। স্বপ্না গুলশান ।
শাকিল আহমেদের বিরুদ্ধে তার প্রেমিকা ডাক্তার তৃণা ইসলামের আনা ধর্ষণের অভিযোগই একমাত্র অভিযোগ নয়। এমন হাজারো অভিযোগ আছে এই শাকিল আহমেদের বিরুদ্ধে। ৭১ টিভির এই চরম মীরজাফর মিচকা শয়তান শাকিল আহমেদ ও তার পালিত অগনিত মক্ষ্মীরাণী নাজনীন মুন্নী, ঝুমুরবারী, ফারহানা রহমান, ফারজানা রুপা সহ আরো অনেকে একজোট হয়ে একুশে টিভিতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল।
২০০৬/২০০৭ সালের কথা। সে সময়ে একুশে টিভিতে জয়েন করলে আমাকে এসাইনমেন্ট না দিয়ে , কোনঠাসা করে বসিয়ে রেখে নানা ষড়যন্ত্র করে অযোগ্য প্রমাণ করার চেষ্টা করেছিল শাকিল ও তার মক্ষ্মীরাণী বাহিনী । দুর্নীতি আর দলবাজী করে এই শাকিল একুশেতে এত বেশি প্রভাবশালী হয়ে উঠেছিল যে তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তো দুরের কথা - মুখ খোলার সাহসও ছিলনা কারো। আমার জানামতে, শাকিল আহমেদ প্রচন্ড সংকীর্ণ, হীনমন্য, দু:শ্চরিত্রবান ও চরম নীতিহীন একজন সাংবাদিক । আমার সে সময়ের একুশের নীতিবান অনেক সহকর্মী এটা জানেন এবং একমত হবেন ।
আবারো প্রমাণ হলো - পাপ বাপকেও ছাড়েনা । আল্লাহর বিচারই সঠিক ও ন্যায্য বিচার, তবে একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হয় । চরম সত্য কথা হলো হিংসা , ষড়যন্ত্র পতনের মুল । আল্লাহর অশেষ রহমতে আজ আমি কোথায় আর ওরা কোথায়!
(বর্তমানে অষ্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত ২১শে টিভির সাবেক সিনিয়র সাংবাদিক সপ্না গুলশানের এফ,বি টাইমলাইন থেকে সংগৃহীত)। প্রকাশ - ৬ নভেম্বর ২০২১।
গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখেছে ৭১
তবে কাকতলীয় হলেও আশার কথা হচ্ছে ৭১ টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে হওয়া মামলার বিষয়টি ‘অত্যন্ত গুরুত্বের’ সঙ্গে খতিয়ে দেখছে বেসরকারি টেলিভিশন চ্যানেলটির কর্তৃপক্ষ। গত ৫ নভেম্বর শুক্রবার ওই টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে।
একাত্তর টিভির খবরে বলা হয়, ৩ নভেম্বর এক নারী রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন। এর পরের দিন ৪ নভেম্বর ওই নারী গুলশান থানায় শাকিলের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করছে। একাত্তর টেলিভিশনও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। সূত্র - দৈনিক প্রথম আলো -
সংযোগ খবর/জনসংযোগ নিউজ
পাঠকের মন্তব্য