সংবাদপত্র, জনতার মুখপত্র
সর্বশেষ তথ্যসূত্রে শীর্ষ মহলের ভাবনায় সংবাদ বিশ্লেষণ জানতে নিয়মিত ভিজিট করুন -
www.jonosongjognews.com / www.prnews1.com
সংক্ষিপ্ত বিবরনী
জনসংযোগ নিউজ মূলত একটি তথ্য ও সংস্কৃতি বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল । এটি বাংলাদেশ তথ্য ও সংস্কৃতি মৈত্রী পরিষদের একটি সংবাদ প্রকাশনা বিষয়ক উদ্যোগ । এখানে দেশ বিদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন খবর/আর্টিকেল/কলাম/ফিচার প্রকাশ করা হয়ে থাকে । অনুসন্ধানী পাঠক/লেখক সহ বাংলাদেশ তথ্য ও সংস্কৃতি মৈত্রী পরিষদের যে কোন সদস্যকে এই পোর্টালে লেখনীর মাধ্যমে তাদের মত প্রকাশের সুযোগ দেয়া হয়ে থাকে । অত্র প্রকাশনা কোন নেতীবাচক/বিতর্কিত লেখকের কোন লেখা কখনই প্রকাশ করেনা, এমনকি তাদেরকে প্রশ্রয়ও প্রদান করেনা । এক ঝাঁক প্রফেশনাল,অভিজ্ঞ ও সুস্থধারার সংবাদকর্মী ও লেখকদের নিয়েই এর পথচলা শুরু ।
আধুনিক সভ্যতা,চাহিদা ও বর্তমান জন-রুচী বিবেচনা করে সংশ্লিষ্ট শীর্ষ মহলের দৃষ্টি আকর্ষণ পূর্বক সুস্থধারার সংবাদ ও স্বাধীন মতবাদ পরিবেশনে ইতিবাচক পরিবর্তন ঘটানোই এই প্রকাশনার মূখ্য উদ্দেশ্য । ‘‘দৃষ্টি আকর্ষন” অত্র প্রকাশনার সবচেয়ে উল্লেখযোগ্য বিভাগ । রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে কোন বিষয় সহ জন-চাহিদা,প্রয়োজন ও সরাসরি সহযোগীতা প্রাপ্তিতে সরকার ও সাধারন জনগণের মাঝে বিশেষ সেতু বন্ধন তৈরি করাই এই বিভাগের প্রধান কার্য । জনসংযোগ নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একদিন হবে জনতার প্রধান মূখপাত্র, সেই প্রত্যাশায় সকলের সহযোগীতা একান্ত কাম্য ।
বিবরনী – দৃষ্টি আকর্ষণ বিভাগ
দেশের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য জনসংযোগের “দৃষ্টি আকর্ষণ” বিভাগ একটি ব্যতিক্রমী উদ্যোগ । শুধু সাধারণ মানুষই নয় মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তদের মাঝেও অনেকেই প্রতিনিয়ত সঠিক গাইড লাইনের অভাবে বঞ্চিত হচ্ছে সরকারী / বেসরকারী বিভিন্ন উদ্যোগ ও সেবা থেকে, এমনকি প্রতারিতও হচ্ছে বেশীরভাগ ক্ষেত্রে । বিভিন্ন প্রটোকল ও ফরমাল কারনে বেশীরভাগ ক্ষেত্রেই অনেকের পক্ষেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও ভিআইপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করা তাদের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়ায় । ইদানিং বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বিভিন্ন বিষয়ে সরকারী / বেসরকারী কর্তৃপক্ষের ইতিবাচক ব্যবস্থা গ্রহণ/উদ্যোগ থাকা স্বত্বেও শুধুমাত্র সঠিক সময় সঠিকভাবে তাদের দৃষ্টিগোচর না হওয়ার দরুণ সংশ্লিষ্ট ব্যক্তি/ প্রতিষ্ঠানকে ভূগান্তিতে পড়তে হয় । এসব বিষয়ে প্রতিনিয়তই সংবাদ প্রচারের মাধ্যমে দেশের গণমাধ্যমগুলো মুখ্য ভূমিকা রাখছে । সেই ধারাবাহিকতায় জনসংযোগ নিউজের “দৃষ্টি আকর্ষণ” বিভাগ, মানবকল্যণের তরে একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র ।
এই বিভাগের মাধ্যমে প্রেরকের প্রেরিত যে কোন পরিকল্পনা / মন্তব্য / চিন্তাভাবনা / সমস্যা / কৃতজ্ঞতা প্রকাশ / অভিযোগ যথার্থ বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তপক্ষের সহিত সরাসরি যোগাযোগ করে তাদের বক্তব্য বা স্বিদ্ধান্ত সহ বিস্তারিত প্রকাশ করা হবে জনসংযোগ পোর্টাল ও নিউজ পেইজে । প্রয়োজনে গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় এসকল বিষয়ে পরবর্তীতে ধারাবাহিক ফলোআপ করা হবে । জনসংযোগের “দৃষ্টি আকর্ষণ” বিভাগের মাধ্যমে উর্ধ্বতন সহ সরকারী ও বেসরকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দেশের সাধারণ মানুষের একটি সহজ সেতুবন্ধন তৈরি হবে, এই মর্মে দৃঢ়চিত্তে আশাবাদ ব্যক্ত করা যেতে পারে । এ ব্যাপারে যে কেউ লেখা পাঠাতে পারবেন শুধুমাত্র নিম্নে বর্ণিত ই-মেইল আইডিতে । লেখাগুলো অবশ্যই Unicode ফরমেটের হতে হবে ।
বি:দ্র: - “দৃষ্টি আকর্ষণ” সার্ভিস প্রধানের জন্য জনসংযোগ নিউজ সবসময় বাধ্য নয় । যদি প্রেরকের প্রেরিত বিষয় অর্বাচীন বা ব্যক্তি স্বার্থের বা সুযোগ সন্ধানী বিষয়ক হয় তাহলে সেগুলো সরাসরি বাতিল বলে গণ্য হবে ।
সংক্ষিপ্ত বিবরণী : জনসংযোগ প্রতিবেদন
এই বিভাগে জনসংযোগ নিউজ ডেস্ক কর্তৃক সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় সংগৃহীত বিষয় ভিত্তিক সংবাদ প্রকাশ করা হয়ে থাকে । জনসংযোগ নিউজ এর স্থায়ী/অস্থায়ী অফিসিয়াল নিয়োগ প্রাপ্ত সংবাদ প্রতিনিধিদের মাধ্যমে এ সকল সংবাদ সংগ্রহ হয়ে থাকে ।
সংক্ষিপ্ত বিবরণী : সংযোগ খবর
এই বিভাগে দেশ বিদেশের নির্ভরযোগ্য ও স্বনামধন্য বিভিন্ন সংবাদ সংস্থা ও গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদগুলো সূত্র সংযোগ আকারে প্রকাশ করা হয়ে থাকে । সময় স্বল্পতা ও কর্মময় ব্যস্ততার কারনে বর্তমানে বেশীরভাগ পাঠকগণই দেশ বিদেশের সকল গণমাধ্যমে সবসময় চোখ রাখতে পারেননা । জনসংযোগ নিউজের সংযোগ খবর বিভাগ তাদের এ সকল সমস্যা সমাধানে প্রধান ভূমিকা পালন করবে অর্থাৎ এই বিভাগের মাধ্যমে যে কোন পাঠক একযোগে দেশ বিদেশের উল্লেখযোগ্য গণমাধ্যমগুলোর প্রধান প্রধান সংবাদ/কলাম/ফিচারগুলো এক ঝলকে এক সঙ্গে দেখতে বা পড়তে পারবে ।
এই বিভাগে প্রধানত- বিবিসি, সিএএন, রয়টার্স, বাংলাদেশ সংবাদ সংস্থা, আনন্দবাজার পত্রিকা (কলকাতা, সহ দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, দৈনিক যায়যায়দিন, দৈনিক সমকাল, দৈনিক কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক বণিক বার্তা, ডেইলী ষ্টার ও ডেইলী সান সহ দেশীয় অন্যান্য উল্লেখযোগ্য দৈনিক ও ম্যাগাজিনগুলোর প্রধান প্রধান সংবাদগুলো কপিরাইট করে সূত্র সংযোগ আকারে প্রকাশ করে থাকে । এছাড়াও দেশী বিদেশী বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত বিভিন্ন সংবাদ/টক-শো/অনুষ্ঠান পর্যালোচনা করে সূত্র সংযোগে সংবাদ/প্রতিবেদন প্রকাশ করে থাকে । দেশ বিদেশের এ সকল গণমাধ্যমগুলোর মাধ্যমে প্রকাশিত সংবাদের জনমনে বিশেষ গ্রহণযোগ্যতা থাকায় পাঠকগণের কাছে জনসংযোগ নিউজের এই বিভাগটি বেশ ইতিবাচক ভূমিকা রাখবে, এই মর্মে আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে ।
অন্যান্য বিভাগ সমূহ : জনসংযোগ নিউজ
সম্পাদকীয় | প্রধান সংবাদ | দৃষ্টি আকর্ষণ ও মন্বব্য প্রতিবেদন | সংযোগ খবর ও ফিচার | সংযোগ কলাম ও সাক্ষাৎকার | অপরাধ ও দূর্ণীতি | সরকার ও রাজনীতি | জাতীয় ও আন্তর্জাতিক | গুড নিউজ | সংস্কৃতি ও গণমাধ্যম | রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী | মন্ত্রী পরিষদ ও সচিবালয় | বাণিজ্য ও অর্থনীতি | শিক্ষা ও সাহিত্য | ইতিহাস ও জানা অজানা | কৃষি ও জনস্বার্থ | ট্যুরিজম এন্ড ট্রাভেলস | লাইফষ্টাইল ও খেলাধুলা | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ | মানবতা ও ধর্ম | বিনোদন ও খেলাধুলা | বাণী ও শুভেচ্ছা | খোলা মন্তব্য ও স্মৃতিচারণ | বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি | বিজ্ঞাপন ও প্রেস বিজ্ঞপ্তি ।
বি:দ্র: - পৃথক পৃথক ভাবে উপরোক্ত প্রতিটি বিষয়েই বছরব্যাপী বিভিন্ন সময়ে ঘোষিত তারিখ অনুযায়ী পর্যায়ক্রমে জনসংযোগ সাময়িকী তথা প্রিন্ট ম্যাগাজিন প্রকাশ করা হবে ।
সংক্ষিপ্ত বিবরণী :
জনসংযোগ.কম মোট ২৩ টি বিভাগ নিয়ে গঠিত । প্রতিটি বিভাগেই একযোগে বিভিন্ন খবর/আর্টিকেল নিয়মিত আপলোড/প্রকাশ হতে থাকবে । বিভিন্ন বিভাগে প্রকাশিত বিভিন্ন বিষয় নিয়ে সময়ে সময়ে সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রায় (১০০-১৫০) পৃষ্ঠার একটি প্রিন্ট ম্যাগাজিন প্রকাশ হবে যা জনসংযোগ সাময়িকী নামে পাঠকদের হাতে বাণিজ্যিক ভিত্তিতে পৌঁছানো হবে । সে অনুযায়ী আগামী ডিসেম্বর,২০২১-এ প্রকাশিত হবে “স্বাস্থ্য ও পরিবার কল্যাণ” বিষয়ে জনসংযোগ সাময়িকীর প্রথম সংখ্যা, এই মর্মে দৃঢ়চিত্তে আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে । এই সংখ্যাটিকে করোনা সংখ্যাও বলা যেতে পারে । এছাড়াও প্রতিটি বিষয় ভিত্তিক সংখ্যার মাঝে “সময়ের দেশ” ও “সময়ের বিশ্ব” নামের দুটি বিভাগে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিভিন্ন বিষয়েও থাকবে বিশেষ প্রতিবেদন/আর্টিকেল/ফিচার ।
বিষয় ভিত্তিক লেখা পাঠাতে নিচের ই-মেইলটি ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে । লেখা প্রদানের সঙ্গে লেখকের নির্ভরযোগ্য পরিচয়পত্র/বিস্তারিত (ছবি)সহ সংযুক্ত থাকা বাধ্যতামূলক বলে গণ্য হবে ।
jonosongjognews@gmail.com
desk@prnews1.com
SMS send – fb.com/prnews1.com.bd/ Twitter - @jonosongjognews
বি:দ্র: - জনসংযোগ নিউজের তালিকাভুক্ত প্রত্যেক লেখক / কলামিষ্টদের প্রকাশিত প্রতিটি লেখার বিপরীতে আলোচনা সাপেক্ষে বিশেষ সম্মানি প্রদান করা হয় ।
——————————————————-
পরিচিতি – উপদেষ্টা সম্পাদক
জাহিদুজ্জামান সাঈদ
সাবেক কর্মস্থল
দৈনিক কালের কন্ঠ | দৈনিক যায়যায়দিন | দৈনিক মানবজমিন | দৈনিক আমাদের অর্থনীতি
——————————————————-
পরিচিতি : সম্পাদক ও প্রকাশক
এম আনিছুর রহমান
সাবেক কর্মস্থল
দৈনিক যায়যায়দিন | দৈনিক আমাদের অর্থনীতি । দৈনিক ভোরের ডাক
——————————————————-
পরিচিতি : নির্বাহী সম্পাদক
সাদেক সামী
সাবেক কর্মস্থল
দৈনিক যায়যায়দিন| দৈনিক কালের কন্ঠ
——————————————————-
পরিচিতি : প্রধান বার্তা সম্পাদক
আশিক আলম
সাবেক কর্মস্থল
সম্পাদক - মাসিক ন্যায়দন্ড ।
——————————–
পরিচিতি : ব্যবস্থাপনা সম্পাদক
আরিফুর রহমান
সাবেক কর্মস্থল
সহকারী পরিচালক (পিআর), ইষ্টার্ণ ইউনিভার্সিটি
ZAHIDUZZAMAN SAYEED
Advisor Editor
01731677220
ANISUR RAHMAN
Editor & Publisher
01798288069
EDITORIAL & COMMERCIAL OFFICE :
House-23 (Ground floor), Road- 02, Sector- 11,
Uttara model town, Dhaka-1230.
01798288069, 01715299662 (whatsApp)
DIVISIONAL OFFICE : MYMENSINGH
216, Kathgula Bazar, Mymensingh City Corporation
01712654187, 01798288069.
About. Bangladesh Friendship Journalism Association - BFJA
বাংলাদেশ ফ্রেন্ডশীপ জার্নালিজম এসোসিয়েশন সংবাদ জগতে একটি সম্পূর্ণ নতুন অধ্যায়, একটি ব্যাতিক্রমী সংযোজন, একটি সময়োপযোগী পরিকল্পনার প্রস্তাবনা । এন্ট্রাপ্রেনর বাংলাদেশ ও জনসংযোগের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা যথার্থ বাস্তবায়নের মাধ্যমে প্রিন্ট/ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল/ইউটিউভ চ্যানেল ও ফ্রিলেন্সার জার্নালিষ্টদের যৌথ সমঝোতা ও সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রবাহের মাত্রা আরও বৃদ্ধি পাবে, এই মর্মে দৃঢ়চিত্তে আশাবাদ ব্যাক্ত করা যেতে পারে । সংশ্লিষ্ট সকল ব্যক্তি/সংবাদ মাধ্যমের জ্ঞাতার্থে উক্ত পরিকল্পনার স্বারসংক্ষেপ তুলে ধরা হল –
(১). এ লক্ষে আগ্রহী বিভিন্ন সংবাদ মাধ্যমের যথাযথ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত যাচাই বাছাই এর পর সর্বোচ্চ ২১ (একুশ) সদস্য বিশিষ্ট একটি জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে । পরবর্তীতে সারাদেশ থেকে পর্যায়ক্রমে স্থায়ী সদস্য নিবন্ধন কার্যক্রম শুরু হবে এবং দেশের প্রতিটি জেলা শহরেই নির্ধারিত বিধি অনুযায়ী ১১(এগার) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী জেলা কমিটি গঠন করা হবে । এক্ষেত্রে শুধুমাত্র আবেদনকারী সংবাদ প্রতিষ্ঠানকে নির্বাহী/ স্থায়ী সদস্য হিসেবে তালিকাভুক্তি করা হবে এবং উক্ত প্রতিষ্ঠানের পক্ষে শুধুমাত্র বর্তমান দায়িত্বপ্রাপ্ত সম্পাদক/ভারপ্রাপ্ত সম্পাদক-ই একমাত্র কার্যকরী প্রতিনিধি হিসেবে সাংগঠনিক পদবীপ্রাপ্তের জন্য বিবেচিত হবেন । বিএফজেএ- তে নির্বাহী / স্থায়ী সদস্য হিসেবে তালিকাভুক্তির জন্য আগামী ৩০সেপ্টেম্বর,২০২০ তারিথের মধ্যে আপনার সংবাদ মাধ্যম/ প্রতিষ্ঠানের বিবরন সহ আবেদন পাঠাতে পারেন এই আইডিতে- করোনার দীর্ঘমেয়াদি বিস্তারের জন্য এবিষয়ে সময়সীমা পূঁণ:বিবেচনা পূর্বক বৃদ্ধি করা হল ।
tnentreprenuerbd@gmail.com / jonosongjognews@gmail.com
Visit us - www.entreprenuerbangladesh.com
www.jonosongjognews.com
যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আগামী ২০-৩০মে ,২০২১ এর যেকোন তারিখে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে এই সংগঠনের অভিষেক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে । অন্যথায় অভিষেক অনুষ্ঠান এর আয়োজন বিলম্ব হতে পারে ।
বি:দ্র:- সকল জেলা কমিটি গঠনের পর দেশের প্রতিটি উপজেলায় সর্বোচ্চ ১১(এগার) সদস্য বিশিষ্ট উপজেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে এবং জাতীয় নির্বাহী কমিটি সহ প্রতিটি জেলা ও উপজেলায় অত্র সংগঠনের জন্য স্থায়ী কার্যালয় গঠন করা হবে । জাতীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ গঠনের পর দেশের প্রথম সাড়ির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকমন্ডলী/জাতীয় মিডিয়ার উদ্যোক্তামন্ডলীর পক্ষ থেকে সর্বোচ্চ ১০(দশ) জন মান্যবরকে নিয়ে বিএফজেএ-এর একটি জাতীয় উপদেষ্টা কমিটি গঠন করা হবে ।
(২). শুধুমাত্র বৈধ অনুমোদনপ্রাপ্ত/নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলোই অত্র সংগঠনে নির্বাহী সদস্য হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবে । প্রতিষ্ঠাকালীন জাতীয় কমিটি গঠনের জন্য প্রাথমিকভাবে মোট ২১(একুশ) টি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম/প্রতিষ্ঠানকে চূড়ান্ত তালিকাভুক্ত করে জাতীয় কমিটি গঠন করা হবে । পরবর্তীতে নিয়মিত মাসিক/ত্রৈমাসিক/বাৎসরিক সাধারণ সভার মাধ্যমে উক্ত ২১(একুশ) সদস্য বিশিষ্ট জাতীয় কমিটির সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত ও প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে নির্বাহী সদস্য সংখ্যা বৃদ্ধিকরণ সহ যেকোন স্বিদ্ধান্ত গ্রহণ-ই অত্র সংগঠনের কার্যকরী ও যথার্থ স্বিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে এবং সকল জেলা ও উপজেলা কমিটির প্রত্যেক সদস্য তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করতে বাধ্য থাকবে ।
উল্লেখ্য- শুধুমাত্র চূড়ান্ত নির্বাচিত নির্বাহী সদস্য প্রতিষ্ঠানগুলোই পরবর্তীতে জাতীয় কমিটির যেকোন পদবীতে নির্বাচন করার যোগ্যতা/ক্ষমতা বহন করবে এবং শুধুমাত্র প্রতিষ্ঠাকালীন কার্যক্রমের যেকোন স্বিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে মূল প্রস্তাবকদ্বয় তথা প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মিলিত স্বিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে ।
(৩). ফ্রিলেন্সার জার্নালিষ্টদের জন্য ন্যূনতম সংবাদ মাধ্যম বিষয়ক বিশেষ নামে একটি ফেসবুক আইডি/পেইজ থাকা বাধ্যতামূলক বলে গণ্য হবে । উক্ত আইডি/পেইজ বায়োগ্রাফিতে নিজ সম্পর্কে সন্তোষজনক যথেষ্ট ইনফরমেশন থাকতে হবে এবং উক্ত আইডি/পেইজ ওপেনিং এর সময়সীমা কমপক্ষে ০৬(ছয়) মাস হতে হবে । উক্ত আইডি/পেইজে তার বিভিন্ন লেখা/রিপোর্ট/আর্টিকেল আপলোড থাকতে হবে । যেসকল ফ্রিলেন্সার জার্নালিষ্ট এই বিষয়গুলো শতভাগ নিশ্চিত করতে পারবেন শুধুমাত্র তারাই এই সংগঠনের স্থায়ী সদস্যপদ প্রাপ্তির ক্ষেত্রে আবেদন করতে পারবেন । পরবর্তীতে এগুলো যাচাই বাছাই করে তাকে চূড়ান্ত তালিকাভুক্ত করা হবে । এক্ষেত্রে ফ্রিলেন্সার জার্নালিষ্টরা অত্র সংগঠনের নির্বাহী সদস্য হিসেবে আবেদন/তালিকাভুক্তির আওতাভুক্ত হবেননা । তারা শুধুমাত্র স্থায়ী সদস্য হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন । পরবর্তীতে কোন ফ্রিলেন্সার যদি নির্ভরযোগ্য কোন সংবাদ মাধ্যম গঠনে বিধি মোতাবেক অনুমোদনপ্রাপ্ত হন ও সংবাদ প্রকাশে নির্ভরযোগ্যতা অর্জন করতে সক্ষম হন সেক্ষেত্রে তারা স্থায়ী সদস্য থেকে নির্বাহী সদস্য হিসেবে প্রমোটেট হতে পারবেন ।
(৪). ফ্রেন্ডশীপ জার্নালিজম এর ক্ষেত্রে পারস্পরিক সমন্বয়, সমঝোতা, একাগ্রতা, সহমর্মিতা, একান্ত সহযোগীতা, সর্বোপরি বৃহৎ মানসিকতা অতি আবশ্যক, কোন সংকীর্ণ মানসিকতা কখনই এখানে গ্রহণযোগ্য নয় । এই সংগঠনের চূড়ান্ত তালিকাভুক্ত যেকোন সদস্য প্রতিষ্ঠান/সংবাদ মাধ্যম, নিজ নিজ সংবাদ মাধ্যম কর্তৃক সংগৃহীত জনগুরুত্বপূর্ণ যেকোন নিউজকে যেকোন সময় ফ্রেন্ডশীপ জার্নালিজম এর মাধ্যমে প্রকাশের জন্য বিধি অনুযায়ী অফার করতে পারবে । সংগঠনের তালিকাভুক্ত প্রত্যেক সদস্য প্রতিষ্ঠান/সংবাদ মাধ্যম, এই বিষয়ে বিশেষ আলোচনার মাধ্যমে স্বিদ্ধান্ত গ্রহণ করে সংগৃহীত/প্রেরিত সংবাদ মাধ্যমের নিউজ মেকিং ও উক্ত সংবাদ মাধ্যমের স্বত্ব সম্পূর্ণ বজায় রেখে অত্র সংগঠনের নির্ধারিত ফ্রেন্ডশীপ জার্নালিজম এর লগো ব্যবহার করে প্রত্যেকে তাদের নিজ নিজ সংবাদ মাধ্যমে তা একযোগে প্রচার করবে । এতে সংবাদ প্রবাহের মাত্রা যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি জাতীয়ভাবে উক্ত খবরের গ্রহণযোগ্যতাও যথার্থভাবে প্রতীয়মান হবে । তবে এক্ষেত্রে যদি খবর সংগ্রহদাতা সদস্য প্রতিষ্ঠানের কাছে কোন বাণিজ্যিক বিজ্ঞাপন থাকে এবং উক্ত বিজ্ঞাপন সহ প্রচারের প্রস্তাবনা থাকে সেক্ষেত্রে উক্ত খবর সংগ্রহদাতা সদস্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবশ্যই “ ফেন্ডশীপ এ্যাডভারটাইজম্যান্ট রেট “ অফার করতে হবে, এবং উক্ত রেটে যেসকল সদস্য প্রতিষ্ঠান একমত পোষণ করবে শুধুমাত্র তারাই তাদের সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন সহ উক্ত নিউজ প্রচার করবে ।
উল্লেখ্য- এসকল ক্ষেত্রে বিএফজেএ এর ডেবলাপমেন্ট ফান্ডের জন্যও বিশেষ অফার থাকতে হবে । পরবর্তীতে অফারদাতা প্রতিষ্ঠান চেক/নগদ অর্থের মাধ্যমে যথাসময় বিল পরিশোধ করতে বাধ্য থাকবে । যদি বিএফজেএ এর সাংগঠনিক অনুমতিক্রমে কোন নিউজ ফ্রেন্ডশীপ জার্নালিজম এর মাধ্যমে প্রকাশ হয় শুধুমাত্র সেক্ষেত্রেই পরবর্তীতে বিএফজেএ উক্ত নিউজের যেকোন দ্বায় বহন করবে অন্যথায় নয় । সংগঠনের যেকোন সদস্য স্বাধীনভাবে নিজ নিজ দ্বায় নিয়ে যেকোন সময় নিজেদের মাঝে যেকোন নিউজ ফ্রেন্ডশীপ জার্নালিজম এর মাধ্যমে প্রকাশ করতে পারবে, এক্ষেত্রে সাংগঠনিকভাবে কোন বাধা নেই ।
ইতিকথা-
সাধারণত দেশের প্রথম সাড়ির সংবাদ মাধ্যমগুলো দেশের নির্ভরযোগ্য সংবাদ প্রকাশের পথিকৃত ও গণমাধ্যমের লিডার হিসেবে সার্বজনীন স্বীকৃত । এছাড়াও দেশের দ্বিতীয় থেকে বহু সাড়ি পর্যন্ত আরও অনেক সংবাদ মাধ্যম রয়েছে, তাছাড়া সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেশের অভ্যন্তরে ইতিমধ্যে প্রচুর অনলাইন সংবাদ মাধ্যম ও ফ্রিলেন্সার জার্নালিষ্টের সৃষ্টি হয়েছে তাদের মধ্যে অনেকেই সত্যিকার অর্থেই খুব ভাল লিখে এবং তারা গণমাধ্যম প্রেমী কিন্তু যথার্থ নেটওয়ার্কিং এর অভাবে তাদের সংগৃহীত অনেক গুরুত্বপূর্ণ কালেকশনগুলো জনগুরুত্বপূর্ণ খবর হওয়া স্বত্বেও সেগুলো খবরের অন্তরালেই থেকে যায় । অনেক সময় জাতীয় গণমাধ্যমগুলো সেইসব কালেকশনগুলো সূত্র-তথ্যে প্রচার করলেও তা তাদের সংবাদ মাধ্যমের ডেস্ক রিপোর্ট হিসেবেই প্রচার হয়, সুনির্দিষ্ট কোন নীতিমালা না থাকায় প্রেরিত সংবাদ মাধ্যম/ফ্রিলেন্সারকে তার প্রাতিষ্ঠানিক পরিচয় সহ পুরোপুরি তুলে ধরা সম্ভব হয়না, এবং সম্ভব হলেও সবক্ষেত্রে তারা তা করতে বাধ্যও নয় । অন্যদিকে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকা থাকলেও একটি বিবিসি/সিএনএন/বাসস/ইত্তেফাক/প্রথম আলো/এটিএন বাংলা/চ্যানেল আই বা বাংলাদেশ টেলিভিশন গড়ে তোলা সম্ভব নয় । যদিও অসম্ভবকে সম্ভব করাই মানুষের কাজ, মানুষ চাইলেই তা পারে, তবে সবসময়ই শুধু অসম্ভবকে সম্ভব করার চিন্তা লালন না করে বরং স্বাভাবিক সম্ভাবনাকে প্রথমে জয় করে পরবর্তীতে অসম্ভবকে সম্ভব করার দু:সাহসী যাত্রা শুরু করা যেতে পারে । এজন্য প্রয়োজন পারস্পরিক সমঝোতা, সমন্বয় ও একটি সময়োপযোগী যথার্থ ফ্রেন্ডশীপ নেটওয়ার্কিং ।
মূলত ফ্রেন্ডশীপ জার্নালিজম এর এই পরিকল্পনাটি হচ্ছে সেই যথার্থ ফ্রেন্ডশীপ নেটওয়ার্কিং, যার মাধ্যমে অন্তত প্রান্তিক সংবাদ মাধ্যমগুলো সবচেয়ে বেশী উপকৃত হবে । যদি প্রথম সাড়ির সংবাদ মাধ্যমগুলো এই পরিকল্পনায় কিছুটা হলেও তাদের আন্তরিকতা প্রকাশ করে তাহলে দেশে সংবাদ প্রবাহে যুগান্তকারী পরিবর্তন ঘটবে বলে আমরা আশাবাদী ।
ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে এন্ট্রাপ্রেনর বাংলাদেশ ও জনসংযোগ, ফ্রেন্ডশীপ জার্নালিজম এর মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ এর অধ্যাপক (মেডিসিন), ডা: মো: টিটো মিয়ার একটি বিশেষ স্বাক্ষাৎকার গত ২০-০৪-২০২০ তারিখে প্রকাশ করেছে । তিনি উক্ত স্বাক্ষাৎকারে করোনা বিষয়ক চিকিৎসা ও গণসচেতনতার বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন যা সার্বজনীনভাবে প্রশংসিত হয়েছে । এর মাধ্যমে অধ্যাপক ডা: মো: টিটো মিয়া এই মহতী উদ্যোগের একজন অন্যতম পথিকৃত হিসেবেও ইতিহাস হয়ে রইলেন ।
এ বিষয়ে আপনাদের একান্ত মতামত আমাদের ইনবক্স-এ প্রেরণের জন্য অনুরোধ রইল ।
ধন্যবাদ সবাইকে –
জাহিদুজ্জামান সাইদ,
সম্পাদক-এন্ট্রাপ্রেনর বাংলাদেশ ও প্রতিষ্ঠাতা সভাপতি, বিএফজেএ
এবং
এম আনিছুর রহমান,
সম্পাদক ও প্রকাশক- জনসংযোগ নিউজ এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, বিএফজেএ ।
পাঠকের মন্তব্য