জনসংযোগ প্রতিবেদন / জনসংযোগ নিউজ / ৩এপ্রিল,২০২১
। জনংযোগ নিউজ ডেস্ক ।
আবারও লক ডাউনের কবলে পড়তে যাচ্ছে দেশ । আগামী সোমবার থেকে দ্বিতীয় দফায় টানা সাতদিনের জন্য সরকার পূঁণরায় লক ডাউনের ঘোষনা দিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার নিজ বাসভবনে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জনিয়েছেন লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিল্প-কলকারখানা চালু থাকবে । তিনি আরও জানান, লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। শিল্পকলকারখানাও খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে, ভিন্ন ভিন্ন শিফটিংয়ের মাধ্যমে কলকারখানায় কাজ করতে পারবে।
জ:প্র:/ ৩এপ্রিল,২০২১
jonosongjognews@gmail.com / fb.com- @jshongjog / Twitter- jonosongjognews
পাঠকের মন্তব্য