। কবীর চৌধুরী তন্ময়।
অনেকে মনে করেন, বিএনপি মানেই বিনোদন। সিনিয়র নেতা থেকে জুনিয়র নেতাদের মধ্যে এই বিনোদন বিদ্যমান। বিএনপির অনেক নেতা একাডেমিকভাবে খালেদা জিয়ার চেয়ে শিক্ষিত হলেও বিনোদনের ক্ষেত্রে এরা খালেদা-তারেক জিয়ার চেয়েও কম নয়।
এই যেমন, সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান আর নাহিদের বিরুদ্ধে মামলা করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিট ইতিহাসটাকেই বিকৃতি করে লিখিতভাবে উল্লেখ করেছে!!
যেমন, ২০০৯ সালের ১৯ জুন বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ মুক্তিযোদ্ধা ডা. এম এ সালামের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিত রায়ে বলেন, ”জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক”।
সেইসঙ্গে আদালত জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উপস্থাপন করে প্রকাশিত “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র”-এর তৃতীয় খণ্ড বাতিল ঘোষণা করেছে। এই খণ্ডটি দেশ-বিদেশের সব স্থান থেকে বাজেয়াপ্ত ও প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয়।
এ বাজেয়াপ্তের আদেশ যথাযথভাবে কার্যকর করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের রায়ে বলা হয়, যারা এরকম ইতিহাস বিকৃতির সঙ্গে জড়িত তারা সংবিধান লংঘন করেছে। যারা বিকৃত ইতিহাস রচনা করেছেন সেই প্রত্যয়ন কমিটির বিরুদ্ধে ধোকাবাজি ও সংবিধান লংঘনের অভিযোগে সরকার চাইলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।
এদিকে, ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫০ অনুচ্ছেদের দিকে তাকালে দেখবেন, চতুর্থ তফসিলে উল্লেখ আছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের একটি ক্রান্তিকালীন অস্থায়ী বিধান হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃত হবে। চতুর্থ তফসিলের ৩(১) অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, “১৯৭১ সালের ২৬শে মার্চ হইতে এই সংবিধান-প্রবর্তনের তারিখের মধ্যে প্রণীত বা প্রণীত বলিয়া বিবেচিত সকল আইন, স্বাধীনতার ঘোষণাপত্র বা যে কোনও আইন হইতে আহরিত বা আহরিত বলিয়া বিবেচিত কর্তৃত্বের অধীন অনুরূপ মেয়াদের মধ্যে প্রযুক্ত সকল ক্ষমতা বা কৃত সকল কার্য এতদ্বারা অনুমোদিত ও সমর্থিত হইল এবং তাহা আইনানুযায়ী যথার্থভাবে প্রণীত, প্রযুক্ত ও কৃত হইয়াছে বলিয়া ঘোষিত হইল।”
আর এখানে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ.এস.এম. বদরুল আনোয়ার মামলার অভিযোগপত্রে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে শুধু ইতিহাস বিকৃতিই নয়, সংবিধান লংঘন ও আদালত অবমাননা করেননি..?
বিএনপির নেতাকর্মীদের উচিত কিছুটা স্টাডি করা। যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের লেখা ‘Bangladesh Era Of Sheikh Mujibur Rahman’ গ্রন্থটি একটু কষ্ট করে পড়লেই বুঝতে পারার কথা যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।
আবার কর্নেল (অব.) অলি আহমেদের বই Revolution, Military Personnel and The War of Liberation in Bangladesh-এ খোঁজে পাবেন, জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বিষয়টি জেনারেল জিয়াউর রহমানকে অবহিত করেন কর্নেল (অব.) অলি আহমেদ যা পরবর্তী সিনিয়র অফিসার হিসেবে জিয়াউর রহমান নিজেই সত্যায়িত করেছেন। সেখানে উল্লেখ আছে, কর্নেল (অব.) অলি আহমেদের চাকরিকালীন বার্ষিক গোপনীয় প্রতিবেদনে অলি আহমদ সম্পর্কে ব্রিগেড কমান্ডার মীর শওকত আলী লিখেছেন- ‘He in fact was the first officer who took risk and on his own initiatives informed Gen. Ziaur Rahman regarding Declaration of Independence on night 25/26 March 71.’
আমি মনেকরি, ব্যক্তিবিশেষের অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ না করে সকল অশ্লীলতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত। যেভাবে ওয়াজ মাহফিলে নারীদের নিয়ে অশ্লীল বক্তব্য দেওয়া হয়েছে, নারী বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে—আমরা কতজন ওইসব অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন…।
আবার বিএনপির কতিপয় সংসদ সদস্যের অশ্লীলতার ভিডিও রেকর্ড আজও ইউটিউবজুড়ে পাওয়া যায়। অ্যাডভোকেট পাপিয়া, শাম্মী আক্তারসহ যারা মহান সংসদে দাঁড়িয়ে অশ্লীল বক্তব্য দিয়েছে—আপনারা কতজন আজকের তরুন প্রজন্ম তাদের অশ্লীল বক্তব্য শুনেছেন বা দেখেছেন কিংবা ওই অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন—নিজেকে প্রশ্ন করুন।
সাম্প্রতিক বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যেভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে নোংরা, কদর্য, ব্যক্তিগত আক্রমণাত্মক ও অশ্লীল মন্তব্য করেছেন—আপনারা কেউ তো তখন কোনো প্রতিবাদ করেননি, আলালের অশ্লীলতার বিরুদ্ধে মামলা করেননি!!
শুধু বেছে বেছে একক কোনো ব্যক্তি’র অশ্লীলতা বা অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ—সুফল বয়ে আনবে না। সকল অশ্লীলতার, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সমালোচনা-প্রতিবাদ করার দায়িত্ব নিতে হবে।
লেখক-
প্রেসিডেন্ট, বাংলাদেশ অনলাইন এক্টিভিষ্ট ফোরাম।
kabir_tanmoy@yahoo.com
(১৩ডিসেম্বর প্রকাশিত লেখকের ভেরিফাইড এফবি পেজ থেকে সংগৃহীত)
রা:স:/জ:নি:
◆◆◆
ভিশন অব জনসংযোগ নিউজ
বিস্তারিত > https://www.jonosongjognews.com/753
পাঠকের মন্তব্য