www.prnews1.com
সংক্ষিপ্ত বিবরনী
জনসংযোগ নিউজ মূলত একটি তথ্য ও সংস্কৃতি বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল । এখানে দেশ বিদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন খবর/আর্টিকেল/কলাম/ফিচার প্রকাশ করা হয়ে থাকে । অনুসন্ধানী পাঠক/লেখক সহ বাংলাদেশ তথ্য ও সংস্কৃতি মৈত্রী পরিষদের যে কোন সদস্যকে এই পোর্টালে লেখনীর মাধ্যমে তাদের মত প্রকাশের সুযোগ দেয়া হয়ে থাকে । অত্র প্রকাশনা কোন নেতীবাচক/বিতর্কিত লেখকের কোন লেখা কখনই প্রকাশ করেনা, এমনকি তাদেরকে প্রশ্রয়ও প্রদান করেনা । এক ঝাঁক প্রফেশনাল,অভিজ্ঞ ও সুস্থধারার সংবাদকর্মী ও লেখকদের নিয়েই এর পথচলা শুরু ।
আধুনিক সভ্যতা,চাহিদা ও বর্তমান জন-রুচী বিবেচনা করে সংশ্লিষ্ট শীর্ষ মহলের দৃষ্টি আকর্ষণ পূর্বক সুস্থধারার সংবাদ ও স্বাধীন মতবাদ পরিবেশনে ইতিবাচক পরিবর্তন ঘটানোই এই প্রকাশনার মূখ্য উদ্দেশ্য ।
‘‘দৃষ্টি আকর্ষন” অত্র প্রকাশনার সবচেয়ে উল্লেখযোগ্য বিভাগ । রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে কোন বিষয় সহ জন-চাহিদা,প্রয়োজন ও সরাসরি সহযোগীতা প্রাপ্তিতে সরকার ও সাধারন জনগণের মাঝে বিশেষ সেতু বন্ধন তৈরি করাই এই বিভাগের প্রধান কার্য । জনসংযোগ নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একদিন হবে জনতার প্রধান মূখপাত্র, সেই প্রত্যাশায় সকলের সহযোগীতা একান্ত কাম্য ।
বিবরনী – দৃষ্টি আকর্ষণ বিভাগ
দেশের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য জনসংযোগের “দৃষ্টি আকর্ষণ” বিভাগ একটি ব্যতিক্রমী উদ্যোগ । শুধু সাধারণ মানুষই নয় মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তদের মাঝেও অনেকেই প্রতিনিয়ত সঠিক গাইড লাইনের অভাবে বঞ্চিত হচ্ছে সরকারী / বেসরকারী বিভিন্ন উদ্যোগ ও সেবা থেকে, এমনকি প্রতারিতও হচ্ছে বেশীরভাগ ক্ষেত্রে । বিভিন্ন প্রটোকল ও ফরমাল কারনে বেশীরভাগ ক্ষেত্রেই অনেকের পক্ষেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও ভিআইপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করা তাদের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়ায় । ইদানিং বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বিভিন্ন বিষয়ে সরকারী / বেসরকারী কর্তৃপক্ষের ইতিবাচক ব্যবস্থা গ্রহণ/উদ্যোগ থাকা স্বত্বেও শুধুমাত্র সঠিক সময় সঠিকভাবে তাদের দৃষ্টিগোচর না হওয়ার দরুণ সংশ্লিষ্ট ব্যক্তি/ প্রতিষ্ঠানকে ভূগান্তিতে পড়তে হয় । এসব বিষয়ে প্রতিনিয়তই সংবাদ প্রচারের মাধ্যমে দেশের গণমাধ্যমগুলো মুখ্য ভূমিকা রাখছে । সেই ধারাবাহিকতায় জনসংযোগ নিউজের “দৃষ্টি আকর্ষণ” বিভাগ, মানবকল্যণের তরে একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র ।
এই বিভাগের মাধ্যমে প্রেরকের প্রেরিত যে কোন পরিকল্পনা / মন্তব্য / চিন্তাভাবনা / সমস্যা / কৃতজ্ঞতা প্রকাশ / অভিযোগ যথার্থ বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তপক্ষের সহিত সরাসরি যোগাযোগ করে তাদের বক্তব্য বা স্বিদ্ধান্ত সহ বিস্তারিত প্রকাশ করা হবে জনসংযোগ পোর্টাল ও নিউজ পেইজে ।
প্রয়োজনে গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় এ সকল বিষয়ে পরবর্তীতে ধারাবাহিক ফলোআপ করা হবে । জনসংযোগের “দৃষ্টি আকর্ষণ” বিভাগের মাধ্যমে উর্ধ্বতন সহ সরকারী ও বেসরকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দেশের সাধারণ মানুষের একটি সহজ সেতুবন্ধন তৈরি হবে, এই মর্মে দৃঢ়চিত্তে আশাবাদ ব্যক্ত করা যেতে পারে । এ ব্যাপারে যে কেউ লেখা পাঠাতে পারবেন শুধুমাত্র নিম্নে বর্ণিত ই-মেইল আইডিতে । লেখাগুলো অবশ্যই Unicode ফরমেটের হতে হবে ।
বি:দ্র: - “দৃষ্টি আকর্ষণ” সার্ভিস প্রধানের জন্য জনসংযোগ নিউজ সবসময় বাধ্য নয় । যদি প্রেরকের প্রেরিত বিষয় অর্বাচীন বা ব্যক্তি স্বার্থের বা সুযোগ সন্ধানী বিষয়ক হয় তাহলে সেগুলো সরাসরি বাতিল বলে গণ্য হবে ।
সংক্ষিপ্ত বিবরণী : জনসংযোগ প্রতিবেদন
এই বিভাগে জনসংযোগ নিউজ ডেস্ক কর্তৃক সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় সংগৃহীত বিষয় ভিত্তিক সংবাদ প্রকাশ করা হয়ে থাকে । জনসংযোগ নিউজ এর স্থায়ী/অস্থায়ী অফিসিয়াল নিয়োগ প্রাপ্ত সংবাদ প্রতিনিধিদের মাধ্যমে এ সকল সংবাদ সংগ্রহ হয়ে থাকে ।
সংক্ষিপ্ত বিবরণী : সংযোগ খবর
এই বিভাগে দেশ বিদেশের নির্ভরযোগ্য ও স্বনামধন্য বিভিন্ন সংবাদ সংস্থা ও গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদগুলো সূত্র সংযোগ আকারে প্রকাশ করা হয়ে থাকে । সময় স্বল্পতা ও কর্মময় ব্যস্ততার কারনে বর্তমানে বেশীরভাগ পাঠকগণই দেশ বিদেশের সকল গণমাধ্যমে সবসময় চোখ রাখতে পারেননা । জনসংযোগ নিউজের সংযোগ খবর বিভাগ তাদের এ সকল সমস্যা সমাধানে প্রধান ভূমিকা পালন করবে অর্থাৎ এই বিভাগের মাধ্যমে যে কোন পাঠক একযোগে দেশ বিদেশের উল্লেখযোগ্য গণমাধ্যমগুলোর প্রধান প্রধান সংবাদ/কলাম/ফিচারগুলো এক ঝলকে এক সঙ্গে দেখতে বা পড়তে পারবে ।
এই বিভাগে প্রধানত- বিবিসি, সিএএন, রয়টার্স, বাংলাদেশ সংবাদ সংস্থা, আনন্দবাজার পত্রিকা (কলকাতা, সহ দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, দৈনিক যায়যায়দিন, দৈনিক সমকাল, দৈনিক কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক বণিক বার্তা, ডেইলী ষ্টার ও ডেইলী সান সহ দেশীয় অন্যান্য উল্লেখযোগ্য দৈনিক ও ম্যাগাজিনগুলোর প্রধান প্রধান সংবাদগুলো কপিরাইট করে সূত্র সংযোগ আকারে প্রকাশ করে থাকে ।
এছাড়াও দেশী বিদেশী বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত বিভিন্ন সংবাদ/টক-শো/অনুষ্ঠান পর্যালোচনা করে সূত্র সংযোগে সংবাদ/প্রতিবেদন প্রকাশ করে থাকে । দেশ বিদেশের এ সকল গণমাধ্যমগুলোর মাধ্যমে প্রকাশিত সংবাদের জনমনে বিশেষ গ্রহণযোগ্যতা থাকায় পাঠকগণের কাছে জনসংযোগ নিউজের এই বিভাগটি বেশ ইতিবাচক ভূমিকা রাখবে, এই মর্মে আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে ।
অন্যান্য বিভাগ সমূহ : জনসংযোগ নিউজ
সম্পাদকীয় | প্রধান সংবাদ | দৃষ্টি আকর্ষণ ও মন্বব্য প্রতিবেদন | সংযোগ খবর ও ফিচার | সংযোগ কলাম ও সাক্ষাৎকার | অপরাধ ও দূর্ণীতি | সরকার ও রাজনীতি | জাতীয় ও আন্তর্জাতিক | গুড নিউজ | সংস্কৃতি ও গণমাধ্যম | রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী | মন্ত্রী পরিষদ ও সচিবালয় | বাণিজ্য ও অর্থনীতি | শিক্ষা ও সাহিত্য | ইতিহাস ও জানা অজানা | কৃষি ও জনস্বার্থ | ট্যুরিজম এন্ড ট্রাভেলস | লাইফষ্টাইল ও খেলাধুলা | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ | মানবতা ও ধর্ম | বিনোদন ও খেলাধুলা | বাণী ও শুভেচ্ছা | খোলা মন্তব্য ও স্মৃতিচারণ | বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি | বিজ্ঞাপন ও প্রেস বিজ্ঞপ্তি ।
বি:দ্র: - পৃথক পৃথক ভাবে উপরোক্ত প্রতিটি বিষয়েই বছরব্যাপী বিভিন্ন সময়ে ঘোষিত তারিখ অনুযায়ী পর্যায়ক্রমে জনসংযোগ সাময়িকী তথা প্রিন্ট ম্যাগাজিন প্রকাশ করা হবে ।
জনসংযোগ সাময়িকী
সংক্ষিপ্ত বিবরণী :
জনসংযোগ নিউজ মোট ২৩ টি বিভাগ নিয়ে গঠিত । প্রতিটি বিভাগেই একযোগে বিভিন্ন খবর/আর্টিকেল নিয়মিত আপলোড/প্রকাশ হতে থাকবে । বিভিন্ন বিভাগে প্রকাশিত বিভিন্ন বিষয় নিয়ে সময়ে সময়ে সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রায় (১০০-১৫০) পৃষ্ঠার একটি প্রিন্ট ম্যাগাজিন প্রকাশ হবে যা জনসংযোগ সাময়িকী নামে পাঠকদের হাতে বাণিজ্যিক ভিত্তিতে পৌঁছানো হবে । সে অনুযায়ী বিধি মোতাবেক সরকারী অনুমোদন প্রাপ্তির পর প্রকাশিত হবে “স্বাস্থ্য ও পরিবার কল্যাণ” বিষয়ে জনসংযোগ সাময়িকীর প্রথম সংখ্যা, এই মর্মে দৃঢ়চিত্তে আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে । এই সংখ্যাটিকে করোনা সংখ্যাও বলা যেতে পারে । এছাড়াও প্রতিটি বিষয় ভিত্তিক সংখ্যার মাঝে “সময়ের দেশ” ও “সময়ের বিশ্ব” নামের দুটি বিভাগে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিভিন্ন বিষয়েও থাকবে বিশেষ প্রতিবেদন/আর্টিকেল/ফিচার ।
বিষয় ভিত্তিক লেখা পাঠাতে নিচের ই-মেইলটি ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে ।লেখা প্রদানের সঙ্গে লেখকের নির্ভরযোগ্য পরিচয়পত্র/বিস্তারিত (ছবি)সহ সংযুক্ত থাকা বাধ্যতামূলক বলে গণ্য হবে ।
Email- desk@prnews1.com / jonosongjognews@gmail.com
SMS send – FB/@PRNEWS1.COM.BD/ Twitter - @jsongjog
বি:দ্র: - জনসংযোগ নিউজের তালিকাভুক্ত প্রত্যেক লেখক / কলামিষ্টদের প্রকাশিত প্রতিটি লেখার বিপরীতে আলোচনা সাপেক্ষে বিশেষ সম্মানি প্রদান করা হবে ।
——————————————————-
সম্পাদক মন্ডলী পরিচিতি
উপদেষ্টা সম্পাদক
জাহিদুজ্জামান সাঈদ
সাবেক কর্মস্থল
দৈনিক কালের কন্ঠ | দৈনিক যায়যায়দিন | দৈনিক মানবজমিন | দৈনিক আমাদের অর্থনীতি
01731677220
——————————————————
সম্পাদক ও প্রকাশক
এম আনিছুর রহমান
সাবেক কর্মস্থল
দৈনিক যায়যায়দিন | দৈনিক আমাদের অর্থনীতি । দৈনিক ভোরের ডাক
01715299662
নির্বাহী সম্পাদক
সাদেক সামী
সাবেক কর্মস্থল
দৈনিক যায়যায়দিন| দৈনিক কালের কন্ঠ
——————————————————
প্রধান বার্তা সম্পাদক
আশিক আলম
সাবেক কর্মস্থল
সম্পাদক - মাসিক ন্যায়দন্ড ।
——————————–
ব্যবস্থাপনা সম্পাদক
মো: আরিফুর রহমান
সাবেক কর্মস্থল
সহকারী পরিচালক (পিআর)
ইস্টার্ণ ইউনিভার্সিটি, ঢাকা ।
Contact Details
EDITORIAL OFFICE
House-23, Road-02, Sector-11, uttara model town, Dhaka-1230.
01712654187, 01798288069.
DIVISIONAL OFFICE, MYMENSINGH
216, Kathgula Bazar, Mymensingh City Corporation.
01712654187, 01798288069.
Email-
desk@prnews1.com
jonosongjognews@gmail.com
জ:/বি:/১০/০৯/২০২১
পাঠকের মন্তব্য