একটা শান্ত বিকেল
। মোহিত উর রহমান শান্ত ।
একটা গল্পের বিকেল চেয়ে রাখলাম
একটা হাত ধরা বিকেল চেয়ে রাখলাম;
একটা রোদের বিকেল
একটা শীতের গুমোট বিকেল
একটা আদর বিকেল
একটা ঝগড়া বিকেল
চেয়ে রাখলাম ।
একটা উত্তম-সুচিত্রা বিকেল চেয়ে রাখলাম;
রুদ্রের জন্য একটা বিকেল চেয়ে রাখলাম ।
একটা পুকুরঘাট বিকেল
একটা ডিঙি নৌকা বিকেল ;
রিক্সার হুট তোলা একটা বিকেল
বুক ধড়ফড় একটা বিকেল;
চেয়ে রাখলাম ।
বিকেলগুলো ফুরুলে চড়ুইভাতি খেলব
আমি চুলো এনে দেবো, তুমি রাঁধবে…..
——————————————————————————————
কবি- রাজনীতিবিদ ও শিক্ষাণুরাগী
(২৭জানুয়ারি,২০২২ তারিখে প্রকাশিত কবি”র ভেরিফাইড এফবি পেজ থেকে সংগৃহীত)
সা:স:/জ:নি:/০১৫এ
পাঠকের মন্তব্য