। সংযোগ খবর।
খ্যাতিমান কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এই রক আইকন স্মরণে আজ সন্ধ্যায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম মিউজিশিয়ান ক্লাব। সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে এ আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, দেশীয় সংগীতে আইয়ুব বাচ্চু নতুন এক মাত্রা এনে দিয়েছেন। তার গান শুনে কয়েক প্রজন্মের বেড়ে ওঠা। একই সঙ্গে তার হাত ধরে অনেক শিল্পী ও মিউজিশিয়ান পা রাখার সুযোগ পেয়েছেন গানের ভুবনে। সংগীতে তার যে অবদান, তা কখনও ভুলে যাওয়ার নয়। সৃষ্টির মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন যুগের পর যুগ। তাই নন্দিত এই সংগীত স্রষ্টার মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ এবং আত্মার মাগফিরাত কামনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।
২০১৮ সালের এই দিনে অগণিত সংগীতপ্রেমীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন আইয়ুব বাচ্চু। কয়েক দশকের সংগীত জীবনে তিনি অসংখ্য গান উপহার দিয়েছেন। সেই সুবাদে জয় করেছেন অগণিত শ্রোতার হৃদয়।
সূত্র - somokal.com/ স:খ:/জ:নি:
পাঠকের মন্তব্য