Call Emegency এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন।
আমাদের সার্ভিস সমূহের বিস্তারিত বিবরণ নিম্নে প্রদান করা হল-
* Call Emergency মূলত একটি চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ তথ্য ও সংস্কৃতি মৈত্রী পরিষদের একটি সেবা প্রকল্প। দেশের অভ্যন্তরে এবং বিদেশে গমনেচ্ছুক জরুরী রোগীদেরকে দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে এই সেবা প্রদান করা হয়ে থাকে। অত্র প্রতিষ্ঠানের দেশী বিদেশী নিজস্ব প্রতিনিধি ও ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অভ্যন্তরে ঢাকাতে এবং বিদেশে প্রধানত: ভারত, সিঙ্গাপুর,ব্যাংকক,লন্ডন এবং আমেরিকাতে উচ্চমান সম্পন্ন হসপিটালগুলোতে এই সেবা প্রদান করা হয়ে থাকে। প্রকৃত অর্থে স্বইচ্ছায় বা সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেসকল পেশেন্টগণ এসকল স্থানের বিভিন্ন হসপিটালে চিকিৎসা/স্বাস্থ্য পরীক্ষা করাতে ইচ্ছা পোষণ করে তাদেরকে সকল প্রকার ফরমাল পরামর্শ ও লজিষ্টিক সাপোর্টের মাধ্যমে আন্তরিক সেবা প্রদান করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
* যেসকল পেশেন্টগণ এধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করে তারা প্রধানত মেডিকেল ক্রাইম এর বিভিন্ন প্রতারনা থেকে খুব সহজেই রক্ষা পায়। এছাড়াও চিকিৎসা,যাতায়াত ও এ্যকুমুডেশন সংক্রান্ত অনেক তথ্য উপাত্ত সঠিকভাবে না জানার কারনে জরুরী মূহুর্তে এলোমেলোভাবে অনেক অর্থ অযথা অকারনে তারা খরচ করে ফেলে যা সম্পূর্ণরুপে ভিত্তিহীন। আমাদের মাধ্যমে এ সংক্রান্ত সেবা গ্রহণের ফলে প্রত্যেকেই এধরনের এলোমেলো অর্থ অপচয়ের হাত থেকেও খুব সহজেই রক্ষা পায়।
* এক কথায়- অত্র প্রতিষ্ঠানের রেজিষ্ট্রিকৃত প্রত্যেক আজীবন সদস্যগণ আমাদের দীর্ঘ অভিজ্ঞতাগুলোকে সরাসরি ব্যবহার করার মাধ্যমে সঠিক সময়, সঠিক উপায়ে, সঠিক স্থানে নিজেদের উন্নত চিকিৎসা ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও সহজ করে তুলতে পারে। এসকল সার্ভিস প্রদানের জন্য অত্র প্রতিষ্ঠান প্রতিটি পেশেন্টের কাছ থেকে নামে মাত্র একটি রেজিষ্ট্রেশন ফি” গ্রহণ করে তাদেরকে লাইফটাইম পেসেন্ট আইডি কার্ড প্রদান করে; যার মাধ্যমে তারা আমাদের কাছ থেকে আজীবন উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে।
আমাদের প্রতিষ্ঠানে পেশেন্ট রেজিষ্ট্রেশন ফি” দেশ বিদেশের প্রকারভেদে বিভিন্ন প্রকার হয়ে থাকে। নিম্নে এর তালিকা প্রদান করা হল-
লাইফটাইম পেশেন্ট রেজিষ্ট্রেশন “ফি”
১. ঢাকা- ১,০০০ (এক হাজার) টাকা
২. ভারত- ২,০০০ (দুই হাজার) টাকা
৩. সিঙ্গাপুর ও ব্যাংকক- ৩,০০০(তিন হাজার) টাকা
৪. লন্ডন ও আমেরিকা- ৫,০০০(পাঁচ হাজার) টাকা ।
বি:দ্র: লাইফটাইম রেজিষ্ট্রেশনকৃত প্রতিটি পেশেন্টের জন্য অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক/একাধিক সমন্বয়ক নিয়োগ করা হয়ে থাকে।
উল্লেখ্য: পেশেন্ট কর্তৃক প্রাপ্ত উক্ত রেজিষ্ট্রেশন ফি” দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সমন্বয়ক কে তার এককালীন পারিশ্রমিক হিসেবে প্রদান করা হয়ে থাকে।
রেজিষ্ট্রেশন পরবর্তী প্রতিটি পেশেন্ট নিম্নলিখিত সার্ভিসগুলো আমাদের মাধ্যমে চাহিবামাত্রই গ্রহণ করতে পারে। এসকল সার্ভিস প্রদানের জন্য সংশ্লিষ্ট অফিস/প্রতিষ্ঠান কর্তৃক বিধি মোতাবেক ধার্যকৃত সংশ্লিষ্ট পেমেন্ট গ্রহণ ব্যতিত অত্র প্রতিষ্ঠান পেশেন্টদের কাছ থেকে কোন প্রকার সার্ভিস চার্জ কখনই গ্রহণ করে না।
১. ডক্টর‘স এ্যাপয়নমেন্ট (যেকোন)
২. পাসপোর্ট ও ভিসা প্রসেসিং
৩. লজ/হোটেল/এ্যকুমুডেশন ব্যবস্থাপনা
৪. সরাসরি মেডিকেল/ট্যুরিষ্ট গাইড প্রদান
৫. দ্রুত জরুরী যোগাযোগ ব্যবস্থাপনা
৬. ভারতের ক্ষেত্রে ট্রেন ও বাস টিকিট ব্যবস্থাপনা
৭. লোকাল ও আন্তর্জাতিক যেকোন দেশের এয়ার টিকিট ক্রয়/বিক্রয় ব্যবস্থাপনা
৮. প্রয়োজনীয় সকল প্রকার লজিষ্টিক সাপোর্ট প্রদান।
আমাদের প্রতিষ্ঠান ঢাকা সহ নির্ধারিত বিশ্বের অন্যান্য দেশগুলোর যেসকল হসপিটালে দ্রুত উন্নত চিকিৎসা সেবা প্রদান করে থাকে সেগুলোর তালিকা নিম্নে প্রদান করা হল –
* ঢাকা (Dhaka)
১. ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল
২. স্কয়ার হসপিটাল
৩. মহাখালি ক্যান্সার হসপিটাল
৪. ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও
৫. এ্যাভারকেয়ার হসপিটাল
* ভারত (India)
১. টাটা মেমরিয়াল হসপিটাল (কলকাতা,দিল্লি ও মুম্বাই)
২. এ্যাপোলো হসপিটাল (কলকাতা ও চেন্নাই)
৩. সঙ্কর নারায়ন চক্ষু হসপিটাল (চেন্নাই)
৪. সিএমসি হসপিটাল (ভেল্লোর চেন্নাই)
৫. নারায়না ইন্সটিটিউট অব কার্ডিয়াক সায়িন্সেস (দেবী শেঠী হসপিটাল- ব্যাঙ্গালোরু)
* সিঙ্গাপুর (Singapore)
১. মাউন্ট এলিজাবেথ হসপিটাল
* ব্যাংকক (Bangkok)
১. ব্যাংকক হসপিটাল
২. সেন্ট লুইস হসপিটাল
৩. বুমরাংগ্রেড হসপিটাল
* লন্ডন (London)
১.দ্য রয়াল লন্ডন হসপিটাল
২.এসটি থমাস হসপিটাল
* ইউএসএ (America)
১.দ্য মাউন্ট সিনাই হসপিটাল (নিউইয়র্ক)
২. এনওয়াইইউ লেঙ্গন হসপিটাল (নিউইয়র্ক)
———————————————–
যোগাযোগ -
প্রধান অফিস- হাউস-০১ (তৃতীয় তলা), রোড-০৩, সেক্টর-০৩, উত্তরা , ঢাকা-১২৩০
বিভাগীয় অফিস- ২৩/ঘ, রামবাবু রোড, নতুন বাজার, ময়মনসিংহ ।
হটলাইন- +৮৮ ০১৭৯৮২৮৮০৬৯
ইমেইল- desk@prnews1.com / callemergency@prnews1.com
বি:দ্র: আমাদের সার্ভিস পেতে আগ্রহী প্রত্যেককে (পরিচালক প্রশাসন) বরাবর আবেদনপত্র প্রেরণ করত: উপড়ে প্রদর্শিত ইমেইল (desk@prnews1.com)/web comment box এর মাধ্যমে প্রাথমিক যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে । প্রাথমিকভাবে আগ্রহীদের আবেদন প্রাপ্তির পর অফিস কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সমন্বয়ক প্রত্যেকের সাথে যোগাযোগ করবে এই মর্মে প্রতিশ্রুতি প্রদান করা যাচ্ছে ।
আবেদনপত্রে নিম্নলিখিত ডকুমেন্টসগুলোর ফটোকপি সংযুক্ত করতে হবে-
১. সর্বশেষ চিকিৎসকের প্রেসক্রিপশন ও ২/৩ টি সর্বশেষ মেডিকেল টেষ্ট রিপোর্ট
২. এনআইডি কার্ড
৩.পাসপোর্ট ও
৪. চিকিৎসকের ছাড়পত্র/রেফার্ট কপি।
বি:দ্র: প্রদত্ত সার্ভিস আগামী ১লা মার্চ,২০২২ তারিখ হতে শুরু হবে। ”সেবাই আমাদের অঙ্গিকার”। ধন্যবাদ।
ধন্যবাদান্তে
পরিচালক প্রশাসন - কল এমার্জেন্সি
01798288069/
01715299662 (whatsaap)
Email- desk@prnews1.com
পাঠকের মন্তব্য