। নাঈমুল ইসলাম খান ।
[১] সাংবাদিকতায় তথ্য চুরি করার অধিকার আছে? তথ্য সংগ্রহে Buy, Beg, Steal এর মানে কী ?
[২] সাংবাদিকতার প্রয়োজনে, জনস্বার্থে তথ্য চুরি বৈধ্য এ কথা অনেকে বলেন। এ উক্তিতে অনেকখানি সত্যতা থাকলেও এ নীতির শর্তহীন ও লাগামহীন ব্যবহার সাংবাদিকতার বুঁনিয়াদী শিক্ষায় অনুমোদিত নয়।
[৩] সাংবাদিকতা একটি মর্যাদাপূর্ণ পেশা এবং একটি সংবাদ লেখার আগে অর্থাৎ রচনার আগে নিউজ গ্যাদারিং অর্থাৎ তথ্য-উপাত্ত সংগ্রহের সুপ্রতিষ্ঠিত প্রটোকল বা প্রক্রিয়া রয়েছে।
[৪] সাংবাদিককে সাধারণত তেমন স্বচ্ছ ও বৈধ পদ্ধতিতেই তথ্য-উপাত্ত, মতামত সংগ্রহ করতে হয় এবং হবে। একজন সাংবাদিক সশরীরে চুরি (Steal) করে তথ্য, নথিপত্র সংগ্রহ করবেন এ প্রক্রিয়াকে সাংবাদিকতায় উৎসাহিত করা হয় না।
[৫] বিশেষ জনস্বার্থে কেউ অত্যন্ত বিরল ব্যতিক্রম হিসেবে কখনও চুরি (Steal) করলেও এর জন্যে কোনো সমস্যায় পড়লে সাংবাদিক হিসেবে নয় বরং ব্যক্তি হিসেবে তাকে এ চুরির পরিণতি মেনে নিতে প্রস্তুত থাকতে হবে।
[৬] ওয়াটার গেইট প্রতিবেদন সহ দেশ-বিদেশের সেরা অনুসন্ধানী প্রতিবেদন চুরি করা তথ্যের ভিত্তিতে নির্মিত নয়, নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য দিয়ে রচিত।
[৭] সাংবাদিক দীর্ঘ পরিশ্রমী প্রচেষ্টায়, পারস্পরিক আস্থার ভিত্তিতে দামী সূত্র তৈরি করবেন কিংবা হুইসেল ব্লোয়ারের সাহায্য পাবেন, কিন্তু সশরীরে সিঁদ কেটে চুরি করার মতো করে তথ্য সংগ্রহ করা সাধারণত মর্যাদাপূর্ণ সাংবাদিকতার অংশ নয়। জুলিয়ান এসাঞ্জের গুরুত্বপূর্ণ আলোড়ন তোলা এক্সপোজেগুলো একারণেই সাংবাদিকতার মর্যাদা পায় না।
(সম্পাদক নাঈমুল ইসলাম খানের এফবি পেইজ থেকে সংগৃহীত) অনুলিখনঃ জেরিন আহমেদ
জ:নি:/গ:স:
পাঠকের মন্তব্য