখানে হাইফ্লো অক্সিজেন ছাড়া তার কিছুই প্রয়োজন হচ্ছে না। এমন রোগীকে আইসিইউ ছেড়ে দিতে হবে।
[৩] যে সমস্ত রোগী অত্যন্ত ক্রিটিক্যাল এবং হাইফ্লো অক্সিজেন ছাড়াও আইসিইউর অন্যান্য সাপোর্ট দরকার কেবল তারাই সেটা পাবেন এবং থাকবেন এই হোক নীতি।
[৪] যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের উন্নত দেশগুলোতে আইসিইউ এবং ভেন্টিলেটর বরাদ্দে সার্বজনীন নীতিমালা অনুসরণ করা হয়।
[৫] টাকা অথবা প্রতিপত্তি আছে তার ভিত্তিতে অপ্রয়োজনে আইসিইউ দখল করার প্রবণতা রোধ করতে হবে।
অনুলেখক: ফাহমিদা তিশা
রচনার তারিখ: ২ এপ্রিল ২০২১
……………………………………..
সূত্র- গত ২ এপ্রিল ২০২১ তারিখে প্রকাশিত সম্পাদক নাঈমুল ইসলাম খানের টাইমলাইন থেকে সংগৃহীত
jonosongjognews@gmail.com / fb.com- @jshongjog / Twitter- jonosongjognews
পাঠকের মন্তব্য